৳ 400
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১১৯৯+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৬৯৯+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১৩২৭ সালের বৈশাখ (১৯২০) মােসলেম ভারত' পত্রিকায় নজরুলের প্রথম উপন্যাস পত্র উপন্যাস বাধন হারা’ প্রকাশিত হয়। গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯২৭ সালে। নজরুল উপন্যাস প্রকাশিত হওয়ার পূর্বে মুসলিম জীবন ও সমাজ নিয়ে রচিত উপন্যাস খুব বেশি রচিত হয়নি। মুসলমান সমাজ নিয়ে উপন্যাস রচনার পথে কিছু প্রতিবন্ধকতা ছিল। যেমন— পর্দা প্রথা, শিক্ষার অভাব ইত্যাদি। তারপর ১৯৩০-১৯৩১ সালে নজরুলের মৃত্যু ক্ষুধা, ও কুহেলিকা প্রকাশিত হয়। এ থেকে বুঝা যায় সেকালে মুসলমান জীবন ও সমাজ নিয়ে খুব বেশি উপন্যাস রচিত হয়নি। নজরুলের বাঁধনহারা একটি পত্র-উপন্যাস, অর্থাৎ নায়ক-নায়িকাদের চিঠির মাধ্যমে এর কাহিনী বর্ণিত হয়েছে। নজরুল পূর্ববর্তী বাংলা সাহিত্য পত্রোপন্যাসও খুব বেশি একটা রচিত হয়নি। নটেন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বসন্তকুমারের পত্র (১৮৮২) অম্বিকাচরণ গুপ্ত লিখেছিলেন পুরানাে কাগজ (১৮৯৯) অবশ্য ইংরেজি সাহিত্যে রিচার্ডসন লিখেছিলেন ‘পামেলা’ ১৭৪০ সালে। কিন্তু পামেলা’র অনুকরণে পত্র উপন্যাসের প্রচলন হতে প্রায় দেড়শ বছর লেখেছিল। নজরুল যখন বাঁধন হারা রচনা করেন তখন তাঁর বয়স মাত্র একুশ অর্থাৎ তরুণ বয়স তখন তার। ফলে যৌবনের ভাব উচ্ছাস এবং আতিশয্য এ গ্রন্থখানিতে থাকাই স্বাভাবিক। এ উপন্যাসের নায়ক নূরুল হুদা—একজন তরুণ উদীয়মান কবি। স্বাভাবিক ভাবেই লেখক নজরুলের মনের ভাব ভাবনা, উৎসাহ, আবেগ, আকূলতা উচ্ছ্বাস ভাবালুতার প্রাচুর্য লক্ষ করা যায় এ গ্রন্থটিতে।
'বাঁধন হারা' উপন্যাসে মােট আঠারােটি পত্র আছে। প্রধান চরিত্র হচ্ছে নূরুল হুদা— আর নায়িকারা হচ্ছে মাহবুবা, সােফিয়া। অন্যান্য চরিত্র হচ্ছে মাহবুবার মা আয়েশা এবং সুফিয়ার মা রােকেয়া। বাঙালি যুবক নূরুল হুদা একজন তরুণ সৈনিক বাংলাদেশ থেকে অনেক দূরের এক শহর করাচী থেকে চিঠি লিখছে রবিয়লের কাছে। মাহবুবার মা আয়েশা অকালে বিধবা হয়ে ভাইদের সংসারে আশ্রয় নিতে বাধ্য হয়। মাতুলেরা মাহবুবাকে এক ধনাঢ্য-বয়স্ক ব্যক্তির কাছে বিয়ে দেন। নূরুল হুদা কিন্তু মাহবুবাকে ভালবেসেছিল, কিন্তু তার ঔদাসীন্য ও নিস্পৃহ মনােভাব, তাকে সংসারের জালে আবদ্ধ করতে পারেনি। মাহবুবা কিন্তু নীরবে তাকেই ভালবাসতাে।
Title | : | নজরুল উপন্যাস সমগ্র (হার্ডকভার) |
Publisher | : | স্টুডেন্ট ওয়েজ |
ISBN | : | 9789844066026 |
Edition | : | 8th Print, 2023 |
Number of Pages | : | 267 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0