৳ ৫০০ ৳ ৪২৫
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, এ জাতি সত্তার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তাঁর সমকালেরও মহনায়ক। এ উপমহাদেশে উনিশ ও বিশশতকে অনেক বীরপুরুষের জন্ম হয়েছে, কিন্তু তার মতাে একজনও নন, অথবা তিনিও কোনাে একজনেরও মত নন। তার তুলনা শুধু তিনিই। তাঁর প্রাথমিক জীবন থেকেই দেখি, তিনি। বীরদর্পে এগিয়ে চলেছেন, যেখানে তিনি সবসময়ই একা। আপােসহীন দৃঢ়চেতা এ মানুষটি এক অসাধারণ প্রজ্ঞায় নিজেকে এগিয়ে নিয়ে গেছেন হাজার বছরের প্রাচীন। একটি জাতির স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে। এক্ষেত্রে তিনি ছিলেন অবিচল। এক যােদ্ধা, যাকে কোনােদিন পেছনে তাকাতে হয়নি। তাঁকে নিয়ে আলােচনা ও গবেষণার শেষ। নেই। বেশির ভাগ গবেষণা ও আলােচনাগুলাে তাঁর রাজনৈতিক জীবনের আখ্যানকে কেন্দ্র করে। কিন্তু তার পারিবারিক ও ব্যক্তিগত জীবনের আচরণ এবং সংস্কৃতি ও রুচিবােধ নিয়ে বিশেষ আলােচনা বিশেষভাবে দেখা যায় না। তিনি তার পারিবারিক ঐতিহ্যের সূত্রে ছিলেন। একজন বাঙালি এবং একই সঙ্গে বাঙালি মুসলিমও। তার মূল্যবােধ ও দৃষ্টিভঙ্গির মধ্যে আমরা দেখতে পাই এক অপূর্ব সমন্বয়। এ সমন্বিত বিষয়টির প্রভাব দেখতে পাই তার পােশাকেও। কিশাের-যুবক বয়সের থেকে শুরু করে পরিণত বয়সের মুজিবের পােশাকে রয়েছে। এক স্বচ্ছন্দ গতি। পােশাককে তিনি অলঙ্কৃত করেছেন, নাকি পােশাক তাঁকে সৌন্দর্য মণ্ডিত করেছিল, তা সম্ভবত অকিনরাই থেকে যাবে। তবে তাঁর যে অপরূপ মননশীল এক ব্যক্তিত্ব গড়ে উঠেছিল, তার প্রকাশ পােশাকেও ফুটে উঠেছিল — একথা নিসন্দেহে বলা যায়।। ড. মােহাম্মদ হাননান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা ঘটনাবলি নিয়ে অনেক কাজ করেছেন। বঙ্গবন্ধুর উপর লেখা বঙ্গবন্ধুর সময়কাল, শত্রুর চোখে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু হত্যার সাহিত্য প্রতিবাদ, বঙ্গবন্ধু হত্যার বিচারের ইতিহাস, ঐতিহাসিক সাতই মার্চ : পূর্বাপর ঘটনাবলি ইত্যাদি গ্রন্থগুলাে ইতােমধ্যে পাঠক ও গবেষক মহলে সাড়া জাগিয়েছে। বঙ্গবন্ধুর পােশাক গ্রন্থটি ও বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের একটি ব্যতিক্রম গবেষণা যার মধ্যে সমকালীন রাজনীতি ও সংস্কৃতি দালিলিক রূপ পেয়েছে। গ্রন্থটি বঙ্গবন্ধুর উপর নানা আলােচনা ও গবেষণার মাঝে পাঠক মহলে এক ভিন্ন মাত্রা যােগ করবে।
Title | : | বঙ্গবন্ধুর পোশাক : পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পোশাকের ইতিহাস ও ঐতিহ্য |
Author | : | ড. মোহাম্মদ হাননান |
Publisher | : | বিশ্বসাহিত্য ভবন |
ISBN | : | 9789848044797 |
Edition | : | 2019 |
Number of Pages | : | 223 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
ড. মােহাম্মদ হাননান সহস্রাব্দ ও শতাব্দীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য, বিজ্ঞান, ইত্যাদির ওপর যে। সংগ্রহ-সংকলনটি করেছেন তা অনুসন্ধিৎসু যে-কোনাে পাঠকের কাছেই বিশ্বকোষের স্বাদ এনে দেবে। শতাব্দীর বাংলাদেশ, শতাব্দীর বিশ্ব, সহস্রাব্দের বাংলাদেশ, সহস্রাব্দের বিশ— গ্রন্থ চারটিকে নানাভাবেই সাজানাে যায়। এখানে পাঠক বাংলাদেশকে পাবেন দু’ভাবে-শতাব্দী ও সহস্রাব্দের মতাে করে, আবার বিশ্বকেও পাবেন শতাব্দীর পাশাপাশি সহস্রাব্দের পটভূমিতে। শতবছর অথবা হাজার। বছরের পরিক্রমায় বাংলাসমাজ ও বিশ্বসমাজ এভাবেই গ্রন্থ চারটিতে মূল্যায়িত হয়েছে। লেখক-গবেষক হিসেবে ড. মোহাম্মদ হাননান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ে অগ্রসেনানী। তিনিই প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখেছিলেন, যা ১৯৯১ সালে প্রকাশিত হয়েছিল। সেই থেকে শুরু, এখন পর্যন্ত তিনি নিরলসভাবে তাঁর অভিযাত্রা অব্যাহত রেখেছেন। বঙ্গবন্ধুর ওপরও রয়েছে তাঁর অনেক গবেষণা। ২০২০ সালের বইমেলায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে প্রকাশিত হয়েছে তাঁর বৃহৎ গ্রন্থ শতাব্দীর বঙ্গবন্ধু । বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, তত্ত্ব ও বাস্তবে ইতিহাসের একটি পরিপূরক ঘটনা। ড. হাননানের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক গ্রন্থগুলো পড়লে এ সত্যতার প্রমাণ মেলে। তিনি বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১২১ (২০২১ সাল পর্যন্ত)। পুরস্কার হিসেবে অর্জন করেছেন সিভিল সার্ভিসের রেক্টর মেডেল, সিকান্দার আবু জাফর জন্মশতবর্ষ স্বর্ণপদক (সংস্কৃতি মন্ত্রণালয়, ২০১৯) এবং অন্যান্য। জন্ম: ঢাকার বিক্রমপুরের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং গ্রামে।
If you found any incorrect information please report us