৳ ২২০ ৳ ১৮৮
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
" রক্ত ফোঁটা ফুল" কবিতার বই সম্পর্কে কিছু কথা
কবিতা আসলে আমি লিখতে চাই না। কবিতা লিখতে না চাইলেও মগজে হৃদপিণ্ডে রক্তের কণা ভিতর থেকে হেসে খেলে মায়াবী ছায়ায় ছিঁড়ে ছিঁড়ে আসে মায়বী কান্নায় বেশে, অভিমানী কিংবা বিপ্লবী হ'য়ে আসে চিরন্তন বাণী নিয়ে।
সভ্যতা যখন অসভ্য হয়ে আসে তখনই কবিতা না লিখতে চাইলেও কবিতার ধরন নিয়ে আসে অসভ্য মানুষকে ভালো মনের মানুষ গড়তে। যুগে যুগে মানুষের খায়েশ মিটাতে আসে কবিতা ধরন নিয়ে। কবিতার স্বভাব হচ্ছে বিপ্লবী সৃষ্টি করা আর দূর্বল মানুষকে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা দেওয়া । যা কবিতার স্বভাবতই হচ্ছে প্রকৃতির আস্তানার বুকে স্বৈরাচারকে ছুঁড়ে ফেলে দেওয়া । রক্তে রক্তে বিশুদ্ধ কণার ভিতরে কবিতা সহ্য করতে পারে হাজারো বছরের হাজারো রকম স্বৈরাচার, অত্যাচার, নৈরাজ্য, নিপীড়ন, এবং রক্তাক্ত রক্ত ক্ষরণ দিয়ে। যা গভীরতা থেকে স্বাচ্ছন্দবোধ করে কবির কবিত্ব সাহসিকতা লেখনীয় দ্বায়ায় । হয়তো মাঝে মাঝে ছন্দের তালে ব্যাঘাত ঘটে রক্ত চক্ষুর বাক স্বাধীনতার আডালেও।
মানুষ মানুষের স্বভাব পরিবর্তন হলে প্রকৃতির প্রতি ভালোবাসা পেলেও সেই ভালোবাসা সুস্থতার কামনায় হৃদয় ক্ষরণে বুঝতে পারে শোক কবজ, বিরহ মানবতার জয়গান। যা সমস্ত হৃদয়ের রোগ বালাই সারতে কিংবা হৃদয়ের ভিতরে বিশুদ্ধ করতে প্রকৃতির সাথে মিশে গিয়েও কেউ না কেউ এসে জীবনদর্শন কিংবা আত্মোন্নয়নমূলক প্রতিবাদী ঘ্রাণ ছড়িয়ে দিতে পারে জীবনবোধের জীবন্ত উৎসবে। হয়তোবা বাইরে বা
ভিতরে কোনো না কোনো অন্ধকার কেটে আলোর সারিতে উচ্ছ্বোসিত হয়ে বেরিয়ে আসে মানব কল্যাণের ইতিহাস। আমাদের এই মূলভিত্তি চরিত্রের সাথে সমস্ত জীবনের রাগ অনুরাগ, হিংসা বিদ্বেষ দূরে সরে মিশ্রিত হয় কবিতার আগমনে আর তখনই ভয়ভীতি চোখে ভেসে আসে ষড়যন্ত্রের মূলকাঠামো ভিত্তিগুলো। যা হয়তো ভেঙে চুরে চুরমার করে দেয় বিপ্লবী স্লোগানে।
কবিতার রূপ বদলায় আহত রক্তাক্ত দেখে, কবিতার রূপ বদলায় মৃত্যুর স্বাদ দেখে, কবিতার রূপ বদলায় ভালোবাসার শোকের কবজে কবিতার রূপ বদলায় বিপ্লবী কন্ঠে, কবিতার বিশুদ্ধ রূপে সৃষ্টি হয় বিশুদ্ধ বিপ্লবী পৃথিবীর রূপে। যা বিপ্লবী বিপ্লব জাগরণ সৃষ্টি হয় জীবস্ত রক্তাক্ত ঘ্রাণ থেকে, কান্নার আওয়াজ থেকে একাকিত্ব একক থেকে, হৃদয় ভাঙ্গা সেই হারানোর প্রিয়জন থেকে।
সুতরাং জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানবজীবনের আছে দুঃখ-কষ্ট, প্রেম বিরহ, স্মৃতি বিস্মৃতি চেনা অচেনা জানা অজানা সবকিছু মধ্য দিয়েই আমাদের জীবনটাকে রক্তের কণার ভিতর থেকে রক্তাক্ত হ'য়ে ফুলের ঘ্রাণ ছড়িয়ে দেয় প্রতিবাদী চেতনার মধ্য দিয়ে। যা জীবন্ত দুয়ারে দুয়ারে নাড়া দেয় জীবনের ইতিহাস। এ ইতিহাস হয়তো ভালোবাসার চেতনা দিয়ে, এ ইতিহাস হয়তো মুক্ত চিন্তার চেতনা দিয়ে এ ইতিহাস হয়তো জীবন যুদ্ধের চেতনা দিয়ে এ ইতিহাস হয়তো সমাজ সংস্কৃতি আবার কখনো মা, মাটি ও মানুষের মানবতা চেতনার মধ্য দিয়ে জীবনবোধের উদ্ভাসিত উদ্ভাস হয় রক্ত ফোঁটা ফুল থেকে
Title | : | রক্ত ফোঁটা ফুল |
Author | : | জামিনুর ইসলাম |
Publisher | : | সাগরিকা প্রকাশনা |
Edition | : | 1st Published, 2025 |
Number of Pages | : | 48 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
কবি জামিনুর ইসলাম ১৯৮৭ সালে ৩১ ডিসেম্বর জামালপুর জেলা সরিষাবাড়ি থানা ভাটারা ইউনিয়ন পশ্চিম জয়নগর গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবার নাম মোঃ আঃ রহিম এবং মায়ের নাম আঙ্গুরী বেগম । সবুজ অরণ্যে পরিবেষ্টিত পশ্চিম জয়নগর গ্রামে প্রাকৃতিক পরিবেশে মায়াবী ছায়ায় বেড়ে উঠেছেন। প্রকৃতির সাথে মানুষের বৈচিত্র্যময় জীবন একই রূপ এবং এর সৌন্দর্য রূপমা চিরস্মরণীয় ভাস্কর্য হতে পারে লেখনীয় দ্বারায়। তাঁর প্রথম কাব্য গ্রন্থ হচ্ছে " জীবন্ত ঝলসে যাওয়া উদ্ভাস (২০২২) এবং দ্বিতীয় কাব্য গ্রন্থ হচ্ছে " জল ছেঁড়া জল (২০২৩) । অচিরেই আরও বই প্রকাশ্যে ব্যাপারে লেখক দৃঢ়ভাবে আশাবাদী । তিনি শৈশব থেকেই লেখালেখি মধ্যে অভ্যস্ত এবং আন্তরিকতার সাথে পরম মমতা দিয়ে তাঁর লেখা পাঠকের মনে ভালোবাসার জায়গায় দখল করে নিয়েছে।
If you found any incorrect information please report us