প্রিন্স আশরাফ

প্রিন্স আশরাফ

প্রিন্স আশরাফ জন্ম: ৪ ফেব্রুয়ারি, বড়দল, সাতক্ষীরা। বাবা ডা. সফেদ আলী সানা। মা সাহারা খাতুন। পেশায় চিকিৎসক হয়েও লেখালেখিতে অধিক মনোযোগী। রহস্য, থ্রিলার, হরর, অতিপ্রাকৃত, সায়েন্স ফিকশনের পাশাপাশি মূলধারার গল্প-উপন্যাসেও তাঁর দক্ষতা সমানভাবে চোখে পড়ে। শিশুসাহিত্যেও তাঁর পদচারণা লক্ষণীয়। রহস্যপত্রিকা ছাড়াও প্রথম আলো, কালের কণ্ঠসহ দেশের সবগুলো শীর্ষস্থানীয় পত্রপত্রিকাতে নিয়মিত লিখছেন। লেখালেখির পাশাপাশি আলো ও ছায়া নামে সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন। দৈনিক যায়যায়দিনের সিনিয়র সাব-এডিটরের দায়িত্বে আছেন। রোদ্দুর শিশু-কিশোর ম্যাগাজিন সম্পাদনা করছেন। বৈশাখী টিভি চ্যানেলে নাট্যকার প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন। অনুবাদ সাহিত্যেও তাঁর স্বচ্ছন্দ পদচারণা। ধুয়াশা গন্তব্যে, রূ, মৃত্যুছায়া, চক্র, মূর্তিরহস্য, ছিন্নমস্থা, পিশাচসাধক, যুযুধা, দানব, নিশাচর, হিম, দস্যিপনা, অপচ্ছায়া, রক্তচক্র, একাত্তরের রঙিন ঘুড়ি, সুন্দরবনে শিহরণ, মগজধোলাই, অপরাধযাপন, আগুনের ফুল, আপনালয়, অশুভ কথন, মেঘমুখী ফুল তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। থ্রিলার উপন্যাসে তাঁর দক্ষতা সমানভাবে চোখে পড়ে। ইতঃপূর্বে প্রকাশিত থ্রিলার উপন্যাস তামাম শুদ, দ্বিতীয় রমণী, পার্শ্বচরিত্র পাঠকপ্রিয়তা পেয়েছে। গুরুদাসী মা নামে ৭১টি একাত্তরের বইয়ের সিরিজে তাঁর বইটি বিশাল বাংলা সাহিত্য পুরস্কার ২০১৬-এ ভূষিত হয়েছে। দেশজ দেশব্যাপী পাণ্ডুলিপি প্রতিযোগিতা ২০১৮-তে উপন্যাস কাঁটাতারে পুষ্পলতা ও গল্পগ্রন্থ অন্ধের শহরে একজন আয়নার ফেরিওয়ালা সাহিত্য পুরস্কার লাভ করেছেন। কিশোর কলম সাহিত্য পুরস্কার ২০১৯, প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার ২০১৯, অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার ২০১৯, বাসাসপ সাহিত্য পুরস্কার ২০২০, এসবিএসপি সোনার বাংলা সাহিত্য পুরস্কার ২০২০ লাভ করেন। নিভৃতচারী লেখক সুলেখিকা স্ত্রী তাহমিনা সানি, কন্যা সারাহ ও পুত্র রিহানকে নিয়ে বাস করেন আপন ভুবনে।

প্রিন্স আশরাফ এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon