সাত্ত্বিক শুভ

সাত্ত্বিক শুভ

কবি শুভ দত্ত (সাত্ত্বিক শুভ)। পিতা বাবুল দত্ত। মাতা অজন্তা দত্ত। বাড়ি ফেনী জেলার দাগনভূঁয়া থানার রামানন্দপুর গ্রামে। কবি কম্পিউটার সাইন্সে বি.এস.সি ইনজিয়ারিং শেষ করেন। চতুর্থ শ্রেনি থেকে প্রাতিষ্ঠানিক ভাবে সাহিত্য ও সংস্কৃতি চর্চা শুরু করেন। তখন থেকেই তার বিভিন্ন গুনী জন ও সঙ্গীত গুরুদের থেকে তালিম নেওয়ার সূচনা ঘটে । কবি ছোট বেলাতেই তার দাদুর কাছ থেকে মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধু সম্পর্কে ধারনা লাভ করেন। তার পর বঙ্গবন্ধুর নিঃস্বার্থ দেশপ্রেম নিয়ে রচনা করতে থাকেন একের পর এক গান ও কবিতা কিন্তু সুযোগ না পাওয়ায় তা প্রায় সবই হারিয়ে যেতে থাকে সময়ে আবর্তনে। কিন্তু জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকে তার জন্ম শত বার্ষিকিতে এক শত কবিতার এই কাব্যগ্রন্থ রচনা করার প্রত্যয় নিয়ে সকল প্রতিকূল আবস্থার মুকাবেলা করেন।
কবি বলেছেন, এটি শুধু একটি কাব্যগ্রন্থ নয় এটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার শ্রদ্ধা নিবেদনের প্রয়াস। আমি যত দিন বেঁচে থাকবো এই দেশ আর বঙ্গবন্ধুকে নিয়ে লিখে যাবো।

সাত্ত্বিক শুভ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon