৳ ২৫০ ৳ ২১৩
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
আমাদের জাতীয় জীবনে সবচেয়ে গৌরবময় এবং বীরত্বপূর্ণ অধ্যায় হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ, আর মহত্তম অতনি হচ্ছে গণমানুষের অংশগ্রহণে সমৃদ্ধ সেই যুদ্ধে বিজয় অর্জন। ঐতিহাসিক একাত্তর হঠাৎ একদিনে অগ্নিগর কন্যাগ ঢাব্যি লাভ করেনি। ওই একাত্তরের পেছনে আছে উদাম সত্তর, ধাঁধন ছেড়া উনসত্তর, তবমুখর ছোট-বাঘাট, তার ও পেছনে আছে বায়ান্নোর। বক্তভেজা পথ। এমনই আরাে কত লড়াই সংগ্রামের উদীও দিন পেরিয়ে তবেই আসে একাত্তর এবং গণসম্পৃত্ত হয়ে ওঠে মহান মুক্তিযুদ্ধ। তাই আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস কেবল রণক্ষেত্রে হতাহত বা ক্ষয়ক্ষতির খতিয়ান মাত্র নয়, বরং তা হয়ে উঠছে এই ভূখণ্ডের জনগণের বহু বছরের আশা-আকাক্ষা, শােষণ-বঞ্চনা, ক্ষোভ এবং দ্রোহের সমন্বয়ে গড়ে ওঠা অসামান্য জীবনালেখ্য। ধর্মের। ভেদ, শ্রেণি বা পেশার দুরত্ব কিংবা ধনী দরিদ্রের বৈষম্য নয়, এমন কি নারী-পুরুষের বিভেদও নয়, অগ্নিগর্ভ একাত্তর এ দেশের সব মানুষকে একই প্লাটফর্মে দাঁড় করায়। সবার সামনে দেশমাতার বিপর্যস্ত ছবি। এ অবস্থায় কে পারে নির্বিকার থাকতে? মায়ের অসহায়ত্ব দেখে ও কোনাে সন্তান পারে চোখ বন্ধ করে থাকতে? তাই তাে প্রতিশােধের আগুন বুকে নিয়ে এ দেশের অসংখ্যা শিশু-কিশাের পর্যন্ত ঝাপিয়ে পড়েছে মুক্তিযুদ্ধে। দুঃসাহসী অভিযানে অংশ নিয়েছে। প্রবল ঝুঁকিপূর্ণ ভূমিকা পালন করেছে। ইতিহাসের পাতায় তাদের সে কথা লেখা হয়নি বললেই চলে। কয়েকজন কিশাের যােদ্ধার স্মৃতিগাথা নিয়ে কথাশিল্পী রফিকুর রশীদের সম্পাদনায় অগ্নিকিশাের ১৯৭১ গ্রন্থটি সব বয়সের পাঠকের ভালাে লাগবে বলে আশা করা যায়।
Title | : | অগ্নিকিশোর ১৯৭১ |
Author | : | রফিকুর রশীদ |
Publisher | : | স্বরবৃত্ত প্রকাশন |
ISBN | : | 9789849187271 |
Edition | : | 2016 |
Number of Pages | : | 144 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
রফিকুর রশীদ জন্মগ্রহণ করেন ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর, মেহেরপুরে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষে ১৯৮৩ সালে সিলেটের এক চা-বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে শুরুহয় তার কর্মজীবন। মন টেকে না চা-বাগানে। অচিরেই যোগ দেন কলেজ শিক্ষকতায়। এখনও আছেন সেই প্রিয় পেশাতেই, মেহেরপুরের গাংনী কলেজে। একান্ত নিভৃতে কাব্যচর্চা দিয়ে লেখালেখির সুত্রপাত হলেও সত্তর দশকের শেষভাগে পত্র পত্রিকায় গল্প লিখেই রফিকুর রশীদের আত্মপ্রকাশ সাহিত্যজগতে। প্রথম গল্পটি লেখেন ছোটদের জন্যে। তারপর দেশের প্রায় সকল উল্লেখযোগ্য কাগজে বিরামহীন লিখে চলেছেন গল্প আর গল্প, সঙ্গে উপন্যাসও। ছোটদের বড়দের সকলের জন্যে। জীবনের সামান্য ঘটনাও শৈল্পিক বর্ণনা এবং বুনুন নৈপুন্যের কারণে তাঁর গল্পে অসামান্য মর্যাদা লাভ করে। চরিত্র চিত্রণ ও বর্ণনার বিশ্বস্ততাই কথাশিল্পী হিসেবে তাকে এনে দিয়েছে বিশিষ্টতা। ছোটদের জন্যে লেখা গল্প এবং উপন্যাসে রফিকুর রশীদ এনেছেন বিপুল বিষয়বৈচিত্র্য। প্রিয় প্রসঙ্গ মুক্তিযুদ্ধ তো আছেই, বিপুল উৎসাহ-উদ্দীপনা-কৌতুহলে ভরা, বিচিত্র বর্ণে বর্ণিল ছোটদের নিজস্ব। ভুবনের আলোচনা উপস্থাপন ঘটে চলেছে তাঁর লেখা শিশু ও কিশোর সাহিত্যে। বাংলাদেশ শিশু একাডেমী থেকে মুক্তিযুদ্ধভিত্তিক গল্পগ্রন্থ ‘প্রভাতফেরি’ প্রকাশের পর শিশুসাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে রফিকুর রশীদ অর্জন করেন এম. নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার এবং কাজী কাদের নওয়াজ শিশুসাহিত্য সম্মাননা।
If you found any incorrect information please report us