৳ ২০০ ৳ ১৭৬
|
১২% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
মেঘা। উনিশ বছরের এক প্রত্যয়দীপ্ত তরুণী, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। মাত্র দেড় বছর বয়সে তার পিতার সঙ্গে মায়ের বিচ্ছেদ ঘটে। মায়ের দ্বিতীয় স্বামী আজিজ সাহেবকেই সে পিতা হিসেবে জেনেছে এবং অপার পিতৃস্নেহে বড় হয়েছে । তার জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপাের্টসহ সকল একাডেমিক সনদে সত্বাবারই নাম রয়েছে। মায়ের মৃত্যুর ছয় মাস পরে তার উনিশ বছর বয়সে আচমকা নেমে আসে কালােমেঘের ছায়া। আজিজ একদিন প্রকাশ করেন মেঘা তার সকন্যা। সত্ত্বাবার প্রস্তাবে মেঘার মাথায় আকাশ ভেঙে পড়ে। তার মস্তিষ্কের নিউরনে ঝড় ওঠে। সেই অপ্রতিরােধ্য ঝড়েও ছিড়ে যায়নি মেঘার জীবনের শেকড়; ক্রোমােজমের মৌলিক সুতাের গিঁট, সামাজিক বাঁধনও। এই দুর্বিনীত তরুণীর অন্তঃস্থল থেকে দাপিয়ে বেরােয় সমুদ্রের গর্জন, 'আমার আসল বাবাকে আমি দেখতে চাই!’ মেঘা এগিয়ে যেতে থাকে শেকড়ের সন্ধানে। আকস্মিক খােলা আকাশের দিকে তাকিয়ে তার মনে হলাে অসংখ্য ঘুড়ি সুতাের বাঁধন ছিড়ে এলােমেলাে উড়ে যাচ্ছে অসীম শূন্যে। আকাশে উড়ছে একঝাঁক পরিযায়ী পাখিও। ঘুড়ি উড়ছে তাদের সঙ্গে। ঘুড়ির বাঁধন নেই। পাখির ঝাঁকের মাধ্যে কি বাঁধন আছে একে অপরের জন্য? এমন সার বেঁধে কীভাবে উড়ে যায় তারা শূন্য আকাশে! কোথায় যায়? কোথায় তাদের ঠিকানা? বাঁধন-ছেড়া ঘুড়ির ঠিকানা নেই, পাখির ঠিকানা আছে। নিজেকে এ মুহূর্তে বাঁধন-ছেড়া উড়ে যাওয়া ঘুড়ির মতােই মনে হলাে। পাখিদের মতাে দল বেঁধে এ উড়াল পথে কি একসঙ্গেই থাকবে দুই যমজ শিশু, সৎ ভাই-বােন রােদ আর বৃষ্টি? নাকি তারাও উড়াল দেবে বড় হয়ে আপন পথে? নাকি আধেক জেনিটিক টানেও তারা থাকবে সাথে? নাকি একসঙ্গে থাকবে মমতা আর সামাজিক বাধনের মায়া জালে আটকে? বড় একটা দীর্ঘশ্বাস বেরােল মেঘার বুক চিরে । পাথরচাপা কষ্টটা নড়ে উঠলেও চাপ কমে গেল না। সে টের পেল পাথরে ফাটল ধরেছে। সেই ফাটল দিয়ে বেরােচ্ছে আগুনস্রোত-সােতের ওপর থেকে অন্যরকম হলুদাভ এক আভাও। সে-আভায় মেঘা আবিষ্কার করল আসল বাবার ঘরের আরেক আদুরে সৎবােন চাদনি ও ভার্সিটি প্রাঙ্গণের সহপাঠী মামুনকে । নানির ঢেলে দেওয়া অসীম সাহস আর আসল জন্মসনদ ক্রোমােজমের ব্লুপ্রিন্টের আলাে নিয়ে এগিয়ে যেতে থাকে সে; জয় করতে থাকে জটিল পথে গেঁড়ে থাকা তারকাটার মতাে সকল বাধা।
Title | : | তবুও বাঁধন |
Author | : | মোহিত কামাল |
Publisher | : | বিদ্যাপ্রকাশ |
ISBN | : | 9789849258810 |
Edition | : | 2017 |
Number of Pages | : | 111 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
মোহিত কামাল কথাসাহিত্যিক মোহিত কামাল, মা: মাসুদা খাতুন, বাবা: আসাদুল হক, স্ত্রী: মাহফুজা আক্তার মিলি, সন্তান: মাহবুব ময়ূখ রিশাদ ও জিদনি ময়ূখ স্বচ্ছ, জন্ম: ২ জানুয়ারি ১৯৬০,সন্ধীপ চট্টগ্রাম। শৈশব-কৈশোর: আগ্রাবাদ, চট্টগ্রাম ও খালিশপুর ,খুলনা। লেখালেখির মূল বিষয় : উপন্যাস ও গল্প।শিশুসাহিত্য রচনার পাশাপাশি বিজ্ঞান বিষয়ে গবেষণাধর্মী রচনা।এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ৪৩(১৫ উপন্যাস,১০ গল্পগুচ্ছ ও অন্যান্য)। লেখক নাম : মোহিত কামাল সংগঠক :সম্পাদক ,শব্দঘর (সাহিত্য-সংস্কৃতির মাসিক পত্রিকা),জীবনসদস্য, বাংলাডেমি; প্রথম আলোর মাধকবিরোধী আন্দোলনের উপদেষ্টা পরিষদের সদস্য; ‘প্রবাল কচি-কাঁচার মেলার সাবেক পরিচালক। পুরস্কার/পদক: সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৪; এম নুরুল কাদের ফাউন্ডেশন ,শিশুসাহিত্য পুরস্কার ১০১২; ময়মনসিংহ সংস্কৃতি পুরস্কার ১৪১৬; এ-ওয়ান টেলিমিডিয়া স্বাধীনতা অ্যাওয়ার্ড্ ২০০৮; বেগম রোকেয়া সম্মাননা পদক ২০০৮; সাপ্তাহিক নর্থ্ বেঙ্গল এক্সপ্রেস –পদত্ত ;}স্বাধীনতা সংসদ নববর্ষ্ পুরস্কার ১৪১৫’। পাঠ্যসূচিতে উড়াল বালক : লেখকের এ কিশোর উপন্যাসটি স্কলাস্টিকা স্কুলের গ্রেড সেভেনে ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্র-এর পাঠ্যভ্যাস উন্নয়ন কর্মসূচি (SEQAEP)কর্ত্কও নির্বাচিত হয়েছে। পেশাগত ক্ষেত্রে কৃতিত্ত: ওয়ার্ল্ড সাইকিয়াট্টিক অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত জাপানে ১২তম ওয়ার্ল্ড কংগ্রেস অব সাইকিয়াট্টির ফেলোশিপ প্রোগ্রামে বিশ্বের প্রথম সেরা ফেলো হিসেবে কৃতিত্ব অর্জ্ন । পেশাগত ক্ষেত্রে : মনোচিকিৎসক, মনোশিক্ষাবিদ, সাইকিয়াট্টিক, ও সাইকোথেরাপিস্ট ।প্রফেসর আ্যান্ড হেড অব সাইকোথেরাপি,একাডেমিক কোর্স্ ডিরেক্টর (এমডি-সাইকিয়াট্টি),জাতীয় মানসিক স্বাস্হ্য ইনস্টিটিউট,ঢাকা ।
If you found any incorrect information please report us