৳ ৩০০ ৳ ২৫৫
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের রজত জয়ন্তীর বছর ১৯৯৬ সালে স্বাধীন গবেষণা-প্রতিষ্ঠান বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ (বিএফডিআর) গঠিত হয়। এর লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে আমাদের ভাষা-সাহিত্য-সংস্কৃতি, জাতি ও রাষ্ট্র গঠন, মুক্তিযুদ্ধ, সমাজ, রাজনীতি, নির্বাচন ব্যবস্থা, অর্থনীতি, উন্নয়ন, পরিবেশ, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক পর্যায়ে আন্তঃদেশীয় সহযোগিতা প্রভৃতি বিষয়ে সেমিনার, ওয়ার্কশপ, আলোচনা, প্রদর্শনী ও প্রকাশনার ব্যবস্থা করা।
এসব কর্মসূচির ধারায় বিএফডিআর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ এ এম এস কিবরিয়া স্মরণে ২০০৫ সাল থেকে দুটি স্মারক-বক্তৃতা প্রবর্তন করেছে। ২০১১ সাল পর্যন্ত মোট ৫টি ‘বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা’ অনুষ্ঠিত হয়েছে। এসব বক্তৃতায় দেশের বিশিষ্ট ইতিহাসবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, সাংবাদিক-সাহিত্যিক অংশগ্রহণ করেছেন। বঙ্গবন্ধুর উপর রচিত, পঠিত বক্তৃতামালাই এই গ্রন্থের উপজীব্য। এসব বক্তৃতা থেকে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনে ইতিহাসের নানা দিক সম্বন্ধে পাঠক আরো বিশদভাবে জানতে পারবে।
Title | : | বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা |
Author | : | মোনায়েম সরকার |
Publisher | : | আগামী প্রকাশনী |
ISBN | : | 9789840414321 |
Edition | : | 2012 |
Number of Pages | : | 117 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
মোনায়েম সরকার ১৯৪৫ সালের ৩০ মার্চ কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফতেহাবাদ গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। রাজনীতিক, কলাম লেখক ও গবেষক মোনায়েম সরকার শতাধিক গ্রন্থের প্রণেতা ও সম্পাদক। শুধু গ্রন্থ প্রণয়ন ও সম্পাদনাই নয়-বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক ছয়টি থিমেটিক ম্যাপ ও বাইশ পর্বে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। তিনি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চের (বিএফডিআর) মহাপরিচালক। বাংলা একাডেমি কর্তৃক দুই খণ্ডে প্রকাশিত বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ সম্পাদনা করে অনন্য ভূমিকা রেখেছেন। মুক্তিযুদ্ধসহ এদেশের বিভিন্ন গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে তাঁর রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে পুনর্গঠন করার ক্ষেত্রে দেশে-বিদেশে অবস্থান করে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। রাজনৈতিক ও সাংষ্কৃতিক জগতে এ ভূমিকার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন তিনি। ২০১৩ সালে বাংলা একাডেমি তাঁকে ফেলোশিপ দিয়ে সম্মানিত করেছেন। জীবনের দীর্ঘ সময় তিনি রাজনীতির সাথ সক্রিয়ভাবে জড়িত ছিলেন। বর্তমানে তিনি লেখালেখি ও গবেষণার কাজে নিয়োজিত আছেন।
If you found any incorrect information please report us