মো: মাজেদুর রহমান

মো: মাজেদুর রহমান

২০০০ সালের ১৪ ই এপ্রিল টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার শরিষা আটা গ্রামে জন্মগ্রহণ করেন বিজ্ঞান মনষ্ক ও গণিত বিজ্ঞানের লেখক মোহাম্মদ মাজেদুর রহমান। তিনি মিজানুর রহমান ও মোছাম্মত মাজেদা আক্তারের বড় সন্তান। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল থেকে মাধ্যমিক ও মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ, টাঙ্গাইল থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে অধ্যয়নরত আছেন। ছোট বেলা থেকেই গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, জীববিজ্ঞান অলিম্পিয়াড, বিতর্ক, আবৃত্তি সহ নানা রকম সহ শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন। গণিতের সমস্যা সমাধান করতে, বই পড়তে ও নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভালোবাসেন। গণিতের প্রতি আগ্রহের সূচনা হয় বোসন বিজ্ঞান সংঘের বিভিন্ন কর্মশালা ও অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে। গণিতের প্রতি ভালোবাসা থেকেই তিনি ভর্তি হন ফলিত গণিত বিভাগে। যুক্ত হন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক সদস্য হিসেবে। স্বপ্ন গণিত নিয়ে কাজ করা। গণিতকে শিক্ষার্থীদের মাঝে আনন্দময় করে উপস্থাপন করা। এই উদ্দেশ্য নিয়েই কাজ করছেন বাংলাদেশ গণিত লিম্পিয়াড ও বোসন বিজ্ঞান সংঘের সাথে। বর্তমানে বই লেখার সাথে যুক্ত হয়ে এটি আরো বৃহৎ পরিসরে করার সুযোগ হচ্ছে। বই লেখার মূল উদ্দেশ্য বাংলা ভাষায় গণিতের বই এর সংখ্যা বৃদ্ধি করা। গণিত বিজ্ঞান শিক্ষায় বাংলা ভাষার ব্যবহার আরো বৃদ্ধি করা। এছাড়া তিনি দৈনিক প্রথম আলোর বিজ্ঞান ও প্রযুক্তি কলামে লেখেন ও বিজ্ঞান বাতায়ন ম্যাগাজিনের সম্পাদক হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি বোসন বিজ্ঞান সংঘের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বপ্ন দেখেন বিজ্ঞান ভিত্তিক সমাজ ও বিজ্ঞান মনষ্ক জাতী গঠনে কাজ করে যাওয়ার।

মো: মাজেদুর রহমান এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon