৳ ১০০০ ৳ ৮৫০
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
শেখ মুজিব একটি লাল গােলাপ প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৭৯ সালে। বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের ঠিক চার বছর পর। এপর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী। বঙ্গবন্ধুকে নিয়ে এটিই ছিল প্রথম পূর্ণাঙ্গ সংকলন। সকল বিবেচনায় এটাকে একটি দুঃসাহসী উদ্যোগই বলা চলে। প্রধান সামরিক আইন প্রশাসক, স্বাধীন। বাংলাদেশের ইতিহাসের সবচে’ খলনায়ক জেনারেল জিয়াউর রহমান তখন রাষ্ট্রের সকল দণ্ডমুণ্ডের কর্তা। রাস্তায় রাস্তায় সামরিক প্রহরা। সর্বত্রই উদ্যত সঙ্গিন হাতে ঘাতকের উদ্ধত পদচারণা। বঙ্গবন্ধু চরম নিষিদ্ধ একটি নাম। তার নাম উচ্চারণও রাষ্ট্রদ্রোহিতার সামিল। সংকলনটি প্রকাশের কয়েক মাসের ভেতর এর ১২৫০ কপি বিক্রি হয়ে যায়। তারপরেও চাহিদা ছিল প্রচুর। এতােদিনে এর কয়েকটি সংস্করণ প্রকাশিত হওয়া উচিত ছিল। কিন্তু তা হয় নি। কারণ এর জন্যে যে-ধরনের সহযােগিতা। ও পৃষ্ঠপােষকতার প্রয়ােজন ছিল বাংলাদেশে তার অভাব বরাবরই অত্যন্ত প্রকট। দীর্ঘ ঊনিশ বছর পর শেখ মুজিব একটি লাল গােলাপ এর দ্বিতীয় পরিবর্ধিত সংস্করণ প্রকাশিত হলাে। এখন দৃশ্যপট অন্য রকম। বঙ্গবন্ধুকে নিয়ে এতাে গ্রন্থ, সংকলন এবং লেখা প্রকাশিত হচ্ছে যে। একনিষ্ঠ গবেষকের পক্ষেও তার বিশদ খোঁজখবর করা দুষ্কর। বেতার, টেলিভিশন, পত্রপত্রিকাসর্বত্রই বঙ্গবন্ধুকে নিয়ে কার কত বেশি ভক্তি-তা প্রদর্শনের প্রতিযােগিতা চলছে। চলছে অশ্রুপাতের নানারকম প্রকাশ্য মহড়া। বঙ্গবন্ধু হত্যার পর যারা সদম্ভে উল্লাস করেছেন, যেসব লেখক-বুদ্ধিজীবী শার্টের আস্তিন শুটিয়ে বঙ্গবন্ধুর। অনুসারীদের দিকে তেড়ে এসেছেনে, আজকে তারাই বিভিন্ন অনুষ্ঠানে কিংবা টেলিভিশনে বঙ্গবন্ধুর জন্যে। সমানে অশ্রুপাত করে চলেছেন। বাস্তবিকই এ বড়াে বিপজ্জনক দৃশ্য। শেখ মুজিব একটি লাল গােলাপ এর দ্বিতীয় পরিবর্ধিত সংস্করণ প্রকাশের পেছনে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুকে নিয়ে এ-পর্যন্ত যতাে লেখালেখি হয়েছে সেগুলিকে একটি সংকলনভুক্ত করা। মােট ৬৮৩ পৃষ্ঠার এই সংকলনে ৯০ জন বিশিষ্ট ব্যক্তির বঙ্গবন্ধুকে নিয়ে লেখা প্রবন্ধ, ৫০ জন কবির কবিতা, ৬টি গল্প ও একটি সাক্ষাৎকার অন্তর্ভুক্ত হয়েছে।
অনুসন্ধানী পাঠক এর ভেতরে বাংলাদেশের গত দু’দশকের সমাজ ও রাজনীতির গতিপ্রকৃতির একটি স্বচ্ছ চিত্র যেমন পাবেন, তেমনি ভবিষ্যত গতিধারাও চিহ্নিত করতে পারবেন সহজে। এটা অনস্বীকার্য যে বঙ্গবন্ধুর জীবন ও বাংলাদেশের প্রকৃত ইতিহাস পরস্পর অবিচ্ছেদ্য। বাংলাদেশের প্রকৃত ইতিহাসের স্বার্থে অচিরেই বঙ্গবন্ধুর একটি পূর্ণাঙ্গ জীবনী রচিত হওয়া প্রয়ােজন। এই জীবনী যারা রচনা করবেন। তাদের জন্যে তাে বটেই, এমনকী বাংলাদেশের। ইতিহাসের এক মূল্যবান আকরগ্রন্থ হিসেবেও এই সংকলনটি কাজে লাগবে বলে আমাদের বিশ্বাস। এই সংকলন আমাদের মধ্যবিত্তশাসিত এই বাংলাদেশের নিয়ত পরিবর্তনশীল ব্যক্তিচরিত্রের একটি গুরুত্বপূর্ণ দর্পণ হিসেবেও মূল্যবান বলে বিবেচিত হতে পারে। পঁচাত্তরের আগে যারা বঙ্গবন্ধুকে দেবতা বানানাের প্রতিযােগিতায় মেতেছিলেন, পঁচাত্তরের পরে তাদের ভূমিকা এবং বর্তমানে যারা বঙ্গবন্ধুকে নিয়ে অতিমাত্রায় তৎপর তাদের পরবর্তী ভূমিকার তুলনামূলক বিচারে এই গ্রন্থ হতে পারে পাঠকের জন্যে নির্ভরযােগ্য একটি দর্পন। এই দর্পণে তারা নিজেরাও বিস্ময়ের সঙ্গে নিজেদের। পরিবর্তনশীল অবয়ব দেখতে পাবেন।
Title | : | শেখ মুজিব একটি লাল গোলাপ |
Author | : | মোনায়েম সরকার |
Publisher | : | আগামী প্রকাশনী |
ISBN | : | 9789840413577 |
Edition | : | 2010 |
Number of Pages | : | 683 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
মোনায়েম সরকার ১৯৪৫ সালের ৩০ মার্চ কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফতেহাবাদ গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। রাজনীতিক, কলাম লেখক ও গবেষক মোনায়েম সরকার শতাধিক গ্রন্থের প্রণেতা ও সম্পাদক। শুধু গ্রন্থ প্রণয়ন ও সম্পাদনাই নয়-বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক ছয়টি থিমেটিক ম্যাপ ও বাইশ পর্বে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। তিনি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চের (বিএফডিআর) মহাপরিচালক। বাংলা একাডেমি কর্তৃক দুই খণ্ডে প্রকাশিত বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ সম্পাদনা করে অনন্য ভূমিকা রেখেছেন। মুক্তিযুদ্ধসহ এদেশের বিভিন্ন গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে তাঁর রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে পুনর্গঠন করার ক্ষেত্রে দেশে-বিদেশে অবস্থান করে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। রাজনৈতিক ও সাংষ্কৃতিক জগতে এ ভূমিকার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন তিনি। ২০১৩ সালে বাংলা একাডেমি তাঁকে ফেলোশিপ দিয়ে সম্মানিত করেছেন। জীবনের দীর্ঘ সময় তিনি রাজনীতির সাথ সক্রিয়ভাবে জড়িত ছিলেন। বর্তমানে তিনি লেখালেখি ও গবেষণার কাজে নিয়োজিত আছেন।
If you found any incorrect information please report us