৳ ৫০০ ৳ ৪২৫
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
মুনীর চৌধুরী-রচনাসমগ্রের দ্বিতীয় খণ্ডে মুদ্রিত হলাে অনুবাদমূলক তাঁর সকল নাট্যরচনা। এই অনুবাদের প্রকৃতি দুরকম। এক ধরনের রচনাকে বলা যায় রূপান্তর। তাতে মূল নাটক অনুসরণ করেছেন বটে অনুবাদক, কিন্তু তার চরিত্র, পরিবেশ ও অনুষঙ্গ বদলিয়ে একেবারে আমাদের দেশীয় পরিস্থিতিতে তা স্থাপন করেছেন। প্রথম জীবনে উর্দু একাঙ্কিকার এমন রূপান্তর করেছিলেন 'স্বামী সাহেবের অনশনব্রত', তারপর গলসওয়ার্দী ও বার্নার্ড শ-র নাটক থেকে যথাক্রমে রূপান্তরিত করেছিলেন রূপার কৌটা আর কেউ কিছু বলতে পারে না। তাঁর শেষদিকের এমন রচনার সাক্ষাৎ পাওয়া যাবে বৈদেশী গ্রন্থে সংকলিত পাঁচটি একান্কিকায়। অন্যদিকে প্রত্যক্ষ ও বিশ্বস্ত অনুবাদের পরিচয় আছে শেক্সপিয়রের মূলের ভাষান্তর তাঁর বহুনন্দিত নাটক মুখরা রমণী বশীকরণে। এই একই প্রণালি তিনি অবলম্বন করেছিলেন অসম্পূর্ণ ওথেলাে ও গাড়ীর নাম বাসনাপুরে- প্রথমটি শেক্সপিয়রের পরেরটি টেনেসি উইলিয়মসের। এই নাটক দুটির বাকি অংশের অনুবাদ করেছিলেন যথাক্রমে কবীর চৌধুরী ও লিলি চৌধুরী এই খণ্ডে তাও লভ্য। অনুবাদমূলক এইসব নাট্যকর্মে মুনীর চৌধুরী একদিকে দৃষ্টি দিয়েছেন সমাজের শ্রেণীগত বৈষম্যের প্রতি, ক্ষোভ প্রকাশ করেছেন মানুষের প্রতি মানুষের কৃত অবিচারে। অন্যদিকে তিনি সৃষ্টি করেছেন কমেডির উপভােগ্য ভুবন। সেখানেও উচ্চনিচ আছে, সামাজিক অসংগতি আছে, কিন্তু জোরটা পড়েছে। হাস্যপরিহাসময় আবেষ্টনীতে। সরাসরি অনুবাদের ক্ষেত্রে মানবজীবনের অপার রহস্য এবং নরনারীর হৃদয়ঘটিত ও অন্তর্বাসী চৈতন্যের জটিলতা হয়েছে। উন্মােচিত। এই অনুবাদমূলক নাটকগুলির মূল আবরণ ভেদ করে দেখা যায় মুনীর চৌধুরীর মৌলিক নাট্যপ্রতিভার স্বাক্ষর।
Title | : | রচনাসমগ্র -২ |
Author | : | মুনীর চৌধুরী |
Editor | : | আনিসুজ্জামান |
Publisher | : | অন্যপ্রকাশ |
ISBN | : | 98481601658 |
Edition | : | 2001 |
Number of Pages | : | 638 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
মুনীর চৌধুরী জন্ম ১৯২৫ সালের ২৭ নভেম্বর, মানিকগঞ্জে। পৈতৃক নিবাস নোয়াখালী জেলার গোপাইরবাগ গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর এবং বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে স্নাতকোত্তর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। ছাত্রাবস্থায় বামপন্থী রাজনীতিতে যোগদান। জেল খাটেন দুই পর্যায়ে—১৯৪৯ সালে এবং ১৯৫২ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত ভাষা আন্দোলনে অংশগ্রহণের কারণে। জেলে বসেই লেখেন তাঁর বিখ্যাত নাটক কবর। টাইপ রাইটারের জন্য তাঁর উদ্ভাবিত বাংলা কি-বোর্ড ‘মুনীর অপটিমা’ নামে খ্যাত। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম: বাংলা গদ্যরীতি, বাংলা ভাষার ব্যাকরণ, রক্তাক্ত প্রান্তর, তুলনামূলক সমালোচনা ও মীর মানস। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আলবদর বাহিনী তাঁকে ধরে নিয়ে যায়। এরপর তাঁর আর খোঁজ মেলেনি। সাহিত্যে অবদানের জন্য ১৯৮০ সালে তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। প্রথমা থেকে প্রকাশিত লেখকের বই দিনপঞ্জি-মনপঞ্জি-ডাকঘর।
If you found any incorrect information please report us