৳ ৬৯৫ ৳ ৫৯১
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
শেখ হাসিনা জনগণকে উদ্বুদ্ধ করেছেন দেশের কল্যাণে নতুন কিছু করতে, যে যেভাবে পারে। তিনি চান প্রত্যেকে তাঁর মতাে পরিবর্তনের নিয়ামক হয়ে উঠুক। তাঁর গভীর প্রত্যাশা-প্রতিটি মানুষ স্বদেশবাসীর প্রতি দরদ ও সমবেদনার মূল্যবােধ পরিশীলন করুক। তিনি আমাদের সবচেয়ে বেশি শিখিয়েছেন, প্রতিটি দিন কীভাবে কর্মের মাধ্যমে আনন্দময় করে তােলা যায়। তিনি কোনাে চ্যালেঞ্জের মুখে কখনাে পিছপা হননি। আমরা তাঁর নিয়ত প্রচেষ্টার মুগ্ধ প্রশংসা করি; অতি দুঃসময়েও তিনি তাঁর শির উর্ধ্বে তুলে রেখেছেন। আমরা তাঁর দিকে তাকিয়ে থাকি এজন্য যে তিনি সেই শক্তির অধিকারী, যিনি কখনাে আশাহত হন না। আশা এবং আলাের অভিযাত্রী তিনি। তিনি শুধু একজন সুদক্ষ রাজনীতিবিদই নন, বরং এমন একজন রাষ্ট্রনেতা যিনি নেতৃত্ব দেন সামনে থেকে।
Title | : | শেখ হাসিনা নির্বাচিত উক্তি |
Author | : | তোফাজ্জল হোসেন |
Publisher | : | পাঠক সমাবেশ |
ISBN | : | 9789849408413 |
Edition | : | 2nd Print, 2019 |
Number of Pages | : | 140 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
মোঃ তোফাজ্জল হোসেন মিয়া দীর্ঘ বত্রিশ বৎসর যাবৎ সিভিল সার্ভিসে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর মুখ্যসচিব। মাঠ প্রশাসন ও বিভিন্ন মন্ত্রণালয়/দপ্তরে কাজ করার অভিজ্ঞতা তাঁকে ঋদ্ধ ও পরিশীলিত করেছে। বাংলাদেশ সরকার এবং প্রশাসনিক পরিমণ্ডলকে খুব কাছে থেকে তিনি দেখেছেন। ইতোপূর্বে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং সিনিয়র সচিব হিসেবে কাজ করেছেন, ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হসিনার একান্ত সচিব-১। এ কার্যালয়ের মহাপরিচালকের দুটি পদেও তিনি কাজ করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরেও তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে। পঞ্চগড়, কুমিল্লা এবং ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি সফলতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। মোঃ তোফাজ্জল হোসেন মিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশসহ কানাডা, জাপান, ইটালি, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এবং ভারতে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও এমএ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে Early Childhood Development-এ এম এসসি ডিগ্রি অর্জন করেছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য। তিনি লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বি সি এস (প্রশাসন) একাডেমি, ইনস্টিটিউট অব পাবলিক ফাইনান্স এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট-এর একজন প্রশিক্ষক। তিনি বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, গ্রামীণ ব্যাংক, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, পেট্রোবাংলা, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি লিমিটেড এবং তিতাস গ্যাস কোম্পানির বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গবেষণা এবং লেখনীর সাথে নিয়মিত জড়িত আছেন। ইতোমধ্যে তাঁর কয়েকটি বই প্রকাশিত হয়েছে। তিনি গবেষণা প্রতিষ্ঠান Business Initiative Leading Development (BUILD)-এর কো-চেয়ার এবং বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় কমিশনার। তিনি বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
If you found any incorrect information please report us