তাসনিয়া লস্কর

তাসনিয়া লস্কর

জন্ম: ৮ জুলাই, ১৯৯৭ নিজ জেলা রংপুরে, আমার জন্ম । বাবা,মাযের তিন সন্তানের দ্বিতীয় সন্তান আমি। ছোটবেলা থেকেই লেখালেখির শখ ছিল। বাবা এস.এম.মতিন লস্করের কাছ থেকে এই লেখালেখির হাত পাওয়া। কলেজে পড়াশুনা করা কালীন “প্রথম আলো’-র “ স্বপ্ন নিয়ে” পাতায় প্রথম নিজের লেখা প্রকাশিত হয়েছিল। তারপর একে একে বাংলাদেশ প্রতিদিন,সমকাল,ইত্তেফাক, কালের কণ্ঠ এবং প্রথম আলোতে লেখালেখির সুযোগ হয়। কখনো নিউজ, কখনো ফিচার, কখনো ভ্রমণ কাহিনী লিখেছি। গল্প লিখতাম টুকটাক, শুধু ডিজিটাল মাধ্যমে। এত অপরিপক্ক লেখা থেকেও তৈরি হয়েছে অডিও বুক এবং নাটক । পাঠক, দর্শকদের প্রচুর ভালোবাসা পেয়েছি ।
খাদ্য ও পুষ্টি বিজ্ঞান থেকে স্নাতক,স্নাতকোত্তর,ইন্টার্নশিপ শেষ করে একজন ডায়েটেশিয়ান হলেও, লেখালেখি এবং সাংবাদিকতা এখন জীবনের নেশা এবং পেশা।

তাসনিয়া লস্কর এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon