ইবরাহীম ওবায়েদ

ইবরাহীম ওবায়েদ

আমার নাম ইবরাহীম ওবায়েদ। ১৯৯৩ সালের ২৯ শে আগস্ট পুরান ঢাকার এক ঘুপচি গলিতে আমার জন্ম। গলির পোশাকি নাম আবদুল হামিদ লেন। তবে পুরান ঢাকায় এই গলি বান্দর গলি নামে পরিচিত। এই অদ্ভুত নামকরণের সঠিক ইতিহাস আমার জানা নেই। লোকমুখে শুনেছি আগে এখানে প্রচুর বানর বাস করতো বলে এক সময় গলির নাম হয়ে যায় বান্দর গলি। যখন ছোট ছিলাম তখন বাবা প্রায়ই বলতেন, অহংকারের মতো সর্বনাশা পাপ পৃথিবীতে আর নেই। যতোদিন বেঁচে থাকবে ততোদিন নিরহংকারী হয়ে বেঁচে থাকবে। যদি কখনো অহংকার আসে তখন মনে মনে চিন্তা করবে, তোমার জন্ম বান্দর গলিতে। অহংকার করার মতো তোমার কিছুই নেই।
শহর ও জনারণ্য আমাকে গভীরভাবে আকর্ষণ করে। ঘুরতে ভালোবাসি। প্রাণীদের মধ্যে বিড়াল খুব ভালো লাগে। একাকিত্ব যেমন আমার খুবই প্রিয় তেমনি নিঃসঙ্গতা আমার খুবই অপ্রিয়।

ইবরাহীম ওবায়েদ এর বই সমূহ

Showing 1 to 4 of 4

View

Sort icon