বাংলায় বৈষ্ণব আন্দোলন (হার্ডকভার)
বাংলায় বৈষ্ণব আন্দোলন (হার্ডকভার)
৳ ৪০০   ৳ ৩৪০
১৫% ছাড়
Quantity  

তথ্য সাময়িকী সালতামামি – ২০২৩  অর্ডার করলে সাথে সালতামামি ২০২২ ফ্রি

১১৯৯ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY

১২ মাসের তথ্য সাময়িকী (জানুয়ারী – ডিসেম্বর, ২০২৩)  এখন ৬০% ছাড়ে

Home Delivery
Across The Country
Cash on Delivery
After Receive
Fast Delivery
Any Where
Happy Return
Quality Ensured
Call Center
We Are Here

খ্রিষ্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষভাগে এবং ষোড়শ শতাব্দীর প্রথমভাগে বাংলার ধর্মজগতে যে-প্রবল আলোড়নের সৃষ্টি হয়, তা ‘বৈষ্ণব আন্দোলন’ নামে পরিচিত। এ-আন্দোলন ছিল আগাগোড়া অহিংস। মূলত এর লক্ষ্য ছিল তদানীন্তন কালের কলুষিত ধর্ম ও সমাজব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন সাধন করে ধর্ম ও সমাজকে পুনরায় স্বমহিমায় প্রতিষ্ঠিত করা। সে-ভাবান্দোলনের ঐতিহাসিক তথ্য-উপাত্ত ঘেঁটে বিস্তৃত ও পরিপূর্ণ এক বয়ান লিখেছেন সুনীতিভূষণ কানুনগো তাঁর বাংলায় বৈষ্ণব আন্দোলন বইয়ে। সে-সময়কার ধর্মীয়, সামাজিক, সামরিক ও রাজনৈতিক বৈশিষ্ট্য উপস্থাপনের পাশাপাশি লেখক বৈষ্ণব আন্দোলনের স্বরূপ, প্রসার ও বিরোধিতা সম্পর্কেও সবিস্তার ধারণা দিয়েছেন। বহুকৌণিক দৃষ্টিকোণ থেকে তিনি উদ্ঘাটন করেছেন বৈষ্ণব আন্দোলনের ঐতিহাসিক পটভূমি, যুগবিভাগ, সাহিত্য ও সাফল্যের ইতিহাসও। ভারতীয় ভক্তিবাদ থেকে শুরু করে শ্রীচৈতন্য-পূর্ব ও পরবর্তী ভারতবর্ষের ভাবান্দোলনের সামগ্রিক এক চিত্রই প্রতিফলিত হয়েছে বইটির পরতে-পরতে।
বাংলায় বৈষ্ণব আন্দোলন বইয়ের লেখক যেমন নিবিষ্ট ইতিহাসবিদ, তেমনই নিষ্ঠাবান গবেষকও। এ-বই তাই পাঠককে নিয়ে যাবে ইতিহাসের অতল গভীরে। পাঠকমাত্রই টের পাবেন ধর্ম, ইতিহাস ও তত্ত্বের এক আশ্চর্য যুগলবন্দি এ-বই।

Title : বাংলায় বৈষ্ণব আন্দোলন
Author : সুনীতিভূষন কানুনগো
Publisher : বাতিঘর
ISBN : 9789849568339
Edition : 1st Edition, 2021
Number of Pages : 192
Country : Bangladesh
Language : Bengali

ড. সুনীতিভূষণ কানুনগো চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার কানুনগোপাড়া গ্রামের একটি অভিজাত পরিবারে ১৯৩৪ সালের ২৫ অক্টোবর জন্মগ্রহণ করেন। তাঁর বাবা স্বর্গত শ্রীপুলিন বিহারী কানুনগো কানুনগোপাড়া ড. বি. বি. উচ্চ ইংরেজি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর মা স্বর্গতা সুচারুপ্রভা কানুনগো সাধারণ বঙ্গনারীর মত স্নেহশীলা ও কর্তব্যপরায়ণা মহিলা ছিলেন। ড. কানুনগোর একমাত্র কনিষ্ঠ ভ্রাতা ড. সুকৃতি ভূষণ কানুনগো কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নশাস্ত্রে পিএইচ ডি. ডিগ্রি লাভ করেন। তিনি এখন রসায়ন বিজ্ঞানী। তাঁর স্ত্রী লীনা কানুনগো বাংলা ভাষা ও সাহিত্যের সুখ্যাত অধ্যাপক ছিলেন এবং চট্টগ্রাম বেতারের নজরুল সঙ্গীতশিল্পী ছিলেন। বছর দুয়েক আগে আকস্মিক মৃত্যু হয় তাঁর। তাঁদের দু’ছেলের প্রথম ছেলে দুরারোগ্য ব্যাধিতে ১৪ বছর বয়সে অকাল প্রয়াত। দ্বিতীয় ছেলে ‘ফরেস্ট্রি ও এনভায়রনমেন্টাল সায়েন্সে’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাস করে স্বউদ্যোগে স্কলারশিপ লাভ করে আমেরিকার নিউইয়র্ক গিয়ে নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত এবং সেখানেই বসবাসরত। ড. সুনীতিভূষণ ১৯৬০ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক ইতিহাসে এমএ ডিগ্রি লাভ করার পর স্বগ্রামের স্যার আশুতোষ কলেজে শিক্ষকতায় যোগদান করেন। ১৯৬২ সালে তাঁর জ্যেষ্ঠ পিতৃব্য উপমহাদেশের প্রথিতযশা ঐতিহাসিক ড. কালিকারঞ্জন কানুনগোর নির্দেশে ইতিহাসে গবেষণার কাজে ব্রতী হন। তাঁর গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন বাংলাদেশের স্বনামখ্যাত ঐতিহাসিক ড. আবদুল করিম। ড. সুনীতিভূষণ ছিলেন তাঁর প্রথম গবেষক ছাত্র। ড. কানুনগো একনিষ্ঠ সাধনায় নীরবে নিভৃতে বহু গবেষণা গ্রন্থ প্রণয়ন করেছেন এবং নিজের অর্থায়নে সেগুলো প্রকাশও করেছেন, আরও কিছু পাণ্ডুলিপি প্রকাশের অপেক্ষায় আছে। তাঁর পিএইচডি থিসিসের ভিত্তিতে রচিত হয় ‘History of Chittagong Vol 1 এবং প্রকাশিত হয় ১৯৮৮ সালে। এই খণ্ডের বিষয়বস্তু হলো চট্টগ্রামের প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস। তাঁর রচিত ‘‘History of Chittagong Vol 2’ প্রকাশিত হয় ২০১০ সালে। এই খণ্ডের বিষয়বস্তু হলো চট্টগ্রামের ইতিহাসের আধুনিক যুগ। মোটের ওপর এই দুই খণ্ড মিলিতভাবে চট্টগ্রামের একটি পূর্ণাঙ্গ ইতিহাসের রূপ নিয়েছে। তিনি কেবলমাত্র চট্টগ্রামের ইতিহাস লিখে থেমে থাকেন নি। তিনি বাংলার ইতিহাসের ওপর গ্রন্থ রচনায় প্রবৃত্ত হন। এর ফলশ্রুতিতে তিনি বাংলার ইতিহাস- প্রথম খণ্ড (প্রাচীন যুগ), ‘বাংলার ইতিহাস -দ্বিতীয় খণ্ড (সুলতানী আমল) এবং বাংলার ইতিহাস তৃতীয় খণ্ড (মোগল আমল) রচনা করেন। এই গ্রন্থগুলো রচনার সঙ্গে সঙ্গে ‘বাংলার শাসনতান্ত্রিক ইতিহাস’- প্রথম খণ্ড (প্রাচীন যুগ) এবং দ্বিতীয় খণ্ড (মধ্যযুগ) রচনা করেন। |


If you found any incorrect information please report us


Reviews and Ratings
How to write a good review


[1]
[2]
[3]
[4]
[5]