
৳ ৩৬০ ৳ ৩০৬
|
১৫% ছাড় |
Quantity |
|





নীল জলে কী দিয়ে লেখা যাবে? আজ থেকে ঠিক দুশ বছর আগে জন কিটস নিজের সমাধির জন্য এপিটাফ রচনা করেছিলেন, ‘এখানে শুয়ে আছে এক তরুণ ইংরেজ কবি, যার নাম জলের গায়ে লেখা।’ নীল জলের গায়ে কী দিয়ে নাম লেখা যাবে, ২৫ বছর বয়সে মারা যাওয়া কবি কিটস কী ভাবতেন? কবিতা তো আসলে অনির্বচনীয়তা। কবিতা ও মানবহৃদয় হলো এক চির-অব্যাখ্যাত শিল্প। কবি ক্রমাগত চেষ্টা করে যান শিল্পের এই সোনার হরিণকে ধরবার জন্য। আনিসুল হক আজ থেকে তিন যুগ আগে লিখেছিলেন, ‘তুই কি আমার দুঃখ হবি!’ এবার লিখলেন তারই জবাব, ‘আমি তোর আনন্দ হব।’ তিনি লিখেছেন, ‘আবার বসব মুখোমুখি নীলকণ্ঠ পাখি!’ ভালোবাসা না পাওয়া কিংবা অতিমারিতে দীর্ণ হয়ে যাওয়া সময়েও তিনি আশার কথা লেখেন। যেন মিলনই মৌলিক। মৃত্যুর চেয়ে জীবনই বড় হয়ে উঠতে চায়, বিরহের চেয়ে যেমন তীব্র মিলনের আকাঙ্ক্ষা।
কবিতার সঙ্গে থাকল আনিসুল হকের নিজের হাতে আঁকা কিছু ছবি। বাঞ্ছা করি, এই বই ভালোবেসে আপনি আপনার প্রিয়জনের হাতে তুলে দেবেন।
Title | : | আবার বসব মুখোমুখি |
Author | : | আনিসুল হক |
Publisher | : | বাতিঘর |
ISBN | : | 9789849558347 |
Edition | : | 1st Edition, 2021 |
Number of Pages | : | 80 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
আনিসুল হক জন্ম ৪ মার্চ ১৯৬৫, রংপুরের নীলফামারীতে। পিতা মো. মোফাজ্জল হক, মাতা মোসাম্মৎ আনোয়ারা বেগম। জন্মের পরেই পিতার কর্মসূত্রে তারা চলে আসেন রংপুরে। রংপুর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, রংপুর জিলা স্কুল, রংপুর কারমাইকেল কলেজ আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। ছাত্রাবস্থা থেকেই সাহিত্য ও সাংবাদিকতার দিকে ঝুঁকে পড়েন। বিসিএস পরীক্ষা দিয়ে প্রকৌশলী হিসেবে একবার যোগ দিয়েছিলেন সরকারি চাকরিতে কিন্তু ১৫ দিনের মাথায় আবার ফিরে আসেন সাংবাদিকতা তথা লেখালেখিতেই। বর্তমানে একটি প্রথম শ্রেণির জাতীয় দৈনিকে সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত। সাহিত্যের প্রায় সব শাখাতেই তাঁর বিচরণ। তাঁর কলাম গদ্যকার্টুন খুবই পাঠকপ্রিয়। তাঁর উপন্যাস মা ইংরেজিতে ফ্রিডম’স মাদার নামে দিল্লি থেকে প্রকাশিত হয়েছে। উড়িষ্যা থেকে ওডিশি ভাষায়ও বেরিয়েছে এর অনুবাদ। সাহিত্যের জন্য পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, সিটি আনন্দ-আলো পুরস্কার, খালেকদাদ চৌধুরী পদক, খুলনা রাইটার্স ক্লাব পদক, কবি মোজাম্মেল হক ফাউন্ডেশন পুরস্কার, সুকান্ত পদক, ইউরো সাহিত্য পুরস্কার।
If you found any incorrect information please report us
অন্যরা যা কিনছে
নতুন নতুন অফার সম্পর্কে সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন
নতুন নতুন অফার সম্পর্কে সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন



