৳ ১৭৭ ৳ ১৪৭
|
১৭% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
বটতলার পাগলদের তো আমরা কমবেশ সবাই চিনি। যখন যা মনে আসে বলে বেড়ায়, উদোম গায়ে ঘুরে, রাস্তায় দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে। কেউ তাকে পোশাক পরতে বললে সে তেড়ে আসে। ইদানীং কিছু পাগলের আমদানি হয়েছে যারা নিজেদের শিক্ষিত বলে দাবি করে, তাদেরকেও ওরকম প্রলাপ বকতে দেখা যায়। এই পাগলরা বলে, তুমি আস্ত একজন পুরুষ, একজন টগবগে যুবক, তাতে কী হয়েছে? কাল সকালে ঘুম থেকে ওঠে ‘মনে মনে’ নিজেকে তুমি নারী ভাবলে। ব্যস, তুমি নারী হয়ে গেলে। একটু মেক-আপ করো, শাড়ি প্যাঁচাও, রংঢং করে হাঁটো—কেল্লাফতে! আবার একজন নারী, যার বয়স ত্রিশ ছুঁই ছুঁই, বিয়ের পাঠ চুকিয়ে এখন দু বাচ্চার মা, তাকে বলবে—‘তোমার কি নিজেকে পুরুষ পুরুষ মনে হয়? অত ভাবা-ভাবির কিছু নেই। তুমি পুরুষই। তোমার শারীরিক গড়ন যেমনই হোক না কেন, তুমি দু বাচ্চার মা হয়েছ তাতে কী, তুমি পুরুষ। একটু জিন্স-টি শার্ট পরো, বেটা বেটা কণ্ঠে কথা বলো—তোমাকে পুরুষ বলতে বাধ্য হবে সবাই।’ অবশ্য এরকম পাগলদের আমরা সচরাচর দেখতে পাই না। এরা ঘাপটি মেরে থাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে, মিডিয়ার সাব-এডিটরের ডেস্কে, বুদ্ধিজীবীর মুখোশে টিভির টক-শোতে।
মানববিধ্বংসী এ লোকগুলো একের পর এক চিকন চালাকি করে যাচ্ছে। সেই চালাকির নাড়ি-নক্ষত্র ঘেঁটে দেখাবে আমাদের এই মনে মনে প্রধানমন্ত্রী বইটি। এ স্মার্ট বুক আপনাকে বর্তমান বিশ্বের চালাকিগুলো ধরতে একটু হলেও সহায়তা করবে। বাঁচতে হলে, আগামী প্রজন্মকে বাঁচাতে হলে আপনাকেই পড়ে দেখতে হবে মনে মনে প্রধানমন্ত্রী।
Title | : | মনে মনে প্রধানমন্ত্রী |
Author | : | আবিদ ইকবাল |
Publisher | : | সত্যায়ন প্রকাশন |
ISBN | : | 9789849859178 |
Edition | : | 1st Published, 2024 |
Number of Pages | : | 160 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
জন্ম ও বেড়ে ওঠা ঢাকা বিভাগে। পড়াশোনা গণযোগাযোগ ও সাংবাদিকতায়। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে মনোনিবেশ করেছেন চিন্তা-পাঠ ও গবেষণায়। তার আগ্রহ দর্শন, অর্থনীতি ও সমাজ নিয়ে। স্বপ্ন দেখেন সমাজটাকে সুন্দরের পথে এগিয়ে নেবার। প্রায় এক দশক ধরে তিনি সমাজের সমস্যাগুলো পর্যবেক্ষণ করছেন খুব কাছ থেকে। ক্যাম্পাস জীবনে শত রকম অস্থিরতার সাক্ষী হয়েছেন। দেখেছেন বুদ্ধিবৃত্তিক টালবাহানা। মেধাবী তরুণ-তরুণীগুলো কথার মার-প্যাঁচে, তত্ত্বের ছলচাতুরিতে ছিটকে পড়ছে খাদের কিনারায়। তার ওপর শিক্ষকদের বাকওয়াজ পালে হাওয়া লাগায়। এতে তরুণরা ভুগছে সীমাহীন দোলাচলে। তাদের স্বাধীন কোনো মতামত নেই। নেই নিজস্ব কোনো বোঝা-পড়া। আবিদ ইকবাল বৃত্তের বাইরে গিয়ে ভাবেন। বিদ্যমান তত্ত্ব-চিন্তাকে প্রশ্ন করেন। তথাকথিত বুদ্ধিবৃত্তিক তৎপরতাকে ঈগলের চোখে দেখেন। তারপর দাঁড় করান ভিন্ন বয়ান; বিশ্বাসের তুলিতে আঁকেন আলাদা এক দৃষ্টিভঙ্গি। আবিদ ইকবাল আবার ফিরে আসবে আপনার কাছে—নতুন কোনো আলাপ নিয়ে। উদীয়মান এ কথা-সাহিত্যিকের প্রথম বই মনে মনে প্রধানমন্ত্রী। আশা করছি সাহিত্যের এ ঢং পাঠকের ভালোবাসা কুড়াবে।
If you found any incorrect information please report us