Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
মানুষ যুদ্ধে হেরে যায় শত্রুকে ঠিকমতো চিনতে না পারার কারণে। শত্রুকে চিনলেও আবার তাদের কলাকৌশল না জানার কারণে হেরে যায়। শত্রুকে ঠিকমতো চিনতে পারা আর ওদের স্ট্রাটেজি (কলাকৌশল) কী তা জানতে পারলে যুদ্ধে জয়ের বিশাল অংশ সহজ হয়ে যায়।
শয়তান আমাদেরকে আল্লাহর পথ থেকে, জান্নাতের পথ থেকে, দ্বীনের পথ থেকে সরাবার জন্য বিভিন্ন কৌশল, কুচক্র, নষ্ট পথ ও পদ্ধতি আবিষ্কার করেছে। এভাবে সে আমাদের ঈমান ও আমলে সালেহের পথ রুদ্ধ করে; যেন আমরা আমাদের আদি নিবাস আল্লাহর প্রশান্তির স্থান জান্নাতে না পৌঁছাতে পারি।
আল্লাহ সুবহানাহু তা'আলা পরিষ্কারভাবেই আমাদের প্রকাশ্য শত্রু কে তা জানিয়ে রহম করেছেন। এখন আমাদের দরকার এই প্রকাশ্য শত্রু শয়তানের সব ধরণের কলাকৌশল জানা, সেই অনুযায়ী আমাদের আর আল্লাহ তা'আলার নৈকট্যে পৌঁছানো ও জান্নাতের মাঝখাতে যত ফাঁদ, যত বিভ্রান্তি আর মরীচিকা রয়েছে তা চিহ্নিত করা।
সেসব শয়তানী কৌশল জেনে যেন আমরা সতর্ক হতে পারি ও সবচেয়ে দামি পথে স্থির থাকতে পারি, সেগুলোই বর্ণিত হয়েছে উস্তাদ নোমান আলী খানের ইংরেজি বক্তৃতা থেকে অনূদিত ও সম্পাদিত স্বল্প দৈর্ঘের এই বইতে।
Title | : | শয়তানের থাবা : আক্রমণ ও কৌশল |
Author | : | নোমান আলী খান |
Publisher | : | বুকিশ পাবলিশার |
Edition | : | 3rd Print, 2023 |
Number of Pages | : | 224 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন লেখক এবং ইসলামি বক্তা নোমান আলী খান এর বই সমূহ ধর্মীয় যুক্তিতর্কের জন্য মুসলিমদের নিকট জনপ্রিয়তা পেয়েছে। তার ‘ডিভাইন স্পিচ: এক্সপ্লোরিং কুরআন অ্যাজ লিটারেচার’ বইটি মুসলিম বিশ্বে বেশ আলোড়ন তোলা একটি বই। এ বই তাকে লেখক এবং ধর্মীয় যুক্তিবিদ হিসেবেও খ্যাতি এনে দিয়েছে। বর্তমানে তিনি ‘দ্য বাইয়্যিনাহ ইন্সটিটিউট ফর অ্যারাবিক অ্যান্ড কুর'আনিক স্টাডিজ’ এর সিইও এবং প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৬ সালে তিনি এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। আমেরিকান মুসলিদের নিকট তুমুল জনপ্রিয় এ বক্তা তার ইসলামিক জ্ঞান এবং যুক্তি-তর্কের দ্বারা মুসলিম বিশ্বের অন্যতম পরিচিত মুখে পরিণত হয়েছেন। ইসলামিক ব্যক্তিত্বদের জীবনীভিত্তিক ‘দ্য ফাইভ হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ এর তৃতীয় সংস্করণে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমদের একজন হিসেবে তালিকাভুক্ত হন। নোমান আলী খান ১৯৭৮ সালে পূর্ব জার্মানিতে জন্মগ্রহণ করেন। তার বাবা সেসময় পাকিস্তানি কূটনীতিক হিসেবে জার্মানিতে কর্মরত ছিলেন। বাবা-মা উভয়েই পাকিস্তানি হলেও নোমানের পাকিস্তানে বেশি দিন থাকা হয়নি। বাবার কর্মস্থল পরিবর্তনের কল্যাণে সৌদি আরবে ৬ বছর বসবাস করার পর আমেরিকায় চলে আসেন নোমান। এরপর থেকে আমেরিকাতেই থাকছেন এই ধর্মীয় বক্তা। ধর্মীয় শিক্ষায় তার হাতেখড়ি হয়েছিল সৌদি আরবেই। এরপর আমেরিকাতেই তিনি চালিয়ে গেছেন ক্লাসিক্যাল আরবি শিক্ষা। বর্তমানে টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে বসবাস করছেন তিনি। নোমান আলী খান বাংলা বই লেখেননি, তথাপি তার ‘ডিভাইন স্পিচ’ এবং ‘রিভাইভ ইয়োর হার্ট’ সহ বেশ কিছু বই বাংলায় অনূদিত হয়েছে। এছাড়াও, ‘প্রশান্তির খোঁজে’ এবং ‘বন্ধন’ বইগুলোও রয়েছে নোমান আলী খান এর বই সমগ্রতে।
If you found any incorrect information please report us