৳ ৪৬০ ৳ ৩৯৯
|
১৩% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
"বইটি লেখার মূল উদ্দেশ্য যে সকল বেসিক বিষয় আমাদের স্কুলে শেখানো হয় সেসকল বিষয়কে বিস্তারিত ভাবে তুলে ধরা| বিষয়ভিত্তিক আলোচনার পাশাপাশি সমস্যা সমাধানের কৌশল নিয়ে আলোচনাই বইটির মূল বিষয়বস্তু| আমারা এই বইটিকে জাতীয় পাঠ্যক্রমের সহায়ক পাঠ্যবই এর মত করে তৈরী করবার সর্বাত্নক চেষ্টা করেছি| বইটিতে মূলত সংখ্যাতত্ত্ব, বিন্যাস-সমাবেশ ও সম্ভাবনা, বীজগণিত এবং জ্যামিতির ব্যাসিক বিষয় নিয়ে ধারণা দেওয়া হয়েছে এবং এই সকল বিষয় ভিত্তিক সমস্যা সমাধানের কৌশল দেখানো আছে| বইটি গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের প্রস্তুতির জন্যেও একটি চমৎকার বই হবে বলে আশা করছি|
বইটিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের যে সকল সাধারণ গাণিতিক জ্ঞান অর্জন করার প্রয়োজন হয় ভবিষ্যত গাণিতিক শিক্ষার জন্যে তাঁর সকলই আলোচনা করা হয়েছে| এই বইটিতে সকল বিষয়ের খুব বেশি গভীরে আলোচনা করবার সুযোগ হয় নি| তবে এর ধারাবাহিক পরবর্তী বইগুলোতে বিষয়ভিত্তিক গভীরে আলোচনা করার সফল চেষ্টা অব্যাহত থাকবে|
আমরা যখন স্কুলে পড়েছি তখন আমাদের সমস্যা সমাধানের দক্ষতার জন্যে তেমন উদ্যোগ গ্রহণ করতে দেখি নি সেভাবে| এই বইটি আমাদের শিক্ষার্থীদের সমস্যা সমাধানে দক্ষ করে তুলতে সহায়ক হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস| আমরা গণিতের ভয় জয় করে সমস্যা সমাধানে দক্ষ করে তুলতে চাই আমাদের প্রজন্মকে| এর ধারাবাহিকতার একটি সফল প্রয়াস এই বই খানা|
অনেক দীর্ঘ্য সময় নিয়ে বইটি লিখবার চেষ্টা করেছি| তবুও অনেক বিষয়কেই তুলে ধরতে আমরা ব্যর্থ হয়েছি বলে বিশ্বাস করি| এই সকল ব্যর্থতাকে সফল করে তুলবার চেষ্টা করব পরের খন্ডগুলোতে|
বইটিতে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি যথেষ্ঠ উদাহরণের মাধ্যমে সমস্যা সমাধানের কৌশল দেখানো হয়েছে| সেইসাথে থাকছে পর্যাপ্ত পরিমাণ অনুশীলনি যার যার মাধ্যমে যা শিখছি তা যাচাই করবার সুযোগ পাবে আমাদের শিক্ষার্থীরা|
বইটির কাজে সহযোগিতা করার জন্যে মোঃ মাহমুদুল হাসান এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি|
বই এর সাথে শিক্ষার্থীদের যাত্রা সুন্দর হোক| আশা রাখি বইটি সকলের কাজে আসবে|
সকলের জীবন পাই এর মত সুন্দর হোক| শুভকামনা রইল সকলের জন্যে|"
Title | : | গণিতের সমস্যা সমাধানের কৌশল - দ্বিতীয় খণ্ড |
Author | : | মো: মাজেদুর রহমান |
Publisher | : | তাম্রলিপি |
ISBN | : | 9789849874171 |
Edition | : | 1st Published, 2024 |
Number of Pages | : | 152 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
২০০০ সালের ১৪ ই এপ্রিল টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার শরিষা আটা গ্রামে জন্মগ্রহণ করেন বিজ্ঞান মনষ্ক ও গণিত বিজ্ঞানের লেখক মোহাম্মদ মাজেদুর রহমান। তিনি মিজানুর রহমান ও মোছাম্মত মাজেদা আক্তারের বড় সন্তান। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল থেকে মাধ্যমিক ও মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ, টাঙ্গাইল থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে অধ্যয়নরত আছেন। ছোট বেলা থেকেই গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, জীববিজ্ঞান অলিম্পিয়াড, বিতর্ক, আবৃত্তি সহ নানা রকম সহ শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন। গণিতের সমস্যা সমাধান করতে, বই পড়তে ও নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভালোবাসেন। গণিতের প্রতি আগ্রহের সূচনা হয় বোসন বিজ্ঞান সংঘের বিভিন্ন কর্মশালা ও অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে। গণিতের প্রতি ভালোবাসা থেকেই তিনি ভর্তি হন ফলিত গণিত বিভাগে। যুক্ত হন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক সদস্য হিসেবে। স্বপ্ন গণিত নিয়ে কাজ করা। গণিতকে শিক্ষার্থীদের মাঝে আনন্দময় করে উপস্থাপন করা। এই উদ্দেশ্য নিয়েই কাজ করছেন বাংলাদেশ গণিত লিম্পিয়াড ও বোসন বিজ্ঞান সংঘের সাথে। বর্তমানে বই লেখার সাথে যুক্ত হয়ে এটি আরো বৃহৎ পরিসরে করার সুযোগ হচ্ছে। বই লেখার মূল উদ্দেশ্য বাংলা ভাষায় গণিতের বই এর সংখ্যা বৃদ্ধি করা। গণিত বিজ্ঞান শিক্ষায় বাংলা ভাষার ব্যবহার আরো বৃদ্ধি করা। এছাড়া তিনি দৈনিক প্রথম আলোর বিজ্ঞান ও প্রযুক্তি কলামে লেখেন ও বিজ্ঞান বাতায়ন ম্যাগাজিনের সম্পাদক হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি বোসন বিজ্ঞান সংঘের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বপ্ন দেখেন বিজ্ঞান ভিত্তিক সমাজ ও বিজ্ঞান মনষ্ক জাতী গঠনে কাজ করে যাওয়ার।
If you found any incorrect information please report us