৳ ৭৫ ৳ ৬৮
|
৯% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
পৃথিবীর ৫৭টি দেশ 'ইসলামী ঐক্য সংস্থা'র সাদস্য, যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ এবং এ সব দেশে মানবাধিকার ও সাম্প্রদায়িক পরিস্থিতি আদৌ সভ্ভোষজনক নয়। মুসলিম অধ্যুষিত অধিকাংশ দেশে মুসলমান-অঘুসলমান किংবা শিয়া-সুন্নি বিরােধ ও হানাহানি প্রায়ই ঘটছে। বাংলাদেশ ও পাকিস্তান সহ মুসলিম অধ্যুষিত বহু দেশে সংখ্যালযঘু অমুসলিমরা কার্যত দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বাস করছে। বিশ্বব্যাপী বিরাজমান সাম্প্রদায়িক সহিংসতার বাইরে কিছু দেশ আছে যেখানে বিভিন্ন ধর্ম-বর্ণ-জাতিসত্তার মানুষের বাস সত্ত্বেও কোন সাম্প্রদায়িক বিদ্বেষ ও হানাহানি নেই। মুসলিম অধ্যুষিত দেশগুলাের ভেতর এশিয়া মাইনরের ক্ষুদ্র দেশ তাতারস্তান এক উজ্জছল ব্যতিক্রম। ২০০৪ সালের মাঝামাঝি বাংলাদেশের বিশিষ্ট লেখক, সাংবাদিক ও প্রামাণ্য চিত্রনির্মাতা শাহরিয়ার কবিরের সুযােগ হয়েছিল এই আলোকিত অথচ অনালোচিত দেশটি ভ্রমণের। রাশিয়ার সংখ্যালঘু মুসলমানদের অবস্থা জানবার জন্যই লেখক রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত তাতারস্তান সফর করেছেন। রুশ ফেডারেশনের দুটি সদস্য দেশ চেচনিয়া ও দাগেস্তানে মৌলবাদী সন্ত্রাস ও হানাহানির কারণে জীবন দিয়েছেন দুজন প্রেসিডেন্ট সহ শতাধিক মন্ত্রী, আমলা ও সামরিক আধা-সামরিক কর্মকর্তা। নিহত হয়েছেন হাজার হাজার নিরীহ মানুষ। মুসলিম মৌলবাদের করাল গ্রাসে জর্জরিত ককেশাসের এই দুটি পার্বত্য অঞ্চল ক্রমশঃ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক এর বিপরীত দৃশ্য দেখা যাবে তাতারস্তানে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও ইসলামী মৌলবাদ সামান্যতম কামড় বসাতে পারেনি। তাতারস্তানের মাটিতে। ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় ধর্ম নাক গলারে না-ধর্ম নিরপেক্ষতার এই নীতি দৃঢভাবে অনুকরণ করছে সেখানকার সরকার। দুটি প্রধান ধর্মীয় সম্প্রদায় মুসলমান ও খুস্টানদের ভেতর বিরাজ করছে অকল্পনীয় সম্প্রীতি ও সৌহার্দ্যবােধ। খৃস্টানদের অর্থানুকুল্যে মসজিদ নির্মিত হচ্ছে এবং গির্জা ও মঠ নির্মাণের অর্থ জোগাচ্ছে মসলমানরাতাতারস্তান না গেলে এই অভতপূর্ব ঘটনা জানা যাবে না।
Title | : | কাজানের কড়চা |
Author | : | শাহরিয়ার কবির |
Publisher | : | সময় প্রকাশন |
ISBN | : | 9844584949 |
Edition | : | 2005 |
Number of Pages | : | 80 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
শাহরিয়ার কবির বাংলাদেশের একজন খ্যাতিনামা লেখক, সাংবাদিক, ডকুমেন্টরী চলচ্চিত্র নির্মাতা। ১৯৫০ খ্রীস্টাব্দের ২০ নভেম্বর তিনি ফেনীতে জন্মগ্রহণ করেন। লেখক হিসাবে তার প্রধান পরিচয় তিনি একজন শিশুসাহিত্যিক। তার নির্মিত প্রামাণ্যচিত্রের মধ্যে জিহাদের প্রতিকৃতি অন্যতম।১৯৯২ সাল থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষ শক্তির বিরূদ্ধে কাজ করে চলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিক শিক্ষা সম্পূর্ণ করে শাহরিয়ার কবির ১৯৭২ সালে সাপ্তাহিক বিচিত্রায় সাংবাদিক হিসেবে যোগদান করেন এবং ১৯৯২ সাল পর্যন্ত নির্বাহী সম্পাদক পদে থাকেন। তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এর সাথে যুক্ত আছেন। শাহরিয়ার কবির বলেনঃ“ মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ধ্বংস করা যায় না। বাংলাদেশে অধিকাংশ সময় নেতৃত্ব দিয়েছে ৭১’র পরাজিত শক্তি। তারা মুক্তিযুদ্ধের সব কিছু ধ্বংস করতে চেয়েছে কিন্তু পারেনি। তিনি বলেন, দেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চায়। মহাজোট সরকার যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করেছে। আমরা বিশ্বাস করি ২০১৩ সালের মধ্যে শীর্ষ স্থানীয় যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব হবে।
If you found any incorrect information please report us