৳ ৪৫০ ৳ ৩৮৩
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
প্রথম সংস্করণের ভূমিকা :
ভারতে মুসলিম রাজত্বের ইতিহাস সম্পর্কে নানা ভাষায়, বিশেষ করিয়া ইংরেজীতে বহু গবেষণামূলক গ্রন্থ ও পাঠ্যপুস্তক রচিত হইয়াছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বি.এ. অনার্স শ্রেণীর জন্য এই বিষয়ে কোন পাঠ্যপুস্তক বাংলা ভাষায় এখনও রচিত হয়নি। তাই কেন্দ্রীয় বাংলা-উন্নয়ন -বোর্ডের উদ্যোগে বাংলা ভাষায় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক হিসাবে ’ভারতে মুসলিম রাজত্বের ইতিহাস’ লিখিত হইল।
এই পুস্তক রচনায় সমসাময়িক ঐতিহাসিকদের বহু আরবী ও ফারসী গ্রন্থ(ইংরেজীতে অনু্বাদ) এবং আধুনিক ইতিহাসবিদদের ইংরেজীতে লিখিত অনেক পুস্তক হইতে সাহায্য লওয়া হইয়াছে। বিভিন্ন ঐতিহাসিদের পরস্পরবিরোধী মতবাদ আলোচনা করিয়া যথাসম্ভব স্বাধীন সিদ্ধান্তে উপনীত হইবার চেষ্টা করা হইয়াছে। বিতর্কমূলক বিষয়বস্তু সম্পর্কে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির স্বাতন্ত্র্য রক্ষা করিতে চেষ্টার ক্রটি করা হয় নাই। ভারতে মুসলিম রাজত্বের ইতিহাসের ঘটনা-বৈচিত্র্যের পূর্ণাঙ্গ বিবরণী সম্পর্কে ইদানীং প্রকাশিত তথ্যাদির পরিপ্রেক্ষিতে মোটামুটি আলোচনা এই পুস্তকে যথাযথভাবে সন্নিবিষ্ট হইয়াছে। ইংরেজ শাসক, সনাপতি ও ঐতিহাসিকদের নাম, ইউরোপীয় পর্যটক ও দূতের নাম, ইংরেজী গ্রন্থের নাম এবং ইংরেজ আমলের শাসন সংক্রান্ত কতকগুলি পরিভাষামুলক শব্দ সুবিধার খাতিরে ইংরেজীতে লিখিত হইয়াছে। <br> বিনয়ের সঙ্গে বলিতে চাই যে, বর্তমান গ্রন্থটি বিশেষ কোনো গবেষণাগ্রন্থ নহে; এইটি ছাত্র-ছাত্রীদের প্রয়োজন মিটাবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুসারে লিখিত। তবে এই গ্রন্থে সাধারণ পাঠকেরও কাজে লগিতে পারে।
এই পুস্তক রচনার ব্যাপারে আমার বন্ধুবর ড: মমতাজুর রহমান তরফদার (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) আমাকে নানাভাবে সাহায্য করিয়াছেন। এইজন্যে তাঁহার নিকট আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি। পরিশেষে এই পুস্তকটি প্রকাশ করিবার জন্যে কেন্দ্রিয় বাঙলা-উন্নয়ন-বোর্ডকে আমি ধন্যবাদ জানাইতেছি।
Title | : | ভারতে মুসলিম রাজত্বের ইতিহাস |
Author | : | এ.কে.এম. আবদুল আলীম |
Publisher | : | মাওলা ব্রাদার্স |
ISBN | : | 9844101476 |
Edition | : | 2019 |
Number of Pages | : | 390 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
If you found any incorrect information please report us