৳ ২০০ ৳ ১৭৬
|
১২% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
লে খ কে র নি বে দ ন
গ্রন্থভুক্ত সংস্কৃতি-বিষয়ক নিবন্ধগুলাে রচিত হয়েছিল বিভিন্ন উপলক্ষে বিভিন্ন তাগিদে। কিছু প্রবন্ধ লেখা হয়েছিল নব্বইয়ের দশকে, তবে বেশির ভাগ সাম্প্রতিক সময়ের রচনা। পুরনাে লেখায় সময়ের ছাপ নিশ্চয় রয়ে গেছে, আর প্রবন্ধকারও ভালােভাবে অবহিত রয়েছেন কালজয়ী লেখার যােগ্যতা তার নেই, তবু যে সেসব গ্রন্থভুক্ত হতে পারলাে সেটা এই ভরসায় যে কালিক রচনাতে সেই সময়ের সাংস্কৃতিক বাস্তবতার একটি পরিচয় হয়তাে পাওয়া যাবে, আর এর ফলে পাঠক পেতে পারেন তুলনামূলক বিচারের সুযােগ। যাত্রাবিষয়ক দুটি নিবন্ধ প্রণীত হয়েছিল যথাক্রমে ১৯৯৩ এবং ২০০৮ সালে, বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়ােজিত সেমিনারে পঠিত লেখা দুটির মধ্যে হয়তাে কিছু যােগসূত্র রয়েছে যা পাঠকের জন্য আগ্রহজনক বিবেচিত হতে পারে। সংস্কৃতি-বিষয়ক লেখালেখিতে ব্রতী থাকতে হয় সংস্কৃতিকর্মী হওয়ার সুবাদে। সেই সুযােগে চাক্ষুষ করা গেছে অনেক শিল্পরূপ ও সাংস্কৃতিক আন্দোলনের পল্লবিত হয়ে-ওঠা। তাই কোনো বিশেষজ্ঞের অভিমত নয়, মাঠকর্মীর সংস্কৃতিবিবেচনা হিসেবে এই বই পাঠকের হাতে তুলে দেয়ার ভরসা পাচ্ছি। এর জন্য পরােক্ষে দায়ী আমার শুভানুধ্যায়ী ও সতীর্থজনেরা যাঁদের প্রশ্রয়ে বেশির ভাগ প্রবন্ধ রচিত এবং আমার প্রকাশক, যার সদাপ্রসারিত উদার আনুকূল্যে সম্ভব হয়েছে। এমনি গ্রন্থরূপ প্রদান। এই বইয়ের যা-কিছু ঘাটতি ও দুর্বলতা তার জন্য প্রত্যক্ষভাবে দায়ী লেখক, আর তাই সহৃদয় পাঠকের কাছে। ক্ষমাপ্রার্থনা-পূর্বক সকুণ্ঠভাবে নিবেদিত হচ্ছে বর্তমান গ্রন্থ।
-- মফিদুল হক
Title | : | লালনকে কে বাঁচাবে : সংস্কৃতি-জিজ্ঞাসা |
Author | : | মফিদুল হক |
Publisher | : | বিদ্যাপ্রকাশ |
ISBN | : | 9847013800781 |
Edition | : | 2010 |
Number of Pages | : | 176 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
মফিদুল হক (জন্ম: ১৯৪৮) পেশায় প্রকাশক এবং কর্মসুবাদে শিল্প-সংস্কৃতি ও সৃজনমূলক বিভিন্ন উদ্যোগের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তার সমাজচিন্তামূলক বহুবিধ প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বিভিন্ন পত্রপত্রিকা ও শিল্প-সাহিত্যের সাময়িকীতে, যদিও প্রকাশিত গ্রন্থের সংখ্যা তুলনায় খুব বেশি নয়। মৌলিক প্রবন্ধ রচনার পাশাপাশি অনুবাদেও তিনি সর্বদা আগ্রহের পরিচয় রেখেছেন। সমাজ-অধ্যয়ন তাঁর রচনার মূল বিষয়, এক্ষেত্রে শিল্প-সাহিত্যের দৃষ্টিকোণ পেয়েছে বিশেষ প্রাধান্য। বাংলা একাডেমী থেকে জীবনীগ্রন্থ সিরিজে প্রকাশিত হয়েছে তাঁর রচিত আবুল হাশিম’ এবং পূর্ণেন্দু দস্তিদার' প্রকাশিত উল্লেখযােগ্য অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘মনােজগতে উপনিবেশ: তথ্য সাম্রাজ্যবাদের ইতিবৃত্ত’, ‘তৃতীয় বিশ্ব এবং নারীমুক্তির পথিকৃৎ। অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে এর্নেস্তো কার্দেনালের ‘বিপ্লব ও ভালােবাসার কবিতা, জন হের্সের ‘হিরােশিমা', সিডনি শনবার্গের ‘ডেটলাইন বাংলাদেশ: ১৯৭১', আহমেদ সালিমের ‘পাকিস্তানের কারাগারে শেখ মুজিবের বন্দিজীবন’ প্রভৃতি। শিল্পকলা একাডেমী থেকে প্রকাশিত হয়েছে দ্বিভাষিক গ্রন্থ কাইয়ুম চৌধুরী। তিনি আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটইউনেস্কো প্রকাশিত দ্বিবার্ষিক সংকলন ‘ওয়ার্ল্ড অব থিয়েটার'-এর অন্যতম সম্পাদক। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য-সচিব তিনি।
If you found any incorrect information please report us