৳ ৪০০ ৳ ৩২০
|
২০% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
বইটি সম্পর্কে লেখকের কিছু কথাঃ
ইতিহাস প্রীতি আমার ছোটবেলা থেকেই ছিল। কিশোর বয়স থেকেই আমি ক্ষুদে বিল্পবী। অন্যায় অনর্থ বরাবরই আমি অপছন্দ করতাম, কারণ বৃহত্তর বাংলার বিপ্লবীদের জীবনী পড়া ৮ম শ্রেণীতে উঠার আগেই শেষ করি। সামাজিক অনাচার, লিঙ্গ বৈষম্য, ধর্মীয় গোঁড়ামি ইত্যাদি থেকে দূরে থাকার চেষ্টা করেছি বরাবর। এরপর পূর্ব পাকিস্তানের প্রতি রাজনৈতিক ও অর্থনৈতিক, বৈষম্য, অবিচার, কিছু নামী মানুষের রাজনৈতিক ক বেশ্যাবৃত্তি। মুক্তিযুদ্ধে গমন, মুক্তিযযাদ্ধাদের একশ্রেণীর ক্ষমতাবানদের করুণা ও ঘৃণা যা এখনও অব্যাহত আছে যা আমাকে আহত করে। ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চ বঙ্গভবনে দাওয়াতে যোগদানকারী যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের খাবার কুড়ানোর দৃশ্য, পুলিশ ও প্রশাসনে মুক্তিযোদ্ধাদের প্রতি নাকসিটকানো ভাব এখন আরও বৃদ্ধি পাওয়া সবই বঙ্গবন্ধুর হত্যার কুফল বলে আমার দৃঢ় বিশ্বাস। চাকরিরত থাকার সময় হতে সমাজে সরকারের রাষ্ট্রের যে অনাচার দুর্নীতি ও অন্যায় দেখেছি তার বিরুদ্ধে লেখনীর মাধ্যমে প্রতিবাদ জানতাম। দৈনিক পত্রিকায় ছাপা হতো সেই ১৯৮৬ সাল হতে, অবশ্য বেনামে। আমার অপছন্দের ২ ব্যক্তিত্ব হাজী শফিউর রহমান ও আনিসুর রহমান নামে লিখতাম। অবহেলার কারণে সে লেখাগুলো হারিয়ে গেছে। ২০০৩ সালে আকস্মিকভাবে বে-আইনি ও এক্তিয়ার বহির্ভূত চাকরিচ্যুতি, রাষ্ট্রক্ষমতার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আমার বিশ্বাস ও শ্রদ্ধাবোধ শূন্যের কোটায় নামিয়ে দেয়। আমি বিশ্বাস করি অতি বড় অন্যায় ও পাপের ফলাফল মানুষ নিজ জীবনকালেই পায়। তখন সবকিছু অসহনীয় মনে হলেও তখনও নিজ কৃত পাপের ফল বলে তা মানতে পারে না। এক্ষেত্রেই মানুষ পশুর চেয়েও অধম। অথচ অধম প্রাণী ও মানুষের তফাৎ এক জায়গায় মানুষের মস্তিষ্কে বিবেক বলে একটা 'সেল' দেয়া আছে। বিবেককে কাজে লাগানোর জন্য পশুদের সেটা নেই।
এদেশের রাজাবাদশাদের ক্ষমতার জন্য প্রসাদ ষড়যন্ত্র, হানাহানি, গুম, খুন ইত্যাদির সাথে আমরা পরিচিত। এত কিছুর পরও অনেকে ক্ষমতা ধরে রাখতে পেরেছিলেন স্বল্পমেয়াদের জন্য। যিনি অনেক কৌশল ষড়যন্ত্র করে মসনদে বসেন তখন তিনি ভাবেন অমর হয়ে রইবেন এবং মসনদও যুগযুগ ধরে থাকবে। অন্নসংস্থানের জন্য পেশায় পুলিশ হলেও উল্লিখিত বিষয় বরাবরই আমাকে আকৃষ্ট এবং পীড়া দিত। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে তার নিকট জনেরা ষড়যন্ত্র করে হারিয়ে দেয় এবং নির্মমভাবে হত্যা করে। সুবে বাংলা-বিহার-উড়িষ্যার রাজনৈতিক চাকা উল্টো পথে চলতে শুরু করে। কয়েক বার হাত বদলের পর অন্তরালের সেই ইংরেজরা প্রকাশ্যে মসনদ দখল করে। এর পরে ইতিহাস সবাব জানা। পাকিস্তান সৃষ্টি,
Title | : | বঙ্গবন্ধু, জিয়া, মঞ্জুর হত্যাকাণ্ড জতুগৃহ একটিই |
Author | : | মোঃ নুরুল আনোয়ার |
Publisher | : | ঐতিহ্য |
ISBN | : | 9789847762241 |
Edition | : | 1st Published, 2015 |
Number of Pages | : | 207 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
If you found any incorrect information please report us