ব্রিগেডিয়ার জেনারেল হাসান মোঃ শামসুদ্দীন

ব্রিগেডিয়ার জেনারেল হাসান মোঃ শামসুদ্দীন

ব্রিগেডিয়ার জেনারেল হাসান মোহাম্মাদ শামসুদ্দীন, এনডিসি, এএফডবিøউসি, পিএসসি, ১৯৬৭ সালে চট্টগ্রাম জেলার পাহাড়তলীতে জন্মগ্রহণ করেন। ফৌজদারহাট ক্যাডেট কলেজে পড়াশোনা শেষে সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৮৭ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ভ্রমণ তাঁর প্রিয় শখগুলোর অন্যতম। দীর্ঘ কর্মময় জীবনে তিনি নানা দেশ ভ্রমণ করেছেন। বাংলাদেশের প্রায় সব জেলা দেখার তাঁর সৌভাগ্য হয়েছে। দেশের বাইরের নানা দেশ দেখার সময় সেসব দেশ ও মানুষের কথা কিছু স্মৃতিতে এবং কিছু ডায়রিতে লিখে রাখতেন। ১৯৯৯ সালে তিনি মিয়ানমার ভ্রমণ করেন।

সাম্প্রতিক রোহিঙ্গা সমস্যার প্রেক্ষিতে মিয়ানমারের ইতিহাস আর নির্যাতিত মানুষদের কথা নিয়ে এই উপাখ্যান। কর্মসূত্রে জাতিসংঘ মিশনে কর্তব্যরত অবস্থায় ইরাকের কুর্দিস্তান, পশ্চিম আফ্রিকার আইভরিকোস্ট এবং সাউথ সুদানে দায়িত্ব পালন করেন। ইতিপূর্বে তাঁর লেখা ভ্রমণবিষয়ক তিনটি বই-কুর্দিস্তানের দিনগুলি, আইভরিকোস্ট-পশ্চিম আফ্রিকার জনপদ এবং সাউথ সুদান-সোনালি দিনের প্রত্যাশায়, অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। সামরিক ইতিহাস, শান্তিরক্ষা কার্যক্রম এবং আন্তর্জাতিক সম্পর্ক তাঁর প্রিয় বিষয়। অবসরে ভ্রমণের পাশাপাশি বই পড়া এবং ভাষা শেখা তাঁর শখ।

ব্রিগেডিয়ার জেনারেল হাসান মোঃ শামসুদ্দীন এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon