৳ 800
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১১৯৯+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৬৯৯+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
নির্বাচিত ১০০ কবিতাঃ
"নির্বাচিত ১০০ কবিতা"বইটির প্রথমের কিছু অংশ:
হুলিয়া
আমি যখন বাড়িতে পৌছলুম তখন দুপুর,
চতুর্দিকে চিকচিক করছে রােদুর-;
শোঁ-শোঁ করছে হাওয়া।
আমার শরীরের ছায়া ঘুরতে ঘুরতে
ছায়াহীন একটি রেখায় এসে দাড়িয়েছে।
কেউ চিনতে পারেনি আমাকে,
ট্রেনে সিগারেট জ্বালাতে গিয়ে একজনের কাছ থেকে।
আগুন চেয়ে নিয়েছিলুম, একজন মহকুমা স্টেশনে উঠেই
আমাকে জাপটে ধরতে চেয়েছিল, একজন পেছন থেকে
কাঁধে হাত রেখে চিৎকার করে উঠেছিল;- আমি সবাইকে
মানুষের সমিল চেহারার কথা স্মরণ করিয়ে দিয়েছি।
কেউ চিনতে পারেনি আমাকে, একজন রাজনৈতিক নেতা।
তিনি কমিউনিস্ট ছিলেন, মুখােমুখি বসে দূর থেকে
বারবার চেয়ে দেখলেন, কিন্তু চিনতে পারলেন না।
বারহাট্টায় নেমেই রফিজের স্টলে চা খেয়েছি,
অথচ কী আশ্চর্য, পুনর্বার চিনি দিতে এসেও
রফিজ আমাকে চিনল না।
দীর্ঘ পাঁচ বছর পর পরিবর্তনহীন গ্রামে ফিরছি আমি।
সে একই ভাঙাপথ, একই কালােমাটির আল ধরে গ্রামে ফেরা,
শ্রেষ্ঠ কবিতাঃ
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মৃত্যুর তিন বছর পর ১৯৯৪ সালে কবির শেষজীবনের ঘনিষ্ঠ সুহৃদ ও অগ্রজ কবি অসীম সাহার সম্পাদনায় প্রকাশিত হয় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর শ্রেষ্ঠ কবিতা। প্রকাশমাত্রই স্বল্পায়তন এ সংকলনটি বিপুল পাঠকপ্রিয়তা অর্জন করে। কিন্তু কালক্রমে প্রকাশকের ঔদাসীন্য ও স্বেচ্ছাচারিতায় গ্রন্থটি থেকে রুদ্রের নিজস্ব বানানরীতি অপসৃত হয়েছে, প্রকাশনার মানেও পড়েছে অযত্নের ছাপ, এমনকি প্রচ্ছদে কবির নামটি ভুল বানানে মুদ্রিত।
এসব ছাড়াও গ্রন্থটি সম্পর্কে কবির শুভানুধ্যায়ীদের বহু অভিযােগ কানে এসেছে। সব মিলিয়ে, রুদ্রের প্রতিনিধিত্বশীল কবিতার একটি সুষ্ঠু ও পরিমার্জিত সংকলনের অভাব দীর্ঘ দিনের।
বর্তমান সংকলনটি সেই অভাববােধ পূরণে সক্ষম হলেই এই প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট সকলের পরিশ্রম সার্থক বলে বিবেচিত হবে।
যে জলে আগুন জ্বলেঃ
“ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত
ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিয়ো৷
কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে
কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে
পত্র দিয়ো, পত্র দিয়ো৷
আর না হলে যত্ন করে ভুলেই যেয়ো, আপত্তি নেই৷
গিয়ে থাকলে আমার গেছে, কার কী তাতে?
আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি,
নষ্ট ফুলের পরাগ মেখে
পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি, কী আসে যায়?
এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
এক মানবী কতোটা আর কষ্ট দেবে!”
– প্রস্থান, হেলাল হাফিজ (কাব্যগ্রন্থ:যে জলে আগুন জ্বলে)
“এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।”
– নিষিদ্ধ সম্পাদকীয়, হেলাল হাফিজ (কাব্যগ্রন্থ:যে জলে আগুন জ্বলে)
প্রেমে আর বিদ্রোহে সমান প্রাসঙ্গিক কবি হেলাল হাফিজের ইতিহাস সৃষ্টিকারী কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’। ১৯৮৬ সালে প্রথম প্রকাশের পর থেকে এ পর্যন্ত বইটির মুদ্রণ হয়েছে তেত্রিশেরও অধিকবার। বইয়ের কবিতাগুলি প্রতিনিয়ত ধ্বনিত হয় সাজানো মঞ্চ থেকে মিছিলের অগ্রভাগে, প্রেমের ক্ষুদেবার্তা কিংবা বিরহের স্ট্যাটাস থেকে দেয়াল লিখনে।
Title | : | পাঠকপ্রিয় তিনটি কবিতার বই (হার্ডকভার) |
Publisher | : | পিবিএস কালেকশন |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0