৳ ৩৫০ ৳ ২৯৮
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
কথা বলা পাখিকে রাজা কিছুতেই হাতছাড়া করতে চাইলেন না। কী করা যায় তবে ? মন্ত্রীবর্গের পরামর্শ চাইলেন রাজা। মন্ত্রীগণ পরামর্শ দিলেন চার পাশে উঁচু করে বেড়া দিয়ে পাখিটাকে মাঝখানে ছেড়ে দেয়া হােক। তাই করা হল। কিন্তু দুঃখের কথা হল যে, পাখিটা বেড়ার উপর দিয়ে উড়ে গেল। বিজ্ঞ মন্ত্রীপরিষদ আফসােস করে বললেন, বেড়াটা যথেষ্ট উঁচু করা হয় নি। প্রকৃতি কিন্তু হিমালয় পর্বতশ্রেণিকে সত্যিই যথেষ্ট উঁচু করে গড়েছেন। ভারত মহাসাগর থেকে উড়ে আসা মেঘ-পাখি কিন্তু এ বেড়া ডিঙিয়ে ওপারে যেতে পারে না এক ফোঁটাও। সব বৃষ্টি হয়ে ঝরে পড়ে হিমালয়ের কোলে। আর এই বৃষ্টি ঝরা জলের প্রায় পুরােটাই বাংলাদেশের উপর দিয়ে গড়িয়ে আবার সাগরে ফিরে যায়। জলের এই আসা যাওয়ার খেলা চলছে সেই অনন্ত কাল থেকে। এই জলের সাথে বয়ে আসা পলিমাটি দিয়েই বাংলাদেশের অধিকাংশ ভূমি সাগরের বুকে জেগে উঠেছে। উত্তর-পূর্ব এবং পূর্ব-দক্ষিণ দিকে সামান্য যেটুকু পাহাড়িয়া ভূমি সেটুকু হিমালয় পর্বত সৃষ্টি হবার কালে একই প্রক্রিয়ায় সৃষ্ট। দৃষ্টি-জোড়া দৈনন্দিন দৃশ্যাবলী থেকে ভিন্নতর বৈশিষ্ট্যমন্ডিত দৃশ্য এবং অদেখা বস্তু ও প্রাণী মানুষের কাছে আকর্ষণীয়। দর্শনীয় দৃশ্য বা বস্তু মানুষকে আকর্ষণ করে। এই দর্শনীয় দৃশ্য ও বস্তু দেখার জন্য মানুষ নিজ আবাস ছেড়ে দূর-দূরাস্তে পাড়ি জমায়। এ সব মানুষকে আমরা পর্যটক বলি। দর্শনীয় স্থান ও বস্তুকে মােটাদাগে দুই ভাগে ভাগ করা যায়। এক- মানবসৃষ্ট, যেমন যাটগম্বুজ মসজিদ, আগ্রার তাজমহল; দুই- প্রকৃতিসৃষ্ট, যেমন কক্সবাজার সমুদ্রসৈকত, নায়াগ্রা জলপ্রপাত। মানুষ অনুভূতিপ্রবণ ও আবেগতাড়িত প্রাণী । এই আবেগের তাড়না থেকেও একজন মানুষ পর্যটক হতে পারে। যেতে পারে দূরে, পাড়ি দিতে পারে দুর্গম পথ। যেমন মুসলমানদের হজব্রত পালন, হিন্দুদের কাশীধাম গমন। আরেকটা বিষয় মানুষকে খুব টানে সেটা হল মানুষের সমাবেশ।
Title | : | বাংলাদেশে : ঐতিহ্য ও পর্যটন |
Author | : | আদিত্য অনীক |
Publisher | : | আদিত্য অনীক প্রকাশনী |
ISBN | : | 9789849241300 |
Edition | : | 2016 |
Number of Pages | : | 159 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
আদিত্য অনীক বর্তমান বাংলাদেশের অন্যতম প্রতিশ্রুতিশীল কবি, ঔপন্যাসিক এবং ছড়াকার । তার জন্ম ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় । কর্মজীবনের পাশাপাশি সাহিত্য চর্চা চালিয়ে গেছেন নীরবে । সাহিত্যের বিভিন্ন শাখায় তার দৃপ্ত পদচারণা । বিগত পনেরো বছর যাবৎ তিনি সাহিত্যের সকল মাধ্যমেই অনবরত লিখে যাচ্ছেন । তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সমুহ হলো:- বেদনার নিঃশব্দ কোলাহল, পাললিক গেরস্থালি, সীমানা বাড়িয়ে দাও, নিষিদ্ধ নন্দিনী ইত্যাদি । উপন্যাসসমূহের মধ্যে আকাশ প্রিয়তি, উত্তরের সেক্টর, টাঙ্গুয়ার প্রেতাত্মা, পাহাড় নদী ও মাধবী, ইবনে বতুতার দাসী, অভিসার, প্রত্যাশা এখন হৃদয়ের কাছে ইত্যাদি । নীল কঠুরির ভুত ও ভয়ঙ্কর মধুপুর তার কিশোর উপন্যাস । ভালো খোকা , ছন্নছাড়া ছড়া তার ছড়া গ্রন্থ । এ ছাড়া , আদিত্য অনীকের অনুকাব্য, ঋদ্ধ কৃষ্ণচূড়া তোমাকে ইত্যাদি তার বিশেষায়িত কাব্যগ্রন্থ ।
If you found any incorrect information please report us