৳ ৩৫০ ৳ ২৯৮
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
একজন সাহিত্যিক তার জীবনকালে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে অতিক্রম করেন। বেড়ে ওঠা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তাকে প্রকৃতি, বন্ধু স্বজন, বইপত্র একটু একটু করে সমৃদ্ধ করে। এসব নিয়ে তৈরি হয় নানা মত অভিমত। কোনো বিষয়ের সাথে হয় ঐক্য আবার কোনো বিষয়ের সাথে হয় দ্বিমত। কবিতা, গল্প, উপন্যাসসহ সাহিত্যের নানা শাখা-প্রশাখায় কবি সাহিত্যিকদের কর্মকাণ্ড নানা কারণে ইতিহাস হয়ে যায়। সাযযাদ কাদির বাংলা সাহিত্যের একজন স্বনামধন্য সাহিত্যিক। কবিতা, গল্প, উপন্যাস, শিশুসাহিত্য, প্রবন্ধ-গবেষণাসহ সাহিত্যের নানা বিষয় নিয়ে তিনি লিখেছেন দুহাতে। আলোচ্য এ বহিটর নাম 'সহচিন্তন'। বইটি প্রকাশিত হয় একুশে বইমেলা ২০১৪ সালে। এ বইটিতে তিনি ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে নানামুখি আলোচনা করেছেন। কখনো সে আলোচনা পক্ষে আবার কখনো সে আলোচনা বিপক্ষে। বাংলা সাহিত্যের জীবনধারা ও শিল্পধারার অনেক অজানা তথ্য তিনি অনায়াসে প্রকাশ করেছেন বইটিতে। তার বেড়ে ওঠা, পড়াশোনা, সাহিত্যিক বন্ধু, কর্মজীবনে বিভিন্ন পত্রিকা অফিস ও সেখানকার অভিজ্ঞতাসহ নানা স্মৃতি থেকে লেখা এ বইটি। একজন সাযযাদ কাদিরকে অতিক্রম করে বাঙালি ও বাংলা ভাষা সাহিত্যের বিকাশের চিত্র উঠে এসেছে। এছাড়া বিভিন্ন কবি যেমন হাসান হাফিজুর রহমান, শামসুর রহমান, ফররুখ আহমদকে নিয়ে তার স্মৃতি ও তাদের লেখা সম্পর্কে তার খোলামেলা অভিমত আছে বইটিতে। ২১৪ পৃষ্ঠার এই দীর্ঘ বইটি পাঠ করলে পঞ্চাশের দশক থেকে শরু করে বর্তমান সময় পর্যন্ত ঘটে যাওয়া অনেক ইতিহাস জানা যাবে। সাহিত্যের পাঠক ও সাহিত্যের ছাত্রদের জন্য বইটি সংগ্রহে রাখার মতো একটি বই।
Title | : | সহচিন্তন |
Author | : | সাজ্জাদ কাদির |
Publisher | : | সাহিত্যদেশ |
ISBN | : | 9789849062226 |
Edition | : | 1st Published, 2014 |
Number of Pages | : | 212 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
কবি ও বহুমাত্রিক লেখক সাযযাদ কাদিরের জন্ম ১৯৪৭ সালের ১৪ই এপ্রিল, টাঙ্গাইলের মিরের বেতকা গ্রামের মাতুলালয়ে। তাঁর পিত্রালয় ওই একই জেলার দেলদুয়ারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাংলা ভাষা ও সাহিত্যে অনার্স ও এমএ পাস করেছেন যথাক্রমে ১৯৬৯ ও ১৯৭০ সালে। শিক্ষাজীবন শেষে অধ্যাপনা করেছেন করটিয়া’র সা’দত কলেজে, পরে সহকারী সম্পাদক ছিলেন সাপ্তাহিক বিচিত্রা ও দৈনিক সংবাদ-এর। বার্তা সম্পাদক ছিলেন দৈনিক দিনকালের। ১৯৭৮-৮০ সালে ছিলেন গণচীনের রেডিও পিকিং-এর ভাষা-বিশেষজ্ঞ। ১৯৯৫-২০০৪ সালে ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালক। বর্তমানে দৈনিক মানবজমিন-এর যুগ্ম সম্পাদক। সাযযাদ কাদির নেশায় কবি, পেশায় সাংবাদিক। কবিতা ছাড়াও লিখেছেন ছোটগল্প, নাটক। পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করেন ইতিহাস থেকে কল্পবিজ্ঞান পর্যন্ত অনেক বিচিত্র ও কৌতূহলোদ্দীপক বিষয়ে। বিদেশের জনপ্রিয় উপন্যাস থেকে রসমধুর লোককাহিনী পর্যন্ত অনেক স্মরণীয় সাহিত্যসম্ভার তিনি উপহার দিয়েছেন পাঠক-পাঠিকাদের। তাঁর উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে : আজব তবে গুজব নয়, ইউএফও: গ্রহান্তরের আগন্তুক, উপকথন, উপকথন আবারও, উপকথন আরও, উপকথন ফের, গল্পগাছা, তেপান্তর, বরিবল নামা, মনপবন, সবার সেরা, সাগরপার এবং রঙবাহার।
If you found any incorrect information please report us