তাজবীর সজীব

তাজবীর সজীব

লেখালিখি আর গণমাধ্যমে তিনি তাজবীর সব্জীব। সার্টিফিকেটে মোঃ তাজবীর হোসাইন। তিনি একাধারে সংগঠক, উদ্যোক্তা, লেখক, গণমাধ্যম ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষক, ডিজিটাল মার্কেটিং লিডার হিসেবে সুপরিচিত। ৯টি ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর হাত থেকে ৯টি জাতীয় পর্যায়ের এওয়ার্ড প্রাপ্তি তার অর্জনের ঝুলি বাড়িয়েছে। ইউনিসেফ থেকে আন্তর্জাতিক এওয়ার্ড প্রাপ্তির সন্মাননা তার প্রফাইলকে করেছে আরও সমৃদ্ধ। শিক্ষা জীবনে তিনি কুষ্টিয়া জিলা স্কুল, নটর ডেম কলেজ, ঢাকা ইউনিভার্সিটির আইবিএ এর ডিএমসি, ঢাকা ইউনিভার্সিটির এমএমএসি, বুয়েটের ডিসিই থেকে অধ্যয়ন তার একাডেমিক পড়ালেখাকে সমৃদ্ধির শিখরে নিয়ে গেছে। জার্মানির একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি একটি সার্টিফিকেট ডিগ্রি অর্জন করেছেন। ঢাকা ইউনিভার্সিটি থেকে এমএসসি ছাড়াও তিনটি ভিন্ন ভিন্ন বিষয়ে তার এমবিএ রয়েছে। গুগলের চারটি ভিন্ন ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে চারটি কষ্টসাধ্য সার্টিফিকেট কোর্স তার অর্জন তার এক্যাডেমিক্যাল ভুবনে অতিরিক্ত পালক যুক্ত করেছে। তিনি শুধু পড়েছেন ব্যাপারটি এমন নয় তিনি বিভিন্ন স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নানা সময়ে শিক্ষকতা করেছেন। এখনো করছেন। এবং ষোল বছর যাবত সহস্রাধিক কলেজ শিক্ষার্থীদের তিনি সফট স্কিল ট্রেইনিং দিয়েছেন তাত্ত্বিক এবং ব্যাবহারিকভাবে। হাজার হাজার কর্পোরেট সার্ভিস হোল্ডারদেরকে তিনি ডিজিটাল মার্কেটিং এবং সাপ্লাই চেইন নিয়ে ট্রেইনিং দিয়েছেন। প্রফেশনাল ক্যারিয়ারে তিনি প্রতিষ্ঠিত কিছু গণমাধ্যম ছাড়াও একাধিক কর্পোরেট প্রতিষ্ঠানে উচ্চপদে কাজ করার অভিজ্ঞালব্ধ হয়েছেন। তিনি নটর ডেম কলেজে সহশিক্ষা কার্যক্রমে নেতৃত্ব দেওয়ায় কলেজের পক্ষ থেকে তৎকালীন শিক্ষা মন্ত্রীর হাত থেকে 'অনারেবল ম্যানশন' সন্মাননা অর্জন করেন। এটি তার জীবনের সকল অর্জনের মধ্যে অন্যতম সেরা বলে তিনি দাবি করেন। ইতমধ্যে তার স্বতন্ত্র এগারোটি বই প্রকাশিত হয়েছে।

তাজবীর সজীব এর বই সমূহ

Showing 1 to 4 of 4

View

Sort icon