সূর্য ডুবে গেলে (হার্ডকভার)
সূর্য ডুবে গেলে (হার্ডকভার)
৳ ৪০০   ৳ ৩৪০
১৫% ছাড়
Quantity  

৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY

প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়;  ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER

১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !!  মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই 

একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA

Home Delivery
Across The Country
Cash on Delivery
After Receive
Fast Delivery
Any Where
Happy Return
Quality Ensured
Call Center
We Are Here

সুন্দরবনের নিকটবর্তী নিঝুমপুর অজপাড়া গাঁ। অঙ্কের মাস্টার বাবরালী স্যার চাকরির প্রথম দিনেই জেনে যান সূর্যাস্ত আইন। সূর্য ডোবার সাথে সাথে গোটা নিঝুমপুর নিস্তব্ধ হয়ে যায়। প্রতিটি বাড়ির দরজা বন্ধ করে আতঙ্কে রাত কাটায়। নেমে আসে অশরীরীরা। সারা গ্রাম টহল দেয়। প্রতিটি বাড়ির দরজায় কড়া নাড়ে। ভুলক্রমে বা সাহস করে কেউ রাতে বাইরে বের হলে সকালে তার বিকৃত মৃতদেহ পড়ে থাকে।
অঙ্কের মাস্টারের হিসাব মেলে না।
রাতে বের হয়ে মুখোমুখি হন অশরীরীর। তারপর...?
মাঝরাত।
চাঁদ উজ্জ্বল হয়ে আলো ছড়াচ্ছে।
হাতে অনেক কাজ।

বাবরালী স্যার হ্যারিকেন হাতে গোপন ঘরটা খুঁজে বের করলেন। সেখানে সারি সারি বিভিন্ন ভৌতিক আবরণ। মুখোশ, রং, সরঞ্জামাদি, মাটির বিকৃত হাত ভাঙা, পা ভাঙা মূর্তি। খাঁচায় বন্দি কুকুরগুলো ডেকেই চলছে। ঘরের ভেতর একটা বিশাল ভারী লোহার রড। তিনি বীভৎস পোশাকটা পরলেন। পোশাকের ভেতর থেকে কেমন যেন পচা লাশের গন্ধ ভেসে আসছে। গন্ধটা আরেকটু বাড়াতে খুঁজে পেতে দুর্গন্ধের শিশিটা পেলেন। কিছুটা মাখালেন পোশাকে। তারপর লোহার রডটা হাতে তুলে নিলেন। কুকুরের খাঁচা খুলে একটা শিকলবাঁধা কুকুরকে বের করে আনলেন। তারপর কুকুর তাকে আক্রমণ করার আগেই শুরু করলেন পেটানো। পৈশাচিক আনন্দে মুখ উদ্ভাসিত হয়ে উঠল তার। কুকুরটাকে পিটিয়ে মেরে শিকল ধরে টানতে টানতে বারান্দার কাছে নিয়ে এলেন। ঘরের ভেতরে হেডস্যারের লাশটার গলায় মোটা একটা দড়ি পরালেন।
তারপর দুহাতে কুকুর ও হেডস্যারের লাশ টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে এলেন। লোহার রড দিয়ে থেঁতলে দিলেন হেডস্যারের মাথাটা। তারপর থপ থপ থপ শব্দ করে বেরিয়ে পড়লেন গ্রামে। প্রতিটি বাড়ির দরজার সামনে থেমে দরজার গায়ে লোহার রড দিয়ে বীভৎসভাবে পিটলেন কয়েকবার। হেডস্যারের থেঁতলানো শরীর থেকে নেয়া রক্ত মাখিয়ে দিলেন দরজার গায়ে।
 তারপর হেঁটে চললেন আরেকটা বাড়ির দিকে।

Title : সূর্য ডুবে গেলে
Author : প্রিন্স আশরাফ
Publisher : অক্ষরবৃত্ত
ISBN : 9789849614516
Edition : 1st Edition, 2023
Number of Pages : 192
Country : Bangladesh
Language : Bengali

প্রিন্স আশরাফ জন্ম: ৪ ফেব্রুয়ারি, বড়দল, সাতক্ষীরা। বাবা ডা. সফেদ আলী সানা। মা সাহারা খাতুন। পেশায় চিকিৎসক হয়েও লেখালেখিতে অধিক মনোযোগী। রহস্য, থ্রিলার, হরর, অতিপ্রাকৃত, সায়েন্স ফিকশনের পাশাপাশি মূলধারার গল্প-উপন্যাসেও তাঁর দক্ষতা সমানভাবে চোখে পড়ে। শিশুসাহিত্যেও তাঁর পদচারণা লক্ষণীয়। রহস্যপত্রিকা ছাড়াও প্রথম আলো, কালের কণ্ঠসহ দেশের সবগুলো শীর্ষস্থানীয় পত্রপত্রিকাতে নিয়মিত লিখছেন। লেখালেখির পাশাপাশি আলো ও ছায়া নামে সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন। দৈনিক যায়যায়দিনের সিনিয়র সাব-এডিটরের দায়িত্বে আছেন। রোদ্দুর শিশু-কিশোর ম্যাগাজিন সম্পাদনা করছেন। বৈশাখী টিভি চ্যানেলে নাট্যকার প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন। অনুবাদ সাহিত্যেও তাঁর স্বচ্ছন্দ পদচারণা। ধুয়াশা গন্তব্যে, রূ, মৃত্যুছায়া, চক্র, মূর্তিরহস্য, ছিন্নমস্থা, পিশাচসাধক, যুযুধা, দানব, নিশাচর, হিম, দস্যিপনা, অপচ্ছায়া, রক্তচক্র, একাত্তরের রঙিন ঘুড়ি, সুন্দরবনে শিহরণ, মগজধোলাই, অপরাধযাপন, আগুনের ফুল, আপনালয়, অশুভ কথন, মেঘমুখী ফুল তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। থ্রিলার উপন্যাসে তাঁর দক্ষতা সমানভাবে চোখে পড়ে। ইতঃপূর্বে প্রকাশিত থ্রিলার উপন্যাস তামাম শুদ, দ্বিতীয় রমণী, পার্শ্বচরিত্র পাঠকপ্রিয়তা পেয়েছে। গুরুদাসী মা নামে ৭১টি একাত্তরের বইয়ের সিরিজে তাঁর বইটি বিশাল বাংলা সাহিত্য পুরস্কার ২০১৬-এ ভূষিত হয়েছে। দেশজ দেশব্যাপী পাণ্ডুলিপি প্রতিযোগিতা ২০১৮-তে উপন্যাস কাঁটাতারে পুষ্পলতা ও গল্পগ্রন্থ অন্ধের শহরে একজন আয়নার ফেরিওয়ালা সাহিত্য পুরস্কার লাভ করেছেন। কিশোর কলম সাহিত্য পুরস্কার ২০১৯, প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার ২০১৯, অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার ২০১৯, বাসাসপ সাহিত্য পুরস্কার ২০২০, এসবিএসপি সোনার বাংলা সাহিত্য পুরস্কার ২০২০ লাভ করেন। নিভৃতচারী লেখক সুলেখিকা স্ত্রী তাহমিনা সানি, কন্যা সারাহ ও পুত্র রিহানকে নিয়ে বাস করেন আপন ভুবনে।


If you found any incorrect information please report us


Reviews and Ratings
How to write a good review


[1]
[2]
[3]
[4]
[5]