৳ ৪০০ ৳ ৩৪০
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
‘অলাতচক্র’ উপন্যাসটি মুক্তিযুদ্ধকালে কলকাতায় আশ্রয়রত প্রায় এক কোটি শরণার্থী; যাদের মধ্যে ৮০ লক্ষ হিন্দ এবং বিশ লক্ষ মুসলমান ছিল-সে শরণার্থীদের মানবেতর জীবন সম্পর্কে ক্ষীণ ছায়াপাতের সাথে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে কলকাতায় ট্রেনিং নিতে যাওয়া ট্রেনিং ক্যাম্পের যুবক ও অন্যান্য মানুষদের সংগ্রাম এবং তাদের উচ্চকিত হয়ে ওঠা অসহায়ত্ব বর্ণনার সাথে সাথে তায়েবা নাম্নী এক প্রগতিশীল দেশপ্রেমিক যুবতীর অসুস্থতায় নিঃশেষ হয়ে মৃত্যুবরণের কথা উপন্যাসােচিতভাবে উপস্থাপিত হয়েছে। উত্তমপুরুষে বর্ণিত ‘আমি’ চরিত্রটি লেখক নিজে এবং তিনিই এ উপন্যাসের নায়ক। মুক্তিযুদ্ধের কারণে পাকিস্তানি সৈন্যদের দ্বারা নিগৃহীতা যুবতী কলকাতার পি.জি, হাসপাতালে চিকিৎসারতা তায়েবা-এ উপন্যাসের নায়িকা। লেখকের সাথে তায়েবার চার বছরের একটি মানসিক সম্পর্ক ছিল; লেখক কলকাতায় তাকে হাসপাতাল থেকে খুঁজে বের করেছেন। তায়েবা, যার ব্যক্তিত্ব প্রবল এবং প্রখর; কারাে কাছে সে কোনাে অধিকার খাটায় না-লেখকের কাছে সে ভাত ও মাছ রান্না করে নেওয়ার অধিকার খাটিয়েছে। তায়েবা মনে-প্রাণে লেখককে ভালােবাসত । লিউক্যামিয়া রােগে তায়েবা নিঃশেষিত হয়ে যাচ্ছিল; অর্চনা নামী এক অধ্যাপিকা এবং পত্রিকা সম্পাদকের সাথে লেখকের যােগাযােগ ও অন্তরঙ্গতার সূত্র যখন তায়েবাকে ঈর্ষান্বিত করে তুলছিল তখনই শুধু এতদিন ঈর্ষাহীন এবং পার্টিগত প্রাণ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যুবতী তায়েবা লেখকের প্রতি নির্ভরশীল এবং সমর্পণপ্রবণ হয়ে উঠেছিল। তায়েবার বােন ডােরা, তার ভাই হেনা, ভােরার স্বামী জাহিদুল, ডা. মাইতি, তায়েবার মা, মাসুদ, খােরশেদ, সুনীল, শেখ মুজিব, অধ্যাপক নরেশ, ইয়াহইয়া, শরণার্থীবৃন্দ, ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযােদ্ধবৃন্দ, আপামর স্বদেশপ্রেমী বাঙালি-তার উপন্যাসের মধ্যে প্রত্যক্ষ-পরােক্ষ ভূমিকা রেখেছে। প্রগতিশীল মুক্তমনা ও ব্যক্তিত্বশালী তায়েবার প্রতি লেখক-চরিত্রটির অর্থাৎ দানিয়েলের গভীর প্রেমপ্রবণতামূলক মূলকাহিনীর সাথে সম্পর্কিত করে অন্যান্য চরিত্রের সংযােগের মাধ্যমে উপন্যাসটির আঙ্গিক-কাঠামাে গড়ে উঠেছে।
Title | : | অলাতচক্র |
Author | : | আহমদ ছফা |
Publisher | : | হাওলাদার প্রকাশনী |
ISBN | : | 97898489645061 |
Edition | : | 2nd Published, 2023 |
Number of Pages | : | 160 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
আহমদ ছফা (জন্ম- ৩০ জুন, ১৯৪৩ - মৃত্যু- ২৮ জুলাই, ২০০১) একজন বাংলাদেশি লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী ছিলেন।বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরে রচিতবুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস (১৯৭২) প্রবন্ধগ্রন্থে আহমদ ছফা বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতের মানচিত্র অঙ্কন করেন। আহমদ ছফা এর বই সমূহের মাঝে ওঙ্কার, অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, বাঙালি মুসলমানের মন, যদ্যপি আমার গুরু, গাভী বিত্তান্ত প্রভৃতি উল্লেখযোগ্য। এই পাঠকনন্দিত সাহিত্যিক ২০০১ সালের ২৮ জুলাই ৫৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। সাহিত্যে অবদানের জন্য তিনি ২০০২ সালে বাংলাদেশ সরকার কর্তৃক মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।
If you found any incorrect information please report us