সুখেন্দ্র কুমার সরকার

সুখেন্দ্র কুমার সরকার

সুখেন্দ্র কুমার সরকার ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলাধীন ঘোড়াগাছা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও বিএড এবং ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত এশিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর। ১৯৭৩ সালে একজন মাঠকর্মী হিসেবে ব্র্যাকে যোগদান করেন। তৎপূর্বে যুক্ত ছিলেন শিক্ষকতা পেশায়। মাঠপর্যায় থেকে কাজ শুরু করে সবশেষে ব্র্যাকের পরিচালক হিসেবে দায়িত্বপালন করেন। ২০১৩ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং এখনও ঐ দায়িত্ব পালন করে চলেছেন। ব্র্যাকের ওটেপ কর্মসূচির শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত তিনি এ কর্মসূচির পরিচালনার কাজে নিয়ােজিত ছিলেন। গত শতকের সত্তরের দশকে তিনি ব্র্যাকের বয়স্ক শিক্ষার বই ‘ব্যবহারিক শিক্ষার পাঠলিপি ও অনুশীলন এবং শিক্ষা সেবক সহায়িকা’ রচনার কাজে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশের বিভিন্ন এনজিওর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)-এর তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যুরো বাংলাদেশ এনজিওর চেয়ারপারসন।

সুখেন্দ্র কুমার সরকার এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon