৳ ২৫০ ৳ ২১৩
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
শেখ হাসিনাকে নিয়ে লেখক বিভিন্ন সময়ে বেশ কিছু প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন। সাম্প্রতিক সময়েও তাকে নিয়ে তিনি লিখেছেন একটি দীর্ঘ প্রবন্ধ। এই লেখাগুলোতে সামগ্রিকভাবে শেখ হাসিনাকে পাওয়া না-গেলেও তার জীবন ও নেতৃত্বের বেশ কিছু দিক উন্মোচিত হয়েছে। আগামী দিনে যখন দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে ব্যাপক গবেষণা হবে, সেদিনকার গবেষকগণ এসব লেখা থেকে কিছুটা হলেও উপকৃত হবেন-এটা ভেবেই লেখাগুলো একত্রিত করে ‘শেখ হাসিনা : তোমার প্রকাশ হোক সূর্যের মতন’ গ্রন্থটি প্রকাশিত হলো। এতে ১৭টি প্রবন্ধ আছে। বিষয়-বৈচিত্র্যে প্রত্যেকটি প্রবন্ধই স্বতন্ত্র ও সুখপাঠ্য।
বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দরিদ্র বাংলাদেশকে উন্নত বাংলাদেশে পরিণত করার যে দৃঢ় পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন। এ কারণে বাঙালি জাতি, বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনার নামও কোনোদিন বিস্মৃত হবে না। মৌলবাদ ও ষড়যন্ত্রের ভস্মাধার থেকে শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ উঠে এসেছে উন্নয়নের মহাসড়কে। আজ বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামেও শেখ হাসিনার নেতৃত্বে বলিষ্ঠ ভূমিকা রাখছে বাংলাদেশ। জলবায়ু, বৈশ্বিক উষ্ণায়ন, দারিদ্রবিমোচন, এসডিজি, এমডিজিসহ সকল ক্ষেত্রে শেখ হাসিনার সাফল্য অনস্বীকার্য। বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনার নামেও আজ ইতিহাসে নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে।
Title | : | শেখ হাসিনা : তোমার প্রকাশ হোক সূর্যের মতন |
Author | : | মোনায়েম সরকার |
Publisher | : | আগামী প্রকাশনী |
ISBN | : | 9789840427901 |
Edition | : | 2021 |
Number of Pages | : | 96 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
মোনায়েম সরকার ১৯৪৫ সালের ৩০ মার্চ কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফতেহাবাদ গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। রাজনীতিক, কলাম লেখক ও গবেষক মোনায়েম সরকার শতাধিক গ্রন্থের প্রণেতা ও সম্পাদক। শুধু গ্রন্থ প্রণয়ন ও সম্পাদনাই নয়-বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক ছয়টি থিমেটিক ম্যাপ ও বাইশ পর্বে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। তিনি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চের (বিএফডিআর) মহাপরিচালক। বাংলা একাডেমি কর্তৃক দুই খণ্ডে প্রকাশিত বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ সম্পাদনা করে অনন্য ভূমিকা রেখেছেন। মুক্তিযুদ্ধসহ এদেশের বিভিন্ন গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে তাঁর রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে পুনর্গঠন করার ক্ষেত্রে দেশে-বিদেশে অবস্থান করে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। রাজনৈতিক ও সাংষ্কৃতিক জগতে এ ভূমিকার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন তিনি। ২০১৩ সালে বাংলা একাডেমি তাঁকে ফেলোশিপ দিয়ে সম্মানিত করেছেন। জীবনের দীর্ঘ সময় তিনি রাজনীতির সাথ সক্রিয়ভাবে জড়িত ছিলেন। বর্তমানে তিনি লেখালেখি ও গবেষণার কাজে নিয়োজিত আছেন।
If you found any incorrect information please report us