৳ ১৮০ ৳ ১৫৮
|
১২% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
এক্কেবারে সাদামাটা নিম্নমধ্যবিত্ত ঘরের কেন্দ্রীয় চরিত্র নীলু...... যাকে ঘিরে আবর্তিত হতে থাকে অন্যান্য চরিত্রগুলো। সাধারণ সুখের চাইতে সাধারণ বেদনা বেশি। আপোষহীন বাবা-মা’র সন্তান হয়েও দুঃসহ অবস্থার জটজটিলতায় পড়ে নিজের অজান্তেই এরা গভীর গভীর আপোষের তলায় তলিয়ে যেতে থাকে। একজন পেইন্টার, ইফতেখার, বিশাল বাড়িতে একা থাকে। সাতটি স্কেচ আঁকার জন্য সে নীলুর অভিব্যক্তিকে বেচে নিতে গিয়ে প্রশ্ন করে-আপনি আমার ক্যানভাসের রেখা হবেন? যদিও সম্মানীর বিনিময়ে কাজ...... মুমুর্ষূ বাবাকে বাঁচাতে হবে.... নীলু নিজের অজান্তেই দিনের পরদিন ইফতেখারের, কাজ, চলা, হেঁয়ালীর ফাঁদে আটকা পড়ে, নিজের দেহে মনে অনুভব করে অদ্ভুত এক তরঙ্গ....... সে অপেক্ষা করে, নিশ্চয়ই ইফতেখার একদিন তার সম্মানীয়, অনুভূতিময় আঙুল স্পর্শ করবে। পাড়ার ছেলে সাব্বির, ছেলেবেলা থেকেই তার নিজের বোধে কল্পনায় স্বপ্ন দেখেছে, একজন নারীকেই--- তাকে সে প্রায়ই সে বলতে চায়, নীলু’পা তোমাকে আমি কিছু একটা বলতে চাই। কী? নীলুর এই প্রখর ব্যক্তিত্বমাখা প্রশ্নের সামনে সে বারবার কুঁকুড়ে যায়। এক সময় এক দুঃসহ রূঢ় বাস্তবতায় হু হু বাস্তার রাত্তিরে নীলু ভেঙেচুরে বসে পড়ে, অথবা দাঁড়ায়।
Title | : | আকাশে অনেক রাত |
Author | : | নাসরীন জাহান |
Publisher | : | অন্যপ্রকাশ |
ISBN | : | 9848682964 |
Edition | : | 2004 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
নাসরীন জাহান ১৯৬৪ সালে ৫ মার্চ বাংলাদেশের ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে জন্মগ্রহণ করেন।তিনি একজন বাংলাদেশী লেখক, ঔপন্যাসিক, এবং সাহিত্য সম্পাদক। আশির দশকের শুরু থেকে তিনি লেখালেখি শুরু করেন। উড়ুক্কু উপন্যাসের মাধ্যমে তিনি খ্যাতি লাভ করেন। এই উপন্যাসের জন্য লাভ করেন ফিলিপ্স সাহিত্য পুরস্কার। এছাড়া বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য লাভ করেন বাংলা একাডেমি পুরস্কার।নাসরীন জাহান কৈশোর থেকে সাহিত্যচর্চার সাথে জড়িত।স্থবির যৌবন, বিচূর্ণ ছায়া, পথ, হে পথ, সারারাত বিড়ালের শব্দ গল্পগ্রন্থগুলো প্রকাশের পর তিনি তার প্রথম উপন্যাস লিখেন। তার রচিত প্রথম উপন্যাস উড়ুক্কু। উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করেন কায়সার হক। এই উপন্যাসের জন্য তিনি ১৯৯৪ সালে ফিলিপ্স সাহিত্য পুরস্কার অর্জন করেন।১৯৯৪ সালে প্রকাশিত তার দ্বিতীয় উপন্যাস চন্দ্রের প্রথম কলা।তার রচিত উপন্যাসের মধ্যে লি, ক্রুশকাঠের কন্যা, শঙ্খনর্তকী, ঈশ্বরের বামহাত উল্লেখযোগ্য।
If you found any incorrect information please report us