About Us


পিবিএস বাংলাদেশের প্রথম ও অন্যতম পাঠকসেবা প্রদানকারী চেইন বুকশপ। ২০১০ সালে যাত্রা শুরু করে ধীরে ধীরে পিবিএস রূপ নিয়েছে লেখক-পাঠকের এক প্রাণের মিলনমেলায়।

প্রাতিষ্ঠানিক পড়াশুনার পাশাপাশি পরবর্তী প্রজন্মের মাঝে সাহিত্যের আলো ছড়িয়ে দিয়ে জ্ঞান সমৃদ্ধ সৃজনশীল জাতি গড়ার প্রত্যয়েই জন্ম অনলাইন বুকশপ pbs.com.bd-এর।

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, “বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া সাঁকো।” দার্শনিক মার্কাস টুলিয়াস সিসেরো বলেছেন, “বই ছাড়া ঘর একটি আত্মা ছাড়া শরীরের মতো।” নোবেলজয়ী মার্কিন সাহিত্যিক আর্নেস্ট হ্যামিংওয়ে বলেছেন, “বইয়ের মতো এত বিশ্বস্ত বন্ধু আর নেই।” তাই জাতিগত ঐতিহ্য, আত্মিক সমৃদ্ধি ও পরম বন্ধুত্বকে চিনে নেওয়ার অন্যতম উপায় হচ্ছে বই। আর তাই, বইয়ের সাথে মানুষের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে সকলের চাহিদা মতো বই অল্প খরচে দ্রুততম সময়ে পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা নিয়েই সর্বোচ্চ গতিতে এগিয়ে চলছে pbs.com.bd

দেশি-বিদেশি স্বনামধন্য লেখকদের বিখ্যাত রচনাসমূহের বিপুল সমাহারে সমৃদ্ধ পিবিএস। শিশু, কিশোর, তরুণ, পৌঢ়, বৃদ্ধ সবার পাঠোপযোগী বইয়ের বিপুল ভান্ডার এই অনলাইন বুকশপ।

এখানে রয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পাঠরত শিক্ষার্থীদের সব ধরনের বই; রয়েছে বিশ্ব সাহিত্যের বিশাল ভান্ডার, তাছাড়া রয়েছে বিজ্ঞান, দর্শন, সমাজবিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, আইন ও ধর্মীয় বইয়ের বিরাট সমাহার। তাছাড়া বিশ্বের শ্রেষ্ঠ শিশু-কিশোর সাহিত্য- রূপকথা, কমিকস, নীতিগল্প, সায়েন্স ফিকশনসহ এ লেভেল, ও লেভেল শ্রেণির বইয়ের বিশাল সংগ্রহশালা।

পিবিএস-এর সংগৃহীত বিশাল এই বইয়ের ভুবনে আপনাকে স্বাগতম। আপনার পছন্দের যেকোনো বই সর্বনিম্ন মূল্যে যথাসময়ে হাতে পৌঁছে দিতে pbs.com.bd সদা দৃঢ়প্রতিজ্ঞ।