৳ ২৫০ ৳ ২১৩
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রকৃত অর্থেই গণযুদ্ধ। এ যুদ্ধ শুধুমাত্র সামরিক যুদ্ধ নয় জনগণের যুদ্ধ। এ যুদ্ধ বাঙ্গালী জাতির অস্তিত্বের লড়াই। প্রশিক্ষনপ্রাপ্ত ৬ হাজার সেনা অফিসার নিয়ে গড়ে ওঠে নিয়মিত বাহিনী। পাকিস্তানি সেনা কাঠামোয় গড়ে ওঠা অফিসারদের কতিপয় ব্যতিক্রম ব্যতীত অধিকাংশ সেনাকর্মকর্তাদের মুক্তিযুদ্ধে যোগ দিতে হয়েছে, যেমন জেনারেল ওসমানী বলেছেন, “এদের উপর আক্রমণ না হলে সম্ভবত এরা ‘নিরপেক্ষই থাকতেন।” মুক্তিযুদ্ধ ছিলো রাজনৈতিক যুদ্ধ আর এরা ছিলেন রাজনীতি থেকে যোজন যোজন দূরে।
অথচ অনিয়মিত বাহিনী যারা গেরিলাযোদ্ধা তারা এসেছে রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে, জীবন-যুদ্ধে লড়তে গিয়ে শিখেছে স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জড়িয়ে আছে জাতির অস্তিত্ব, বাঁচা মরার প্রশ্ন। এবং বেকারত্ব, দারিদ্র্য ও শোষণের চক্রকে ছিন্ন ভিন্ন করার প্রতিজ্ঞা। তারা এসেছে বঙ্গবন্ধুর ডাকে, তার প্রেরণায়, নির্দেশে ও আদর্শে উজ্জীবিত হয়ে। এদের সংখ্যা কমপক্ষে দু’লক্ষ। শত্রু হননের পদচারণায় বাংলাদেশের প্রতিটি জনপদ ছিলো কম্পিত। তাদের অকস্মাৎ আক্রমণে হানাদারবাহিনী ছিলো ভীত, সন্ত্রস্ত। পূর্বাঞ্চলে পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল নিয়াজী বলেছেন, গেরিলারা আমার চোখ অন্ধ ও কান বধির করে ফেলেছে। এদের দুঃসাহসিক আক্রমণে পেন্টাগণ উদ্বিগ্ন। হাজারো গেরিলার আত্মবলিদানের মহিমায় বিশেষ দিবস উদ্ভাসিত, সেনাকুঞ্জে আলোকোজ্জ্বল পাদপীঠ, উষ্ণ সম্বর্ধনায় বঙ্গভবন কোলাহল মুখরিত এবং অজানা গেরিলার বীরত্বপূর্ণ গৌরবগাঁথা সজ্জাহীনভাবে কণ্ঠে ঝুলিয়ে আছেন। ইতিহাস তাদের প্রশ্নবিদ্ধ করবে। জনযুদ্ধের নায়ক দুঃসাহসিক গেরিলারা আজ রাষ্ট্র, সমাজে ও পরিবারে অবহেলিত, অবাঞ্ছিত ও মর্যাদাহীন। অর্ধাহারে, অনাহারে যাদের দিন যাপন, ইতিহাসে কী তারা চিরকাল উপেক্ষিত থাকবে।
Title | : | মুক্তিযুদ্ধ: উপেক্ষিত গেরিলা |
Author | : | অধ্যাপক আবু সাইয়িদ |
Publisher | : | চারুলিপি প্রকাশন |
ISBN | : | 9789845980029 |
Edition | : | 2017 |
Number of Pages | : | 136 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
অধ্যাপক ড. আবু সাইয়িদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এককালীন শিক্ষক ও রাকসুর ভিপি । সত্তরের নির্বাচনে নং সেক্টরের উপদেষ্টা ও ক্যাম্প ইনচার্জ। গণপরিষদে বাহাত্তরের খসড়া সংবিধান সংরচনা কমিটির অন্যতম সদস্য। বঙ্গবন্ধু কর্তৃক পাবনা জেলা গভর্ণর ডেজিগনেট । সাবেক তথ্য প্রতিমন্ত্রী। এছাড়া জাতীয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে অভিজ্ঞতাঋদ্ধ। তাঁর লেখা বইয়ের মধ্যে উল্লেখযোগ্য: ফ্যাক্টস্ এন্ড ডকুমেন্টস: বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, মেঘের আড়ালে সূৰ্য, ছোটদের বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব, আঘোষিত যুদ্ধের ব্ল-প্রিন্ট, ব্রুটাল ক্রাইমস্, বাংলাদেশের স্বাধীনতা: যুদ্ধের আড়ালে যুদ্ধ, মুক্তিযুদ্ধ: সিক্রেট ডিপ্লোম্যাসি, মুক্তিযুদ্ধ: উপেক্ষিত গেরিলা, জেনারেল জিয়ার রাজত্ব, সাধারণ ক্ষমা ঘোষণার প্রেক্ষিত ও গোলাম আযম, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঐতিহাসিক রায়, বাংলাদেশের গেরিলা যুদ্ধ, যুদ্ধাপরাধ: প্রেক্ষিত বাংলাদেশ, বাংলাদেশ থ্রেট অব ওয়ার, একাত্তরে বন্দী মুজিব: পাকিস্তানের মৃত্যু যন্ত্রণা, সমাজ বদলে বঙ্গবন্ধুর ব্ল-প্রিন্ট, মুক্তিযুদ্ধের দলিল লণ্ডভণ্ড এবং অতঃপর, বাংলাদেশের স্বাধীনতা: কুটনৈতিক যুদ্ধ ইত্যাদি।
If you found any incorrect information please report us