সাবিহা সুলতানা

সাবিহা সুলতানা

সাবিহা সুলতানা। ডাকনাম বেবী। জন্ম ১২ অক্টোবর ১৯৭৯, চাঁপাই নবাবগঞ্জের। নাচোল। পেশায় চিকিত্সক। পড়াশোনা করেছেন নাচোল খোরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চিটাগাং ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, জেড এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ। বর্তমানে বারডেম একাডেমিতে এম এস করছেন। লেখালেখি ছোটবেলা থেকে। ছন্দের প্রতি প্রবল আকর্ষণ বোধ করেন তিনি। ভাবনাগুলোকে শব্দে বন্দি করে রাখতে ভালবাসেন, নিজেকেও যুক্ত করে নেন সেই শব্দ ও ছন্দের শরীরে। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের গর্বিত জননীশামস আনজুম ও জাফিরা আনজুম শশী। স্বামী মোহাম্মদ আলী জিন্নাহ্‌ নবীনগরের পলাশবাড়ি- পল্লীবিদুৎ সংলগ্ন হাবিব হসপিটালের স্বত্বাধিকারী। পারিবারিক ও কর্মজীবনের ব্যস্ততার ভেতর থেকে ডা. সাবিহা সুলতানা কবিতার জন্য সময় বের করে নেন। থাকতে চান কবিতার সঙ্গে।

সাবিহা সুলতানা এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon