৳ ১৫০ ৳ ১৩২
|
১২% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
প্রিয় বন্ধুরা,
একাত্তরের যীশু' নামের গল্পটা প্রথম ছাপা হয়েছিলো '৭৩ সালের দৈনিক বাংলায়। তারপর বাংলা একাডেমীর একটা সংকলনে এবং সবশেষে বইয়ে ছাপা হয়েছে "৮৫ সালে। বই বেরুনাের পর অবশ্য এমন অনেক সংকলনে ছাপা হয়েছে, যার নাম মনে নেই। বহুদিন পর এ বইয়ের চতুর্থ সংস্করণ ছাপা হলাে। চার বছর আগে আমার বন্ধু ঢাকা থিয়েটারের নাসিরউদ্দিন ইউসুফ যখন সাংবাদিকদের বললাে, একাত্তরের যীগু' গল্পটা নিয়ে ছবি বানাবে, তখন কোন এক পত্রিকায় খবর বেরিয়েছিলাে। এটা নাকি নকল গল্প, কলকাতায় নাকি '৮৭ সালে একটা নাটক হয়েছে-ঠিক এরকম। আমি বুঝতে পারলাম না কলকাতায় ৮৭ সালে যে এ রকম নাটক লেখা হবে সেটা আমি '৭৩ সালে জানলাম কি ভাবে! আমাদের অনেক সমালােচক বা সাংবাদিক এটা কখনও ভাবতেই পারেন না যে, কলকাতার লেখকরাও আমাদের দ্বারা প্রভাবিত বা অনুপ্রাণিত হতে পারেন এবং সুযােগ পেলে আমাদের লেখা নকলও করতে পারেন। ছবি করার সময় পরিচালক নাসিরউদ্দিন ইউসুফ আমাদের বলেছিলাে, গল্পটা বড় করে একটা চিত্রনাট্য লেখার জন্য। ওর কথা মতাে আরও কয়েকটা চরিত্র মূল গল্পের সঙ্গে যুক্ত করে একটা চিত্রনাট্য আমি লিখেছিলাম বটে ওটা পরিচালকের পছন্দ হলাে না। আমার বাড়তি গল্পের কিছুটা রেখে ও নিজের মতাে করে কাহিনী বাড়ালাে, যেটা আবার আমার পছন্দ হলাে না। তবু ওটা মেনে নিতে হয়েছে, কারণ ছবিতে পরিচালকই সব। ভেবেছিলাম একাত্তরের যীশু'র নতুন সংস্করণ যখন বেরুবে তখন আমি পরে যা এ গল্পের সঙ্গে যােগ করেছিলাম সেটা রেখে দেবাে। লিখতে গিয়ে মনে হলাে মূল গল্পটা ছােটদের জন্য লেখা, আর আমি ছবির জন্য যা বাড়িয়েছিলাম তার সবটুকু ছােটদের গল্পের উপযােগী নয়। তাই এখানে শুধু বােবা মেয়েটার অংশটুকু যােগ করণাম। ছবিতে পরিচালক মেয়েটাকে মেরে ফেলেছেন, আমি কিন্তু মারতে চাইনি। আমি দেখাতে চেয়েছিলাম এই মেয়েটাই আমাদের স্বাধীনতার প্রতীক। চিত্রনাট্য আমার পছন্দ মতাে না হলেও একাত্তরের যীশু' ছবি হিসেবে দেশে বিদেশে প্রচুর প্রশংসা কুড়িয়েছে। এর জন্য নাসিরউদ্দিন ইউসুফ আমাদের সকলের অভিনন্দন পাওয়ার যােগ্য। এ বইয়ের অন্য গল্পগুলাে '৬৮ থেকে '৭৩ সালের ভেতর লেখা ছাপা হয়েছে তখনকার 'কচি ও কাঁচা ও টাপুর টুপুর পত্রিকায়। এত সুন্দর পত্রিকা আর হলাে না! --- শাহরিয়ার কবির
Title | : | একাত্তরের যীশু |
Author | : | শাহরিয়ার কবির |
Publisher | : | চারুলিপি প্রকাশন |
ISBN | : | 9845980945 |
Edition | : | 2018 |
Number of Pages | : | 80 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
শাহরিয়ার কবির বাংলাদেশের একজন খ্যাতিনামা লেখক, সাংবাদিক, ডকুমেন্টরী চলচ্চিত্র নির্মাতা। ১৯৫০ খ্রীস্টাব্দের ২০ নভেম্বর তিনি ফেনীতে জন্মগ্রহণ করেন। লেখক হিসাবে তার প্রধান পরিচয় তিনি একজন শিশুসাহিত্যিক। তার নির্মিত প্রামাণ্যচিত্রের মধ্যে জিহাদের প্রতিকৃতি অন্যতম।১৯৯২ সাল থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষ শক্তির বিরূদ্ধে কাজ করে চলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিক শিক্ষা সম্পূর্ণ করে শাহরিয়ার কবির ১৯৭২ সালে সাপ্তাহিক বিচিত্রায় সাংবাদিক হিসেবে যোগদান করেন এবং ১৯৯২ সাল পর্যন্ত নির্বাহী সম্পাদক পদে থাকেন। তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এর সাথে যুক্ত আছেন। শাহরিয়ার কবির বলেনঃ“ মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ধ্বংস করা যায় না। বাংলাদেশে অধিকাংশ সময় নেতৃত্ব দিয়েছে ৭১’র পরাজিত শক্তি। তারা মুক্তিযুদ্ধের সব কিছু ধ্বংস করতে চেয়েছে কিন্তু পারেনি। তিনি বলেন, দেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চায়। মহাজোট সরকার যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করেছে। আমরা বিশ্বাস করি ২০১৩ সালের মধ্যে শীর্ষ স্থানীয় যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব হবে।
If you found any incorrect information please report us