৳ ১০০০ ৳ ৮৫০
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
পুরনাে ঢাকা নিয়ে শিল্পীদের আঁকা বা আলােকচিত্রশিল্পীদের তােলা ছবির সংখ্যা হাতে গােনা। শিল্পীদের আঁকা ছবির মধ্যে ড’য়লির আঁকা কিছু ছবি ও অজানা শিল্পীর আঁকা নদী তীরের দশ্যই ছিল সম্বল। অন্তর্জালের কারণে নতুন কিছু ছবি বর্তমানে চোখে পড়ছে। ঢাকা/পূর্ববঙ্গ নিয়ে বৃটিশ চিত্রকরদের আঁকা ছবি নিয়ে লেখার ইচ্ছে বহুদিনের। সেই প্রকল্পের একটি অংশ নিয়ে বর্তমান বইঢাকার লালবাগ ও বড় কাটরা।
আমার অনুজপ্রতিম বন্ধু কবি তারিক সুজাত এ বছর থেকে নতুন ধরনের কিছু বই প্রকাশের পরিকল্পনা করেন জার্নিম্যান বুকস থেকে। প্রধানত তার ইচ্ছা পূরণের জন্য এই বইয়ের পরিকল্পনা করি। এ বইয়ের অনেক অংশ ঢাকা বিষয়ক আমার লেখা বিভিন্ন বইয়ে আছে। নতুন করে লিখতে হয়েছে শুধু চিত্রকলার অংশটুকু। যে সব ছবি পেয়েছি লালবাগ ও কাটরা সম্পর্কিত সেগুলির ভিত্তিতে বইটি রচিত হলাে। লালবাগের বিভিন্ন স্থাপত্যিক নকশা নেয়া হয়েছে ট্রাডিশনাল ফটো গ্যালাটি প্রকাশিত নাজলি চৌধুরী ও বাবু আহমেদ-এর মুঘল মনুমেন্টস্ অব বাংলাদেশ (২০০৬) গ্রন্থ থেকে এবং বেশ কিছু স্কেচ নেয়া হয়েছে ডেলভিস্তা ফাউন্ডেশন প্রকাশিত মাহবুবুর রহমান লিখিত সিটি অব অ্যান আর্কিটেক্ট (২০১১) গ্রন্থ থেকে। স্কেচগুলি একেছো মাহমুদুর রহমান মাসুম, মাহবুবুর রহমান ও প্লাবন। আর এখানে যে সব ছবি মুদ্রিত হলো তার বড় একটি অংশ আমার বিভিন্ন বইয়ে ছাপা হয়েছে। বাকি ছবিগুলি অন্তর্জাল থেকে সংগ্রহ করা।
এ বই বিন্যস্তকরণে তারিক ছাড়াও জানিম্যান-এর কর্মী মােস্তাফিজুর রহমান ও আক্তার হােসেনও প্রচুর পরিশ্রম করেছেন। তাদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই শিল্পী ও আলােকচিত্রীদেরও যাদের ছবির প্রতিচিত্র বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এখানে ছাপা হয়েছে। এই বইয়ের আলােকচিত্র অংশে লালবাগ দুর্গের রাতের ছবিগুলাে তােলা হয়েছে নাসিরুল হক-এর কেল্লা লালবাগ ‘লাইট অ্যান্ড সাউন্ড শাে শুরু হওয়ার পর। আলােকচিত্রগুলাে তুলেছেন আলােকচিত্রী তামিম সুজাত ও মনিরুল হক সুমন।
ঢাকার মুঘল যুগের দু’টি উল্লেখযােগ্য প্রত্নসম্পদ বড় কাটরা ও লালবাগ দুর্গ। শেষােক্তটি এখন সংরক্ষিত। আমাদের দাবি, সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার আগে বড় কাটরা দখলদারদের হাত থেকে মুক্ত করে সংরক্ষিত করা হােক। তাহলে তা শুধু প্রত্নসম্পদই রক্ষা করা হবে না, পর্যটক ও ঢাকাবাসীর জন্যও জানা ও তা হবে একটি দর্শনীয় স্থান । ------ মুনতাসীর মামুন।
Title | : | ঢাকার লালবাগ ও বড় কাটরা |
Author | : | মুনতাসীর মামুন |
Publisher | : | জার্নিম্যান বুকস |
ISBN | : | 9789849144076 |
Edition | : | 2015 |
Number of Pages | : | 132 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
মুনতাসির মামুন একজন বাংলাদেশী প্রখ্যাত লেখক, ইতিহাসবিদ, পণ্ডিত, ধর্মনিরপেক্ষবাদী, কলাম লেখক এবং শিক্ষাবিদ। তিনি পাঁচ দশক ধরে নিরলসভাবে লিখে চলেছেন। তিনি ইতিহাসবিদ হিসাবে শ্রদ্ধেয়। ইতিহাস, মুক্তিযুদ্ধ, ঢাকা শহর, উনিশ শতকের প্রকাশনা ও পত্র-পত্রিকা, সিভিল ব্যুরোক্রেসি এবং তাঁর রচিত অন্যান্য বিবিধ থিম ভিত্তিক বই দেশ ও বিদেশে রেফারেন্স হিসাবে ব্যবহৃত হচ্ছে। সাহিত্যে বিশেষত্বের জন্য তাঁকে বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার, একুশে পদক এবং এ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ পুরষ্কার প্রদান করা হয়েছে।
If you found any incorrect information please report us