খনার বচন কৃষি ও কৃষ্টি (হার্ডকভার) | Khonar Bochon Krishi O Kristy (Hardcover)

খনার বচন কৃষি ও কৃষ্টি (হার্ডকভার)

৳ 400

৳ 340
১৫% ছাড়
Quantity

0

৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY

প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়;  ১১৯৯+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৬৯৯+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER

বই সংক্ষেপ
লেখক

ভূমিকা বাংলাদেশের কৃষির ইতিহাস সুপ্রাচীন। আর্য আগমনের পূর্ব থেকে ইংরেজ আমল পর্যন্ত এদেশের কৃষি-সভ্যতার ক্রমবিকাশ এ গ্রন্থের প্রথম দুই পরিচ্ছেদে সন্নিবেশিত। খনার বচনে এ দেশের আদি কৃষি বিজ্ঞান। এদেশের একটি প্রাচীন জ্যোতিষ ও হোরা শাস্ত্রও বটে। গণ স্বাস্থ্য বিজ্ঞানও বলা চলে। খনার বচন চাষাবাদ, গার্হস্থ্য জীবন ও পশুপান সম্পর্কে নির্দেশাবলী সুশৃংখলভাবে বর্ণিত।অতি প্রাচীন কাল থেকে এদেশের জগৎ ও জীবন দর্শন কৃষি ভিত্তিক হয়ে গড়ে উঠেছে। ফলে, এ দেশের সভ্যতা ও সংস্কৃতিতে খনার বচনের অবদান অপরিসীম।
খনার বচন শুধু প্রাচীন ফসলাদি সম্পর্কেই জানা যায়।ধান ও কলা সম্পর্কে অধিক বচন রয়েছে। তন্মধ্যে ধান সম্পর্কে বেশি।
এ গ্রন্থের তৃতীয় পরিচ্ছেদে খনার কাল, পরিচিতি, ঐতিহাসিক এবং খনার বচনের নৃতাত্তিক,ভাষাতাত্ত্বিক ও অর্থনৈতিক বিশ্লেষণ প্রদত্ত। এতে আমাদের ভাষা সাহিত্য ও কৃষ্টি সম্পর্কে প্রাসংগিক আলোচনা রয়েছে। পরবর্তী কোন গবেষক ওদিকে পূর্ন গবেষণা চালিয়ে এ সম্পর্কে আরও বেশি তথ্য পরিবেশন করতে পারেন।
এককালে খনা সম্পর্কে  নানা কিংবদন্তী ছিল। এ গবেষণা কাজে, খনা-অস্তিত্ব ও ঐতিহাসিক ভিত্তি যথাসম্ভব বৈজ্ঞানিক দৃষ্টিতে বিচার করার চেষ্টা হয়েছে। গ্রন্থের চূড়ান্ত রূপ প্রণয়নেরপুর্বে কলকাতা , বাংলাদেশে এশিয়াটিক সোসাইটি, কৃষি বিশ্ববিদ্যালয় ও অন্যত্র অর্ধ ডজনের মত সেমিনার প্রদত্ত হয়েছিল। এসব আলোচনা-সভায় ব্যক্ত পণ্ডিতদের অভিমত গ্রাহ্য করা হয়েছে।
তথ্য সংগ্রহের জন্য আমি উড়িষ্যায় একপক্ষকাল , তেলেগু তামিল ভাষী অঞ্চলে একপক্ষক ও বালান্দা প্রত্ন সংগ্রহশালায় একপক্ষকার অবস্থান করেছি। উল্লেখ্য যে, উড়িষ্যায় খনার বচনের প্রভাব আজও খুব বেশি এবং চন্দ্রকেতুগড়ে ( যেখানে বালান্দা প্রত্ন সংগ্রহশালা প্রতিষ্ঠিত) উৎখননে খনা-মিহিরের বাসভবন আবিষ্কৃত।
খনার বচন প্রাচীন হলেও এর ভাষায় অধুনা প্রাচীনত্বের ছাপ কম। এর ভাষা, ছন্দ ,ব্যাকরণ ও ধ্বনিতত্ত্বে আজও যা কিছু প্রাচীন অবশিষ্ট তা একটি বিশেষ অধ্যায়ে আলোচিত।তাই বোধ করি ছিল এককালে খনার বচনের আদি ভাষা ব্যাকরণ ও ধ্বনিতত্ত্ব। খনার বচনের শব্দকোষও সন্নিবেশিত। দুর্বোদ্য, প্রাচীন ও অপ্রচলিত ,শব্দাদি শুধু এতে স্থান পেয়েছে। উড়িয়া ও বাংলা খনার বচনে সাদৃশ্য-বৈশাদৃশ্য কোথায় , এ সম্পর্কেও একটি ক্ষুদ্র পরিচ্ছেদ সংযোজিত।তদুপরি সংকলন অংশের যথাস্থলে এ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আছে।
গ্রন্থের একটি বিরাট অংশ জুড়ে খনার বচনের সংকলন। এতে শুধু খনার বচনা্‌ই সংকলিত হয়নি ,বরং খনার বচনের উড়িয়া পাঠ সহ বিভিন্ন পাঠান্তর প্রদত্ত্ এবং সঠিক পাঠ নির্ধারণ করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট বিষয়ে ঘাঘ ও ভড্ডরীর বচন, কানাড়া,তেলেগু,নেপালি, ও কিছু জাপানি প্রবাদ -প্রবচন এবং বাংলা উড়িয়া   ও অহমিয়া ডাকের কথাও উদ্ধৃত এবং তুলনামূলক আলোচনা করা হয়েছে। এবং প্রাপ্ত প্রাসংগিক তথ্যাদিও পরিবেশিত। সংকলনের পূর্বে প্রদত্ত খনার বচনের সংক্ষিপ্ত সার খনার বচনের উপলব্ধিকে সহজ করবে।
বর্তমান গ্রন্থটি পূর্বোল্লিখিত প্রকাশিত অভিসন্দর্ভের ব্যাপক পরিবর্তন নব রূপায়ন।

Title:খনার বচন কৃষি ও কৃষ্টি (হার্ডকভার)
Publisher: আফসার ব্রাদার্স
ISBN:9848005943
Edition:2017
Number of Pages:416
Country:Bangladesh
Language:Bengali
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0