৳ ২০০ ৳ ১৭৬
|
১২% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
কথায় আছে—শরীরের নাম মহাশয়, যাহা সহায় তাহাই সয় । কিন্তু শরীর কখন কতটুকু সহ্য করতে পারবে, তার একটা সীমা-পরিসীমা আছে। কাজেই শরীরের ওপর একতরফা। অনিয়মের বােঝা না চাপিয়ে, শরীর নামের মহাশয়ের দিকেও খেয়াল রাখতে হবে। তবেই না সুস্থ থাকবে এই শরীর ।
দৈনন্দিন জীবনের স্বাস্থ্যসম্পর্কিত নানা বিষয় নিয়ে ইতিপূর্বে প্রকাশিত বই ‘সুখের দিনে অসুখ বিনে’র ধারাবাহিক খণ্ড হিসেবে প্রকাশিত হলাে ‘শরীর নামের মহাশয়'।
Title | : | শরীর নামের মহাশয় |
Author | : | ডাঃ সজল আশফাক |
Publisher | : | অন্যপ্রকাশ |
ISBN | : | 9789845020183 |
Edition | : | 2011 |
Number of Pages | : | 123 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
ডা. সজল আশফাক। জন্ম ১৯৬৩, ১ ডিসেম্বর, বরিশাল জেলায়। পড়াশোনা করেছেন বৃহত্তর ময়মনসিংহে। ১৯৭৯ সালে কিশোরগঞ্জ জেলার ভৈরব কে. বি. হাই স্কুল থেকে এসএসসি এবং ১৯৮১ সালে ময়মনসিংহ থেকে এইচএসসি পাস করার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে ১৯৯০ সালে এমবিবিএস পাস করেন। পরবর্তীতে বিএসএমএমইউ (সাবেক পিজি হাসপাতাল) থেকে নাক-কান-গলা বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি এবং ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমএস ডিগ্রি অর্জন করেন।
’৮০-র দশকের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ সজল আশফাক-এর লেখালেখি জীবনের শুরু ছড়া ও কবিতা দিয়েই। তাঁর প্রথম ছড়া গ্রন্থ ‘লেজটি তুলে দৌড়’ প্রকাশিত হয় ১৯৯৪ সালে। প্রথম কবিতার প্রকাশনা ‘প্রেমাঙ্গ পাখি’ বের হয় ১৯৯৮ সালে। ছড়া-কবিতার পাশাপাশি নিয়মিত সায়েন্স ফিকশনও লিখেছেন, তাঁর প্রথম সায়েন্স ফিকশন গ্রন্থ ‘ছায়াজীব’ প্রকাশিত হয় ১৯৯৮ সালে।
তার আগে ১৯৮৭ ও ’৮৮ সালে শিক্ষা মন্ত্রণালয় প্রবর্তিত পাবলিক লাইব্রেরি আয়োজিত একুশে সাহিত্য পুরস্কারে কবিতায় শীর্ষস্থান অধিকার করেন। ’৯০-র দশক থেকেই স্বাস্থ্যবিষয়ক কলাম ও নিবন্ধ রচনায় বিশেষ পারদর্শিতার স্বাক্ষর রেখে আসছেন। দৈনিক জনকণ্ঠ প্রবর্তিত দেশে প্রথম স্বাস্থ্য বিভাগের সম্পাদনার দায়িত্বপ্রাপ্ত হয়ে সংবাদপত্র জগতে প্রবেশ করেন ডা. সজল আশফাক। তারপর কাজ করেছেন দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও ম্যাগাজিনে।
বর্তমানে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ হিসেবে পেশাগত দায়িত্বের পাশাপাশি মূলত স্বাস্থ্যবিষয়ক লেখালেখিসহ টিভিতে অনুষ্ঠান উপস্থাপনা নিয়েই ব্যস্ত। স্বাস্থ্যবিষয়ক লেখালেখিতে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে পেয়েছেন আনোয়ারা-নূর পুরস্কার। বেশ কিছু চিকিৎসা তথ্যচিত্র নির্মাণেও দক্ষতা দেখিয়েছেন তিনি। এছাড়া স্বাস্থ্য বিজ্ঞান প্রযুক্তি বিভাগে ‘ভুল জানো, ভুল মানো’ বইয়ের জন্য ১৪১৫ বাংলা সালের অগ্রণী ব্যাংক বাংলাদেশ শিশু একাডেমী সাহিত্য পুরস্কার পেয়েছেন। স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪০।
If you found any incorrect information please report us