৳ ৬০০ ৳ ৫১০
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
দার্শনিকমাত্রই জগৎ জীবন সমাজ ও সংস্কৃতি নিয়ে ভাবেন, মানুষকে কল্যাণপথের দিগদর্শন দিয়ে থাকেন। দার্শনিকদের এই মহান উদ্যোগের ফলেই সুরিক্ষত হয় অতীতের সব অমূল্য কীর্তি, সুগম হয় সভ্যতা-সংস্কৃতির অগ্রগতির পথ। এজন্যই প্রত্যেক কৌতুহলী ব্যক্তির উচিত দর্শনের ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়া, শ্রেষ্ঠ দার্শনিকদের চরিতমানস ও জীবনদর্শন থেকে শিক্ষাগ্রহণ করা। একথা বলছি এজন্য যে, অতীতই আমাদের অগ্রগতির ভিত্তি। অতীতের যেসব বিশ্বাস, সংস্কার তথা মর্মান্তিক ঘটনা মানুষের প্রগতির পথে বিঘ্ন সৃষ্টি করেছে এবং অন্যান্য যেসব অর্জন মানুষের অগ্রযাত্রার পক্ষে সহায়ক হয়েছে, সেগুলােকে না জেনে আমরা আমাদের নিজেদেরও সঠিকভাবে জানতে পারব না। যেমন, খ্রিস্টপূর্ব যুগের এক বিশেষ পরিবেশে সূচিত হয় পাশ্চাত্য দর্শনের ইতিহাস, আবির্ভাব ঘটে সক্রেটিস প্লেটো এরিস্টটল প্রমুখ কিছু কালজয়ী দার্শনিক ও সমাজ সংস্কারকের। কিন্তু মধ্যযুগের ধর্মীয় শাসনের এক ভিন্নতর পরিবেশে, সামাজিক কর্তৃত্ব ও ধর্মীয় আধিপত্যের অনভিপ্রেত প্রভাবে স্তব্ধ হয়ে যায় স্বাধীন চিন্তার এই ধারা, মুক্তবুদ্ধি ও যুক্তিবাদী দর্শনের স্থান বহুলাংশে দখল করে নেয় কুসংস্কার ও বিশ্বাসকেন্দ্রিক ধর্মতত্ত্ব। সময়টা ছিল নিঃসন্দেহে শ্বাসরুদ্ধকর। কিন্তু এ গ্লানিকর অবস্থাও পারেনি চিরস্থায়ী হতে, বদলে যেতে বাধ্য হয় নতুন সময়ের প্রগতিশীল শক্তির অলঙ্ঘনীয় প্রভাবে।
জ্ঞানানুশীলন ও সত্যানুসন্ধানের দৃঢ় সংকল্প নিয়ে তখন এগিয়ে এলেন কিছু অকুতােভয় মনীষী এবং শত বাধাবিপত্তি অগ্রাহ্য করে, এমনকি প্রাণের বিনিময়ে, রুখে দাঁড়ালেন নির্বিচার বিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে। ফলে ক্রমশ পতন হলাে মধ্যযুগীয় স্কলাস্টিকবাদের এবং আবির্ভাব ঘটলাে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও যুক্তিবাদী দর্শনের আধুনিক ধারার। দর্শনের ইতিহাসের এই আঁকাবাঁকা পথের দিকে দৃষ্টি রেখেই রচিত হয়েছে বর্তমান গ্রন্থ এবং আলােচিত হয়েছে খ্রিস্টপূর্ব ষষ্টশতক থেকে শুরু করে আধুনিক ইউরােপীর রেনেসাঁ পর্যন্ত পরিব্যাপ্ত প্রায় আঠারােশ বছরের দর্শন।
Title | : | পাশ্চাত্য দর্শন প্রাচীন ও মধ্যযুগ |
Author | : | ড. আমিনুল ইসলাম |
Publisher | : | মাওলা ব্রাদার্স |
ISBN | : | 9847015602406 |
Edition | : | 7th Print, 2023 |
Number of Pages | : | 300 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
অধ্যাপক আমিনুল ইসলাম ১৯৪৩ সালে কুমিল্লা শহর - সংলগ্ন জামবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৮ সালে প্রবেশিকা এবং ১৯৬০ সালে আই. এ. পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ভর্তি হন এবং ১৯৬৩ সালে বি. এ. অনার্স ও ১৯৬৪ সালে এম, এ, ডিগ্রি লাভ করেন। উভয় পরীক্ষায়ই তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান দখল করেন। কলা অনুষদের অন্তর্গত সকল বিভাগের পরীক্ষার্থীদের মধ্যে অনার্স ও সাবসিডিয়ারি বিষয়ে সর্বোচ্চ নম্বর পাওয়ায় তিনি নীলকান্ত সরকার স্বর্ণপদক লাভ করেন। তিনি ১৯৭৩ সালে ব্রিটেনের। সেন্ট এনড্রজ বিশ্ববিদ্যালয় থেকে The Individual and the Absolute শীর্ষক থিসিসের ওপর পিএইচ, ডি. ডিগ্রি লাভ করেন। ড. ইসলাম ১৯৬৫ সালের ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষক হিসেবে যােগদান করেন এবং এখনও প্রফেসর পদে অধিষ্ঠিত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান, কলা। অনুষদের ডীন, উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের পরিচালক, সূর্যসেন হলের প্রভােস্ট, গােবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের পরিচালক, এশিয়াটিক সােসাইটি অব বাংলাদেশ-এর সহসভাপতি এবং বাংলাদেশ দর্শন সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেন। বর্তমানে তিনি উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্র এবং বাংলাদেশ দর্শন সমিতির সভাপতি। একজন লেখক হিসেবেও তিনি সুপরিচিত। তার কয়েকটি পাঠক। সমাদৃত গ্রন্থ : প্রাচীন ও মধ্যযুগের পাশ্চাত্য দর্শন, আধুনিক পাশ্চাত্য দর্শন, সমকালীন পাশ্চাত্য দর্শন, মুসলিম ধর্মতত্ত্ব ও দর্শন, জগৎ জীবন দর্শন, বাঙালির দর্শন; প্রাচীনকাল থেকে সমকাল, নীতিবিজ্ঞান ও মানবজীবন।
If you found any incorrect information please report us