মনজুর রহমান শান্ত

মনজুর রহমান শান্ত

মনজুর রহমান শান্ত ১৯৬৬ খ্র্রীস্টাব্দে রাজবাড়ী জেলার পাংশা থানার অন্তর্গত চরঝিকড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রামের স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করে তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও মিরপুর কলেজে অধ্যয়ন করেন। পেশাগত জীবনে শিক্ষকতার পাশাপাশি তিনি দৈনিক প্রভাত, দৈনিক জনকণ্ঠ, দৈনিক কালেরকণ্ঠ, দৈনিক আমার সংবাদ ও দৈনিক আমার বার্তা পত্রিকায় শিক্ষা বিষয়ক আর্টিকেল লিখেছেন। এছাড়াও বর্তমানে তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টস-এর সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। কৈশোর থেকে নাটকের প্রতি তিনি ছিলেন অনুরক্ত। তার রচিত হাস্যরসাত্মক নাটক ব্রেসলেট এবং কবি ইতোমধ্যেই টিভি দর্শকদের মনোযোগ কেড়েছে। তার রচিত কাজি সাহেবের তিন পুত্র ডিসেম্বর-২০২১ সালে একুশে টেলিভিশনে প্রচারিত হয়েছে। তার আরো দুটি সিরিয়াল ‘দি ঢাকা এক্সপ্রেস’ এবং ‘কমেডি কমান্ডার’ নির্মাণের কাজ চলছে। তিনি একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব ড. ইনামুল হক এবং লাকী ইনাম প্রতিষ্ঠিত নাগরিক নাট্যাঙ্গনের প্রকাশনা সম্পাদক। তিনি মূলত একজন ঔপন্যাসিক। তাঁর রচিত সামাজিক উপন্যাস, ডিটেক্টিভ উপন্যাস, বিজ্ঞান বিষয়ক গ্রন্থ, জীবনী গ্রন্থ এবং হাস্যরসাত্মক গ্রন্থের সংখ্যা ২৪টি। তার প্রকাশিত অনুবাদ গ্রন্থের সংখ্যা ১৭টি। এর মধ্যে বাংলাদেশের জন্মলগ্নের আকাশযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস সম্বলিত অনুবাদ গ্রন্থ ‘ঈগলস ওভার বাংলাদেশ’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

মনজুর রহমান শান্ত এর বই সমূহ

Showing 1 to 10 of 10

View

Sort icon