সোনালি শস্যকণা (হার্ডকভার)
সোনালি শস্যকণা (হার্ডকভার)
৳ ৪৫০   ৳ ৩৮৩
১৫% ছাড়
Quantity  

১১৯৯ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY

Home Delivery
Across The Country
Cash on Delivery
After Receive
Fast Delivery
Any Where
Happy Return
Quality Ensured
Call Center
We Are Here

বহুমাত্রিক ব্যক্তিত্ব আবদুল্লাহ আবু সায়ীদের রচনাবলি থেকে ছেঁকে তোলা দ্যুতিময়, স্বপ্নজাগানো, বুদ্ধিদীপ্ত ও সরস কথার এক অনবদ্য সংকলন সোনালি শস্যকণা। সজীব হৃদয়ের গভীরতম অনুভূতি থেকে উঠে এসেছে এইসব উদ্ধৃতি। সমাজ, সাহিত্য, সংস্কৃতি, মূল্যবোধ, স্বদেশ ও আন্তর্জাতিক বিশ্বসহ বিবিধ বিষয়ে তাঁর রচনায় আছে নিবিড় পর্যবেক্ষণ। কোমলে-কঠোরে মেশানো নিজস্ব ভঙ্গিতে তিনি নানা বিষয়ে মত দিয়েছেন; মতবাদ প্রচারের চেষ্টা করেননি। অদম্য স্বপ্ন ও আশাবাদে উজ্জীবিত তাঁর এক-একটি উক্তি আমাদের বোধের ও অনাঘ্রাত অনুভূতির দরজা খুলে দেয়, শত-সহস্র বাস্তব সমস্যা সত্ত্বেও জীবনকে উপভোগ করার রসদ জোগায়। তাই, সমকালেই তাঁর কিছু উক্তি হয়ে উঠেছে প্রবাদপ্রতিম। এ বই পড়তে গিয়ে পাঠক উপভোগ করবেন ফুল কুড়াতে কুড়াতে এক অনুপম উদ্যানে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা। কখনও আবার মনে হবে অস্থির চঞ্চল বল্গাহীন আদিম এক সত্তা যেন ছুটে চলেছে নিরন্তর। তাঁর কোনও উক্তি বিশুদ্ধ কবিতার আবেদনে রক্তিম; কোনও মন্তব্যে তাঁকে সমাজবিজ্ঞানী, কোথাও দার্শনিক, কোথাও কবি মনে হয়; কোথাও ফুটে ওঠে একজন আড্ডাপ্রিয় বন্ধুবৎসল রসিক মানুষের মুখ। কে জানে – সহজ ভঙ্গিতে বলা এই বইয়ের কোনও একটি উক্তিই হয়তো খুলে দেবে কোনও আত্মবিস্মৃত প্রতিভার সুপ্ত অগ্নিগিরির জ্বালামুখ; ঘুরিয়ে দেবে একটি উদ্দেশ্যহীন জীবনের বাঁক।

Title : সোনালি শস্যকণা
Author : আবদুল্লাহ আবু সায়ীদ
Editor : আসলাম আহসান
Publisher : বিশ্বসাহিত্য কেন্দ্র
ISBN : 984180551X
Edition : 2020
Number of Pages : 375
Country : Bangladesh
Language : Bengali

বিশিষ্ট শিক্ষাবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব আবদুল্লাহ আবু সায়ীদ একইসাথে একজন খ্যাতিমান সাহিত্যিকও। আর সমাজ সংস্কারের বিভিন্ন বিষয়ের সাথে জড়িয়ে থাকায় একজন সমাজ সংস্কারক হিসেবেও পরিচয় লাভ করেছেন তিনি। এই বিশিষ্ট ব্যক্তিত্ব কলকাতার পার্ক সার্কাসে ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন, তবে তাঁর পৈতৃক নিবাস বাগেরহাট জেলার কামারগাতি গ্রাম। পাবনা জিলা স্কুল থেকে তিনি মাধ্যমিক এবং বাগেরহাটের প্রফুল্লচন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর উচ্চশিক্ষার্থে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন এবং পরবর্তীতে এখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে একজন শিক্ষক হিসেবে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। ঢাকা কলেজ, রাজশাহী কলেজসহ বিভিন্ন কলেজে তিনি অধ্যাপনা করেছেন। টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি। আর ষাটের দশকে বাংলাদেশে সাহিত্যের এক নতুন ধারা সৃষ্টির আন্দোলনে নেতৃত্ব দেন তিনি তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে, এবং একইসাথে 'কণ্ঠস্বর' নামক একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করে নতুন ঐ সাহিত্যযাত্রাকে করেছিলেন সংহত ও বেগবান। শুধু তা-ই নয়, দেশের মানুষের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলে তাদের মাঝে জ্ঞান ও শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে ১৯৭৮ সালে তিনি প্রতিষ্ঠা করেন 'বিশ্বসাহিত্য কেন্দ্র', যা চল্লিশ বছরেরও অধিক সময় ধরে কাজ করে যাচ্ছে এই লক্ষ্যে। আবদুল্লাহ আবু সায়ীদ এর বই সমূহ এই ব্যাপারে বিশেষ অবদান রেখেছে। আবদুল্লাহ আবু সায়ীদ এর বই সমগ্র এর মধ্যে 'ভাঙো দুর্দশার চক্র', 'আমার বোকা শৈশব', 'নদী ও চাষীর গল্প', 'ওড়াউড়ির দিন', 'অন্তরঙ্গ আলাপ', 'স্বপ্নের সমান বড়', 'উপদেশের কবিতা', 'অপ্রস্তুত কলাম' ইত্যাদি উল্লেখযোগ্য। সাহিত্য, শিক্ষা ও সমাজ সংস্কারে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 'বাংলা একাডেমি পুরস্কার', 'একুশে পদক', 'র‍্যামন ম্যাগসেসে পুরস্কার' ইত্যাদি সম্মাননায় ভূষিত হয়েছেন।


If you found any incorrect information please report us


Reviews and Ratings
How to write a good review


[1]
[2]
[3]
[4]
[5]