জামিনুর ইসলাম

জামিনুর ইসলাম

কবি জামিনুর ইসলাম ১৯৮৭ সালে ৩১ ডিসেম্বর জামালপুর জেলা সরিষাবাড়ি থানা ভাটারা ইউনিয়ন পশ্চিম জয়নগর গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবার নাম মোঃ আঃ রহিম এবং মায়ের নাম আঙ্গুরী বেগম । সবুজ অরণ্যে পরিবেষ্টিত পশ্চিম জয়নগর গ্রামে প্রাকৃতিক পরিবেশে মায়াবী ছায়ায় বেড়ে উঠেছেন। প্রকৃতির সাথে মানুষের বৈচিত্র্যময় জীবন একই রূপ এবং এর সৌন্দর্য রূপমা চিরস্মরণীয় ভাস্কর্য হতে পারে লেখনীয় দ্বারায়। তাঁর প্রথম কাব্য গ্রন্থ হচ্ছে " জীবন্ত ঝলসে যাওয়া উদ্ভাস (২০২২) এবং দ্বিতীয় কাব্য গ্রন্থ হচ্ছে " জল ছেঁড়া জল (২০২৩) । অচিরেই আরও বই প্রকাশ্যে ব্যাপারে লেখক দৃঢ়ভাবে আশাবাদী । তিনি শৈশব থেকেই লেখালেখি মধ্যে অভ্যস্ত এবং আন্তরিকতার সাথে পরম মমতা দিয়ে তাঁর লেখা পাঠকের মনে ভালোবাসার জায়গায় দখল করে নিয়েছে।

জামিনুর ইসলাম এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon