- বিষয়
- লেখক
- প্রকাশনী
- বিশ্বসাহিত্য কেন্দ্র
- অন্যপ্রকাশ
- আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
- অন্বেষা প্রকাশন
- প্রতীক প্রকাশনা সংস্থা
- পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
- ফিঙ্গারপ্রিন্ট প্রকাশনা
- হার্পার কলিনস পাবলিশার্স
- কাকলী প্রকাশনী
- রুপা পাবলিকেশন্স
- অনুপম প্রকাশনী
- মাওলা ব্রাদার্স
- পার্ল পাবলিকেশন্স
- পেঙ্গুইন র্যান্ডম হাউস
- দে’জ পাবলিশিং
- জ্ঞানকোষ প্রকাশনী
- আরও দেখুন...
- একুশে বইমেলা
- সর্বোচ্চ ডিসকাউন্ট
- স্টেশনারি
ড. আবুল কালাম মনজুর মোরশেদ
ড. আবুল কালাম মনজুর মােরশেদ জন্ম : রাজশাহী। শিক্ষা : ম্যাট্রিক রাজশাহী কলেজিয়েট স্কুল ও আই.এ. রাজশাহী গভর্নমেন্ট কলেজ প্রথম। বিভাগ, বাংলা ভাষা ও সাহিত্যে বি.এ. অনার্স ও এম.এ. পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়ে উত্তীর্ণ হন ঢাকা। বিশ্ববিদ্যালয় থেকে। পরে ভাষাবিজ্ঞানে এম.এ. করেন ক্যানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ও পিএইচ.ডি. স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে। ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে লেকচারার / সিনিয়র। লেকচারার হিসেবে এবং পরে প্রফেসর হিসেবে ২০০৩ সালে অবসর গ্রহণ করেন । তিনি ২০০৫-২০০৬ (১৬ই নভেম্বর পর্যন্ত) বাংলা একাডেমীর মহাপরিচালক পদে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ভাষাবিজ্ঞান বিভাগে সংখ্যাতিরিক্ত প্রফেসর হিসেবে কর্মরত। তিনি ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম শিক্ষক হিসেবে যােগদান করেন। পরে আবার। নিজের পুরােন বিশ্ববিদ্যালয়ে চলে আসেন। প্রফেসর আবুল কালাম মনজুর মােরশেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান (১৯৮৭-৯০) ছাড়াও একই বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভােস্ট (১৯৯২-৯৬), ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক। সমিতির সদস্য, নজরুল ইনসটিটিউটের ট্রাস্টি বাের্ডের সদস্য, জাতীয় গ্রন্থকেন্দ্রের বোর্ড সদস্য, এশিয়াটিক সােসাইটি অব বাংলাদেশের সদস্য ও কোষাধ্যক্ষ এবং সোসাইটির বাংলাদেশ কালচারাল প্রজেক্টের ভাষা সাহিত্য' খণ্ডের সম্পাদক, চট্টগ্রাম ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও সিনেট সদস্য ছিলেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সদস্য। । প্রফেসর আবুল কালাম মনজুর মােরশেদ স্কুল জীবন থেকে সাহিত্য রচনা শুরু করেন। তাঁর লেখা গল্প ও প্রবন্ধ। দেশ-বিদেশের বিভিন্ন দৈনিক ও পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। বাংলাদেশের একমাত্র লেখক হিসেবে তাঁর ‘দি ল্যাংগুয়েজ প্রবলেম অব বাংলাদেশ, এনট্রি এনসাইক্লোপিডিয়া অব ল্যাংগুয়েজ এ্যাণ্ড লিংগুয়িসটিকসে। (ইউনিভার্সিটি অব এ্যাবারডিন)' প্রকাশিত। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযােগ্য হলাে : জ্যোৎস্না। রাতের রূপকথা, রাজপুত্র ও কোটালপুত্র, মিন্টু ও পিন্টুর গল্প, সােনালী রাজহাঁস, মৌ-এর পুতুল, এক বােন। পারুল, টিনটিনের ঢাকা সফর, বিদেশের সেরা গল্প, রূপকথার রাজ্যে, মিতুল ও তিতুলের বন্ধুরা, রায়হানের। পায়রা, মৌ, আকাশ জুড়ে মেঘ করেছে, কিশাের রচনাসমগ্র (দু খণ্ড), সম্রাজ্ঞীর নাম, চন্দ্রগ্রহণ, নিহত সম্রাট, জ্যোৎস্নায় পােকার বাসা, বাংলা ভাষাতত্ত্ব, বাংলা সম্বন্ধবাচক সর্বনাম : গঠন ও প্রকৃতি, নজরুল ও অন্যান্য প্রবন্ধ, আধুনিক ভাষাতত্ত্ব, রবীন্দ্রনাথ নজরুল ও অন্যান্য প্রসঙ্গ, মধুসূদন রবীন্দ্রনাথ ও নজরুল, A study of Standard। Bengali and the Noakhali Dialect a Relativization in Bengali. সাহিত্য সাধনার জন্য তিনি নিম্নোক্ত পুরস্কার পান : বাংলাদেশ শিশু একাডেমী সাহিত্য পুরস্কার ১৪০৭, একুশের। পদক ২০০৬ ও বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কার ২০০৬
ড. আবুল কালাম মনজুর মোরশেদ এর বই সমূহ
Showing 1 to 2 of 2