৳ ৬৫০ ৳ ৫৫৩
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
জন্ম কিংবা কর্মভূমি কুষ্টিয়া; তবু তাঁদের জীবন-কর্মের আলোচনা কুষ্টিয়াকেন্দ্রিক বলা যাবে না। কারণ তাঁরা হলেন লালন-কাঙাল হরিনাথ-রবীন্দ্রনাথ। বাঙালি সাহিত্য-সংস্কৃতির এইসব পুরোধা ব্যক্তিত্বকে নিয়ে নবতর তথ্যে, গভীর বিশ্লেষণধর্মী আলোচনা রয়েছে বইটির প্রথম পর্বে। একইভাবে নবদ্বীপ-পলাশীর সেই নদীয়া জেলাভুক্ত কুষ্টিয়া-কুমারখালীর ইতিহাসও আঞ্চলিকতায় সীমিত নয়। বিশ্বখ্যাত মোহিনী মিলের ইতিবৃত্ত; সৃষ্টিতে দেবেন্দ্রনাথ-রবীন্দ্রনাথের সহায়তাপ্রাপ্ত, হরিনাথ-মীর মশাররফ-রাধাবিনোদ পাল-কাজী মোতাহার প্রমুখ কত শত খ্যাতিমানের ছাত্রত্বে গরীয়ান শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ইতিহাস তো বাঙালির আধুনিক হয়ে ওঠার প্রতিচ্ছবি পাওয়া যাবে কয়েকটি প্রবন্ধে। শুধু খ্যাতিতে পরিচিত নয়, বিস্মৃতিতে পতিত কত মানুষের শ্রম-সংগ্রামের অজানিত আত্মনিবেদনের তথ্যে সমৃদ্ধ তথ্যসমৃদ্ধ কিছু নিবন্ধ রয়েছে এ বইতে। আরো রয়েছে উদার মানবিকবোধ আর আধুনিকমননের যুক্তিসিদ্ধতা সহযোগে বাঙালি সংস্কৃতির বিবর্তন-বর্তমান বাস্তবতা ও উত্তরণের দিকনির্দেশী কিছু আলোচনা। আর সবকিছুই পরিবেশিত হয়েছে প্রসাদগুণসম্পন্ন স্বকীয়শীলিত ভাষায়। গ্রন্থস্থ প্রবন্ধাবলি পাঠককে নতুন জানার সাথে সাথে নবভাবে প্রবুদ্ধ করবে।
Title | : | প্রবন্ধসংগ্রহ |
Author | : | মিলন সরকার |
Editor | : | মাসুদ রহমান |
Publisher | : | ইত্যাদি গ্রন্থ প্রকাশ |
ISBN | : | 9789849048923 |
Edition | : | 2021 |
Number of Pages | : | 456 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
মিলন সরকার জন্ম ১৫ নভেম্বর, ১৯৪৫ নাটোরের বাশিলা গ্রামে মাতুলালয়ে। পিতৃনিবাস কুষ্টিয়ার মিরপুর থানার খয়েরপুর। পিতা গােপেন্দ্রনাথ সরকার। (১৮৮৮-১৯৭৯) ছিলেন বিশিষ্ট লেখক; সেকালের প্রধান পত্রিকাগুলােয় লেখা বের হতাে, যদিও জীবদ্দশায় কোনাে গ্রন্থ প্রকাশ করেননি। মাতা সবিতারানী (চাকী) সরকার (১৩২২-৫৮)।। তৎকালীন দি ইউনাইটেড কুষ্টিয়া হাই অ্যান্ড মিউনিসিপ্যাল স্কুল থেকে ১৯৬৬ সালে এসএসসি, কুষ্টিয়া কলেজ থেকে ১৯৬৮ সালে এইচএসসি এবং ১৯৭০-এ কুষ্টিয়া সরকারি কলেজ (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত) থেকে বিএ পাশ করেন। ১৯৭২ থেকে ২০১০ সাল পর্যন্ত কুষ্টিয়ার সিরাজুল হক। মুসলিম হাই স্কুলে শিক্ষকতা করেন। পঠন-পাঠন প্রভূত; বাংলা ছাড়াও ইংরেজি ভাষায় দক্ষ এবং রপ্ত করেছেন সংস্কৃত। প্রভাবসঞ্চারী জনপ্রিয় শিক্ষক মিলন সরকার অবসর জীবনেও জ্ঞানচর্চায় অনলস। প্রথম মুদ্রিত রচনা ছড়া-কলকাতার লােকসেবক পত্রিকায় প্রকাশিত। একসময় নিয়মিত কবিতা লিখেছেন। গত শতকের আশির দশক থেকে গদ্যচর্চায় মনােনিবেশ। প্রিয় বিষয় কুষ্টিয়ার ইতিহাস-ঐতিহ্য। লালন-রবীন্দ্রনাথ নিয়েও আগ্রহ-মনােযােগ প্রবল। তথ্যানুগ হলেও প্রথাবিরােধী প্রেক্ষণ তার নিত্যসঙ্গী। স্থানীয় ইতিহাস-ঐতিহ্য প্রচারে একক প্রবন্ধের কয়েকটি পুস্তিকা প্রকাশ করেছেন। আত্মপ্রচারবিমুখ মিলন সরকারের নিস্পৃহতা সত্ত্বেও তাঁর ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রবন্ধ সংগ্রহক্রমে এক অর্থে প্রথম পূর্ণাঙ্গ বই বের করা হলাে।
If you found any incorrect information please report us