মাহবুবুল হক

মাহবুবুল হক

ড. মাহবুবুল হকের জন্ম ফরিদপুরে ১৯৪৮-এ। ছাত্রজীবনে কৃতী ছাত্র, সংগ্রামী সংগঠক ও মুক্তিযোদ্ধা। কর্মজীবনে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং পরে কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের চলতি দায়িত্বে। প্রবন্ধ রচনা, গবেষণা, অনুবাদ, সম্পাদনা ও পাঠ্য বই রচনা করে। দেশে-বিদেশে পরিচিত। তার পঞ্চাশটির বেশি বই প্রকাশিত হয়েছে বাংলাদেশ, ভারত ও পূর্বতন সোভিয়েত ইউনিয়ন থেকে। প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়নে সক্রিয় ভূমিকা রয়েছে তাঁর। বাংলা একাডেমি প্রমিত ‘বাংলা ব্যবহারিক ব্যাকরণে’র তিনি অন্যতম সম্পাদক। নতুন শিক্ষানীতি (২০১০) অনুযায়ী প্রণীত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বাংলা শিক্ষক্রম কমিটির আহ্বায়ক এবং এসব পর্যায়ের বাংলা বইয়ের লেখক অথবা সম্পাদক। ড. মাহবুবুল হক ভারতের কলকাতা, যাদবপুর, কল্যাণী, পাতিয়ালা, গৌড়বঙ্গ ও আসাম বিশ্ববিদ্যালয়ে এবং পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি ও বঙ্গীয় সাহিত্য পরিষদে বাংলা ভাষা, সাহিত্য, ফোকলোর ও ইতিহাস বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেছেন। দিল্লিতে অনুষ্ঠিত প্রথম ফোকলোর উৎসবে তিনি যোগ দিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে। লেখালেখি ও গবেষণার জন্য পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাহিত্য পুরস্কার, মধুসূদন পদক, মুক্তিযুদ্ধ পদক, চট্টগ্রাম একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কার ও সম্মাননা।

মাহবুবুল হক এর বই সমূহ

Showing 1 to 0 of 0

View

Sort icon