সাঈদ আহমাদ (কলরব)

সাঈদ আহমাদ (কলরব)

একজন গীতিকার সুরকার এবং সফল গায়ক। পাশাপাশি তিনি এ দেশের একজন খ্যাতনামা নন্দিত আলােচক। উভয় ময়দানেই তিনি মাথা উচু করে সম্মানের সাথে খেদমত করে যাচ্ছেন। চতুর্মুখী প্রতিভার অধিকারী এই লেখক ছােট থেকেই বিভিন্ন পত্র-পত্রিকা ও লিটল ম্যাগাজিনে লেখালেখি করতেন। তার প্রথম প্রকাশিত বই ‘এতাে শুধু গল্প নয়’ ভালােলাগার নেশা ও ঝোঁক থেকেই তার লেখালেখির জগতে পদচারণা। মাগুরা জেলার অন্তর্গত গােপালগ্রামে তার শিকড় হলেও ১৯৯০ সালে ঢাকার মুগদায় তার জন্ম হয়। বাবা জনাব আব্দুল খালেক ছিলেন একজন উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা। মা লুৎফুন্নাহার গৃহিণী।। চারভাই-বােনের মধ্যে তিনিই সবার ছােট। প্রাথমিক শিক্ষা নুরানী-মক্তব ও হিফজ শেষ করে সর্বশেষ বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবাের্ড (বেফাক) থেকে ২০১৩/১৪ শিক্ষাবর্ষে জামিআ ইকরা বাংলাদেশ থেকে পরীক্ষার মাধ্যমে দাওরায়ে হাদীস সমাপ্ত করেন। এরপর যাত্রাবাড়ির কাজলা আল মাহাদুল ইকতিসাদ থেকে এক বছরের ইফতা কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি মাদরাসাতুল আলআদ আল ইসলামীয়ার প্রতিষ্ঠাতা পরিচালক এবং সূত্রাপুর গেন্ডারিয়া বাইতুল আকবার জামে মসজিদের সম্মানিত খতীব এবং সামাজিকভাবে দেশের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের পরিচালকের দায়ীত্ব পালন করছেন কৃতিত্বের সাথে। আল্লাহপাক তার এই খেদমতকে কবুল করুন। আমীন।

সাঈদ আহমাদ (কলরব) এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon