৳ ১০০ ৳ ৯০
|
১০% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
হারুন-আর-রশিদ একজন জনপ্রিয় প্রাবন্ধিক, গবেষক, কলাম লেখক এবং বহু গ্রন্থের প্রণেতা। এ পর্যন্ত তার ৮টি গবেষণামূলক গ্রন্থ প্রকাশ হয়েছে। পেশাগত বিষয়ে এবং সমাজ বিজ্ঞান ও অর্থনীতির উপর তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। দীর্ঘ ২০ বছর ধরে তিনি লিখছেন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকাগুলােতে। চলমান রাজনীতি ও সমাজ সচেতন একজন ব্যক্তি হিসেবে। ষাটের দশক থেকে তিনি এ অঞ্চলের সমাজ পরিবর্তন, রাজনীতি ও অর্থনীতির উত্থান-পতন স্বচক্ষে অবলােকন করেছেন। এক সময়ে তা লেখনীর। মাধ্যমে কাগজে প্রকাশও করেছেন। আজও তার সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তুলনামূলক রাজনীতি। অর্থনীতি, ইতিহাসের ঘটনাবলী, সংস্কৃতি, ধর্মনীতি সমাজনীতি এবং জাতীয় ব্যক্তিত্বদের উপর এ পর্যন্ত তার তিনশতাধিকের উপর গবেষণামূলক নিবন্ধ ও বিশ্লেষণধর্মী ফিচার পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার রচিত কবিতা, ছােটগল্প “এক মােহনা এবং “অন্যরকম" নামে একটি ধারাবাহিক উপন্যাসও পত্রিকায় প্রকাশ হয়েছে। তিনি শুধু একজন লেখক নয়, একজন কবি, সু-সাহিত্যিক, সমালােচক, সু-বক্তা এবং পাঠকও। বটে। বিভিন্ন গ্রন্থের উপর তার একাধিক পর্যালােচনা সমালােচনা দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন কাগজে প্রকাশিত হয়েছে। অগণিত জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার ও সিম্পােজিয়ামে মূল প্রবন্ধ পাঠসহ (জধধলাে বক্তব্য রেখেছেন তিনি। বর্তমানে তিনি মাজিক মূল্যবােধের অবক্ষয়বােধে এবং পরিচ্ছন্ন। অর্থনীতির বিকাশ সাধনে নিরলস গবেষণা চালিয়ে যাচ্ছেন।
Title | : | স্বাধীনতার প্রেক্ষাপট এবং কিছু তথ্য |
Author | : | হারুন-অর-রশিদ |
Publisher | : | আফসার ব্রাদার্স |
Edition | : | 2001 |
Number of Pages | : | 159 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
অধ্যাপক ড. হারুন-অর-রশিদ (জন্ম: ২৭ অক্টোবর ১৯৫৪) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুইবারের উপাচার্য (২০১৩-২০২১)। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সিলেকশান গ্রেডের একজন অধ্যাপক ও উপ-উপাচার্য (২০০৯-২০০১২) নিযুক্ত ছিলেন। বর্তমানে তিনি ‘বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল’র সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন। জন্ম পিরোজপুর জেলার কাউখালী উপজেলার আইরন গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার বি.এ. (অনার্স) এবং মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পরে লন্ডন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডব্লিউ এইচ মরিস-জোনস-এর তত্ত্বাবধানে ১৯৮৩ সালে রাষ্ট্রবিজ্ঞানে তাঁর পিএইচডি ডিগ্রি অর্জন। একই বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট বিষয়ে তিনি পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। এছাড়াও তিনি সুইডেনের উপসালা (শান্তি ও সংঘাতের উপর) ও জাপানের রিউকোকু (কিওটো) বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরাল গবেষণা করেন। ১৯৪৭-পূর্ব ব্রিটিশ ঔপনিবেশিক শাসনাধীন অবিভক্ত বাংলা, পাকিস্তানি শাসনকাল, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সমসাময়িক ভারত ও বাংলাদেশের রাজনীতি, এর গতিধারা ও রাজনৈতিক উন্নয়ন’ তাঁর গবেষণার ক্ষেত্র। বাঙালির রাষ্ট্রচিন্তা ও স্বাধীন জাতি-রাষ্ট্র গঠন সব সময় তাঁর গবেষণার কেন্দ্রীয় বিষয়। তাঁর গবেষণা-গ্রন্থের মধ্যে The Foreshadowing of Bangladesh 1906-1947 (fourth edition, UPL 2015), Inside Bengal Politics 1936-1947 : Unpublished Correspondence of Partition Leaders (second edition, UPL 2012), বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পুনর্পাঠ (ইউপিএল ২০১৩), বাঙালির রাষ্ট্রচিন্তা ও স্বাধীন বাংলাদেশের . অভ্যুদয় (আগামী প্রকাশনী ২০০৩), বাংলাদেশ : রাজনীতি সরকার ও শাসনতান্ত্রিক উন্নয়ন ১৭৫৭-২০০০ (নিউ এজ পাবলিকেশন্স ২০০১), “আমাদের বাঁচার দাবী’ : ৬ দফার ৫০ বছর (বাংলা একাডেমি ২০১৬), মূলধারার রাজনীতি : বাংলাদেশ আওয়ামী লীগ, কাউন্সিল ১৯৪৯-২০১৬ (বাংলা একাডেমি ২০১৬), ৭ই মার্চের ভাষণ কেন বিশ্ব ঐতিহ্য-সম্পদ : বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ, (বাংলা একাডেমি ও অন্যপ্রকাশ ২০১৮) বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রফেসর হারুন-অর-রশিদ বর্তমানে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের এনসাইক্লোপিডিয়া’ (২০ খণ্ড) রচনা প্রকল্পের প্রধান হিসেবে গবেষণাকর্মে নিয়োজিত। বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় অবদান রাখার জন্য ২০২১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন।
If you found any incorrect information please report us