৳ ২৫০ ৳ ২১৩
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
কিশোরগল্প লেখা হয় কিশোর-পাঠক তথা ছোটদের কথা ভেবেই। তাই বলে বড়দের পড়তে মানা নেই মোটেই। ওটা করে বড়রা। পাতা ওল্টানো দূরের কথা, বড়দের অনেক বই ছোটদের জন্যে ছুঁয়ে দেখাও নিষেধ। ছোটদের বইয়ের জগতে এমন বিশ্রী নিষেধাজ্ঞার পাঁচিল কোথাও নেই। উঁকি দেওয়া শুধু নয়, যে কেউ বুক ফুলিয়ে ঢুকতে পারে এ রাজ্যে। এ জন্যে প্রয়োজন শুধু শিশুর সারল্যমাখা সংবেদনশীল অন্তর আর সহজ-সরল উদার দৃষ্টিভঙ্গি।
বিচিত্র বর্ণে বর্ণিল কিশোর ভুবন। কত না উৎসাহ, উদ্দীপনা, কৌতূহলে ভরা দুরন্ত কিশোরবেলা! কত না অনুভূতিপ্রবণ সংবেদনশীলতা! কৈশোরের বেশিরভাগ সময় কাটে ইশকুলে। বন্ধুদের সঙ্গে হই চই, খেলাধুলা, লেখাপড়া, ইশকুলের টিচার এমনকি ভালোমানুষ দপ্তরিটি পর্যন্ত তাই কিশোরগল্পের চরিত্র হয়েছে, বিষয়বস্তু হয়েছে। ইশকুলের বাইরে থাকে পারিবারিক পরিমন্ডল। সেখানে নিতান্ত আপনজনদের সঙ্গে অভিমান, দুষ্টুমি, খুনসুটি মিলিয়ে রচিত হয় মধুর স্মৃতি।
কিশোরগল্পে সেই সব স্মৃতির প্রজাপতি ডানা ঝাপটায়, উড়ে উড়ে যায়। অসম্ভবকে সম্ভব করারও দুঃসাহসিক স্বপ্ন দেখে কিশোরেরা। স্বপ্নভঙ্গের বেদনার অভিঘাত যেমন কিশোরমানসে ঢেউ তোলে, আবার ঘুরে দাঁড়াবার প্রতিজ্ঞাও তেমনই অঙ্কুরিত হয় কিশোর মনোভূমিতেই। এই সব মিলিয়ে রফিকুর রশীদের বিপুল বিচিত্র কিশোরগল্পের ভুবন থেকে বাছাই করা ২৬টি গল্পের এক অনবদ্য সংকলন ‘সেরা কিশোরগল্প’।
Title | : | সেরা কিশোরগল্প |
Author | : | রফিকুর রশীদ |
Publisher | : | মূর্ধন্য |
ISBN | : | 9789845042444 |
Edition | : | 2017 |
Number of Pages | : | 160 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
রফিকুর রশীদ জন্মগ্রহণ করেন ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর, মেহেরপুরে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষে ১৯৮৩ সালে সিলেটের এক চা-বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে শুরুহয় তার কর্মজীবন। মন টেকে না চা-বাগানে। অচিরেই যোগ দেন কলেজ শিক্ষকতায়। এখনও আছেন সেই প্রিয় পেশাতেই, মেহেরপুরের গাংনী কলেজে। একান্ত নিভৃতে কাব্যচর্চা দিয়ে লেখালেখির সুত্রপাত হলেও সত্তর দশকের শেষভাগে পত্র পত্রিকায় গল্প লিখেই রফিকুর রশীদের আত্মপ্রকাশ সাহিত্যজগতে। প্রথম গল্পটি লেখেন ছোটদের জন্যে। তারপর দেশের প্রায় সকল উল্লেখযোগ্য কাগজে বিরামহীন লিখে চলেছেন গল্প আর গল্প, সঙ্গে উপন্যাসও। ছোটদের বড়দের সকলের জন্যে। জীবনের সামান্য ঘটনাও শৈল্পিক বর্ণনা এবং বুনুন নৈপুন্যের কারণে তাঁর গল্পে অসামান্য মর্যাদা লাভ করে। চরিত্র চিত্রণ ও বর্ণনার বিশ্বস্ততাই কথাশিল্পী হিসেবে তাকে এনে দিয়েছে বিশিষ্টতা। ছোটদের জন্যে লেখা গল্প এবং উপন্যাসে রফিকুর রশীদ এনেছেন বিপুল বিষয়বৈচিত্র্য। প্রিয় প্রসঙ্গ মুক্তিযুদ্ধ তো আছেই, বিপুল উৎসাহ-উদ্দীপনা-কৌতুহলে ভরা, বিচিত্র বর্ণে বর্ণিল ছোটদের নিজস্ব। ভুবনের আলোচনা উপস্থাপন ঘটে চলেছে তাঁর লেখা শিশু ও কিশোর সাহিত্যে। বাংলাদেশ শিশু একাডেমী থেকে মুক্তিযুদ্ধভিত্তিক গল্পগ্রন্থ ‘প্রভাতফেরি’ প্রকাশের পর শিশুসাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে রফিকুর রশীদ অর্জন করেন এম. নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার এবং কাজী কাদের নওয়াজ শিশুসাহিত্য সম্মাননা।
If you found any incorrect information please report us